
27/07/2025
মাইলস্টোন স্কুলের উপর প্লেন দুর্ঘটনার মর্মান্তিক ছবি দেখে প্রতিনিয়ত বুকটা হিম হয়ে যায়। কয়েক সেকেন্ডের একটি ঘটনা যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল ফিলিস্তিনে প্রতিদিনই এমন আরও ভয়াবহ দৃশ্য ঘটে চলেছে।
সেখানে প্রতিটি মুহূর্তই শিশুদের জন্য বোমা, আগুন আর মৃত্যু নিয়ে আসে।
জ্বলন্ত ভবন, ছিন্নভিন্ন দেহ, আর্তনাদে ভেসে যাওয়া ছোট ছোট মুখগুলো যেন আকাশকেও কাঁদায়।
আজ আমাদের দেশে ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি যেন আমাদের চোখ খুলে দেয় যাতে আমরা বুঝতে পারি, কী নির্মম বাস্তবতার ভেতর দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের মানুষ, বিশেষ করে নিষ্পাপ শিশুগুলো।
হে আল্লাহ, পৃথিবীর সব শিশুদের হেফাজত করো।
ফিলিস্তিনের শিশুদের দিকে দয়া ও শান্তি দাও।
এই নিষ্ঠুরতা, এই রক্তপাতের অবসান হোক।
মানবতা আবার বাঁচুক, ভালোবাসুক, জাগ্রত হোক।