07/09/2025
#সবাই পুরোটা পড়বেন এবং মতামত জানাবেন 🥰🥰🥰
আল্লাহ তাআলা সবাইকে একটা জীবন দিছে, তার জীবনের সবকিছু একবারে নির্ধারণ করে দিছে, কে ভালো থাকতেছে কে খারাপ থাকতেছে এটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার, কিছু কিছু মানুষ আছে তাদের কষ্টের কথা দুঃখের কথা কারো কাছে বলতে পারেনা, তারা যত কষ্টে বা দুঃখেই থাকুক না কেন কারো কাছে তার দুঃখ টাকে না সুখ টাকেই সবার সাথে প্রকাশ করার চেষ্টা করে, দুনিয়ায় এমন মানুষও আছে যারা সুখে থাকলেও তাদেরকে ভূতে কিলায়, তারা সবার কাছে বলে যে আমি অনেক অসুখী আমার এই ঝামেলার সেই ঝামেলা আমি অনেক কষ্টে আছি আমার জীবনটা অনেক কষ্টের, আর সেই মানুষগুলাই অন্যকে সুখী দেখতে পারে না, আর সেজন্যই তারা মানুষের পিছে লাইগা থাকে এবং ওই মানুষগুলা অন্য মানুষের সুখের কথা চিন্তা করে নিজের অতি দুঃখে দুঃখিত করে, 😊😊😊
🧚♂️🧚♂️তাদের উদ্দেশ্যে বলছি মানুষের চরকায় তেল না দিয়ে নিজের যতটুক আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন।
ধন্যবাদ 🤭🤭🤭🤭