GM SHAJU

GM SHAJU Textile Engineer || Digital Marketer || B2B Lead Gen || Data Entry || Canva Design || Social Media Expert ||

I'm Golam Mostofa Shazu, as a knitting production officer at Textown Group.With over 6 years of experience in the textile industry,I've gained extensive knowledge in production processes and optimum utilization of manpower,monthly,hourly,daily target follow up.Order quantity completion as per PO wise,style wise,color wise and reconciliation.Minimize Wastage in term of quality rejection in order to

fulfill order quantity.Ensure production target as per given advance planning.In case of major problems,inform the department head to solve or implement the alternate options.Ensure yarns' dimensional stability as per buyers requirements.But that's not all,I'm also a digital marketer and Social media,Canva Design, Data Entry,B2B lead gen expert. Throughout my career,I've been passionate about staying updated with the latest digital marketing trends and strategies.I strongly believe that a strong online presence is crucial for any business to succeed in today's digital world.That's why I constantly strive to improve my skills and help businesses generate leads and increase their online visibility. Apart from my expertise in production and digital marketing, I'm also a skilled data entry expert.I have a keen eye for detail and accuracy,making me the go to person for any data related tasks. My proficiency in data entry has helped me streamline processes and improve efficiency in various projects. I'm always on the lookout for new opportunities to expand my knowledge and skills.I'm a firm believer in continuous learning and growth and I'm not afraid to take on new challenges.If you're looking for someone who is dedicated,hardworking and always eager to learn,then I'm your guy! Please check out my expertise below: -
✅Social Media Manager
✅Canva Design
✅Data Entry & Copy Paste
✅Facebook Ads
✅Facebook Boost
✅B2B Lead Gen
✅Linkedin Lead Gen
✅Business & Targeted Lead Gen
✅E-Commerce Lead Gen
✅Bulk Email Finding
✅Excel Data Entry
✅ Data Formatting
✅ Data Extraction
✅Word to PDF
✅Document Conversion
✅Data Scraping & Data Mining
✅PDF to Excel/Word/Sheets/Docs
✅Retyping Excel/Word/Google Spreadsheets/Google Docs
✅Data entry from various sources (PDF,Images,Documents etc)
✅Google Maps & Web Research

11/08/2025

বিয়ের পর পুরুষের ধ্বংস অনিবার্য!
কারণ বউয়ের মন রক্ষা করতে চাইলে মায়ের অভিশাপ লাগে!
আর মায়ের মন রক্ষা করতে চাইলে বউয়ের অভিশাপ লাগে!
দুই পাশের অভিশাপে যখন পুরুষ ক্যারিয়ারে কিছুই করতে
পারে না,শেষে সন্তানের অভিশাপে পুরুষের মৃ*ত্যু হয়! 😢😭




04/08/2025

ভালো চাকরি পেতে চাও?
তাহলে আগে ভালো কোম্পানি নয় — ভালো বস খুঁজো।
কারণ একটা ভালো বস তোমার জীবন বদলে দিতে পারে।

Find a good boss for a good job — not just a good company.
A good boss inspires,supports and helps you grow. 💼✨

28/07/2025

Saiyaara side-effect 😭

কোনো সমস্যা ছিল কি? পোস্টটা ডিলিট করার কারণটা জানতে চাই। 😒               #মাইলস্টোন_স্কুল_অ্যান্ড_কলেজ
22/07/2025

কোনো সমস্যা ছিল কি? পোস্টটা ডিলিট করার কারণটা জানতে চাই। 😒








#মাইলস্টোন_স্কুল_অ্যান্ড_কলেজ

21/07/2025

পোলাপাইন গুলিরে সাহায্য না কইরা ভীড় জমায়া লাইভ আর ভিডিও কইরা কয়ডা পয়সা কামাইলি। এই পয়সা হজম হইবো তোগো?😡

10/07/2025

প্রাইভেট চাকরি
এটা ভুলে গেলে চলবেনা🤔
প্রাইভেট কোম্পানির চাকরি ক্ষণস্থায়ী। আপনি যত বড় অফিসারই হন না কেন, আজকে আপনাকে না করে দিলে কালকে থেকে আপনি কোম্পানির কেউ না।

সেজন্য কোম্পানির একদম নিম্নস্তরের কর্মীকেও আপনাকে কলিগ হিসেবে গণ্য করতে হবে।

সেটা যদি করতে পারেন তাহলে কোন এক সময় আপনার চাকরি না থাকলেও সেই সকল মানুষদের দ্বারা আপনি কোন না কোনভাবে উপকৃত হতে পারেন।

10/07/2025

মহাবিশ্বের প্রতিটা জীবেরই বিয়ে করা উচিত,কারণ সুখে মানুষ বেহুশ হয়—আর অশান্তিই তাকে বাস্তবে ফিরিয়ে আনে!😃

03/07/2025

বিসিএস দিয়া কাস্টমসে চাকরি পাইছিলো এক ভাই। বেতন বলে ৩৮ হাজার টাকা।

ভাইরে জিগাইলাম, এত কম বেতনে সংসার চলব?
ভাই কইছিলো, তিন বছর কষ্ট কইরা এই চাকরি পাইছি।

কষ্টের টাকায় বরকত আছে।

এক বছর পর আজকে হঠাৎ ভাইর সাথে দেখা। গল্প শুনাইলো ঢাকায় ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। আবার নাকি প্লট দেখতাছে।

জিগাইলাম ভাই, ৩৮ হাজার টাকা বেতনে এত কিছু কেমনে কি? ভাই সিনা টান কইরা বলল, কইছিলাম না কষ্টের টাকা। চাকরিটায় বরকত আছে।

বেতনও নাকি তোলা লাগে না। বরকত ভরপুর! 😁

(Collected)

27/06/2025

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়।

দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে।

নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পরে আর পেট ফোলা শুরু হয়ে যায়, 17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে। 60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।

90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়। এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়। আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।অতএব আমার ভাই ও বোনেরা বলুন -
মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?সবকিছুই মাটিতে মিশে যায়।মানুষের অস্তিত্ব বা কি আছে?মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।

এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।অতএব মানুষের আসল জীবন, আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত।প্রতিটি ভালো কাজ, এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন (আমিন)


22/06/2025

আবেগ দিয়ে তৈরি হওয়া সম্পর্ক যদি ঠুনকো মেঘের মতো হয়,তাহলে বৃষ্টি হবে ঠিকই,কিন্তু সেটার স্থায়িত্ব থাকবে না। 🙄

Address

Dhaka

Telephone

+8801842050066

Website

Alerts

Be the first to know and let us send you an email when GM SHAJU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GM SHAJU:

Share