29/03/2025
মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা খুবই ভ'য়ং'কর কথা বলেছেন। তিনি বেসিক্যালি শেখ হাসিনার কথাটাই ঘুরিয়ে বলেছেন। একজন নাগরিক হিসেবে আমি এইটাতে খুবই অপমানিত বোধ করেছি।
তিনি নাকি বলেছেন- "সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে দুই বেলা দু'মুঠো ভাত, মোটা কাপড় আর মাথার ওপর ছাদ। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, দয়া করে দেশের মানুষকে শান্তি দিন।"
এইটা খুবই ভ'য়ংক'র ১টা কথা। দেশের জনগন সম্পর্কে ১জন রাজনীতিক এই পর্যায়ের নিচু ধারণা পোষণ করেন কীভাবে, ভাবতেই আশ্চর্য হতে হয়। যিনি নাকি আবার একটা দলের কার্যত দ্বিতীয় শীর্ষ নেতা।
সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা শুধু দুই বেলা ভাত আর মোটা কাপড় চায়!! দেশের মানুষকে কি তাহলে ফখরুল সাহেব কৃতদাস মনে করেন? দু'মুঠো ভাত আর মোটা কাপড় ছাড়া আমাদের আর কোনো চাহিদা নাই?
দেশের মানুষ যদি শুধু ভাত আর কাপড়ই বোঝে, তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিলো! শেখ হাসিনার আমলে কি ভাত কাপড়ের অভাব পড়েছিলো? সাধারণ মানুষ রক্ত দিয়ে হাসিনাকে তাড়ালো কেন?
হাসিনা তো ভালোই ভাত কাপড়ের ব্যবস্থা করছিলো, উন্নয়ন উন্নয়ন জিগিরও করতো। সংস্কার যদি দরকার না হয়, মানুষ যদি সংস্কার না বোঝে তাহলে ওবায়দুল কাদেরের চেয়ে আপনি কোন দিক দিয়ে উন্নত হইলেন?
আবার বলছেন- দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে শান্তি দিন। তো এইযে 'দেশের মানুষের' কথা বললেন, এরা কারা? যারা সংস্কার বোঝেনা, তারা দ্রুত নির্বাচন আর ধীরে নির্বাচন বোঝে? দ্রুত নির্বাচন দিলে তারা শান্তি পাবে সেটাই বা কে বললো?
সাধারণ মানুষ যদি শুধু দুই বেলা ভাত, আর মোটা কাপড়ই বোঝে, তাহলে তো নির্বাচনেরও দরকার হয় না, কারণ ভাত-কাপড় তো ড. ইউনূসের সরকারও দিচ্ছে। তাহলে আর দ্রুত নির্বাচনের কথাই বা আসে কেন?
রাজনীতিকদের বলি, দেশের মানুষকে সম্মান করতে শিখুন। সাধারণ মানুষ সংস্কার বোঝেনা- এইসব অসম্মানজনক কথা বলা থেকে বিরত থাকুন। নিজেদের অসাধারণ মানুষ আর অন্যদের সাধারণ মানুষ ভাবা বন্ধ করুন।
ভিআইপি গিরি ছেড়ে রাস্তার মোড়ে চায়ের দোকানে বসুন, বাসে ট্রেনে যাতায়াত করুন।
মাঠে কাজ করে যে কৃষক ভাইবোনেরা, রিকশা-ভ্যান চালায় আমার যে ভাই, গার্মেন্টসে, কারখানায় কাজ করেন যে শ্রমিক ভাইবোনেরা, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কী চায়।
সরেজমিনে দেখুন, কোনোরকম গুণগত সংস্কার ছাড়া যেন-তেন প্রকারে ক্ষমতার হাতবদল করে 'পুরান বোতলে নতুন মদ' এর মত এক দলের জায়গায় আরেক দলকে তারা চায় কি