Fahad's Pigeons Gallery

Fahad's Pigeons Gallery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fahad's Pigeons Gallery, Digital creator, Distriliary Road, Dhaka.

আমার কবুতরের বৈশিষ্ট্যই একটাই, হয় কবুতর নিজে পাল্লা করা অথবা বাবা মা পাল্লা করা অথবা বাচ্চা পাল্লা করা।পাল্লা ছাড়া কোনো কবুতরের জায়গা আমার বাসায় নাই।যেগুলো কামলা খাটে ওরাও পাল্লা করা।কালারিং হোক বা সাদাকালা হোক পাল্লা খেয়ে যেগুলা বাসায় আসবে ওগুলাই আমার।❤️

🕊️ কবুতর যত্ন ও সচেতনতার মূল শিক্ষা পাল্লার বিষয়ে। 🔹 সময়ের গুরুত্বপ্রতিটি কাজের নির্দিষ্ট সময় আছে।সময়ের আগে কিছু করলে ক্...
20/08/2025

🕊️ কবুতর যত্ন ও সচেতনতার মূল শিক্ষা পাল্লার বিষয়ে।

🔹 সময়ের গুরুত্ব

প্রতিটি কাজের নির্দিষ্ট সময় আছে।

সময়ের আগে কিছু করলে ক্ষতি হয় (যেমন – অপরিণত শিশুকে ১০ মাসের আগে জন্ম হলে ইনকিউবেটরে রাখা লাগে),
তেমনি কবুতরকে সময়ের আগে শীতকালীন খাবার দিলে সমস্যা হয়।

🔹 ঘটনা ১: খাবার ও অতিরিক্ত যত্ন

এখন থেকেই অনেকে কবুতরকে শীতের খাবার দিচ্ছেন:

*কুসুম ফুলের বীজ
*সূর্যমুখীর বীজ
*বাদাম
*হেম সিড

এর ফলে কবুতর অস্বাভাবিক গরম হয়ে যায় → উড়তে পারে না, চক্কর দিয়েও পড়ে যায়।
তখন আবার ঠাণ্ডা করার জন্য কেউ সালসা, মাঠা, অ্যালোভেরা, তালমিছরি, কাতিলা ইত্যাদি দেয়।

এভাবে গরম-ঠাণ্ডার খেলায় কবুতরের জীবন ঝুঁকির মুখে পড়ে।

👉 শিক্ষা: কবুতরের প্রকৃত প্রয়োজন না বুঝে খাবার/ওষুধ দেবেন না। বন্ধু হোন, মালিক নয়।

🔹 ঘটনা ২: ফ্যানের উদাহরণ
একটি ফ্যান চালাতে হলে আগে বেয়ারিং ভালো থাকতে হয়, তারপর মোটর দিলে গতি বাড়ে।
যদি বেয়ারিং খারাপ থাকে, বেশি মোটর দিলে ফ্যান ভেঙে যাবে।
তেমনি কবুতরের শরীর ঠিক না হলে ভারি খাবার /গুড়া খাবার দিলে উপকারের বদলে ক্ষতি হয়।
প্রতিযোগিতায় নেওয়ার আগে কবুতরকে বাড়ির উপর দীর্ঘসময় (১.৫–২ ঘণ্টা মিনিমাম) উড়তে দিন নিজের ইচ্ছায়।
👉 শিক্ষা: কবুতরের ফিটনেস ঠিক হওয়ার পরই পাল্লায় বা টুর্নামেন্টে নিন।

🔹 ঘটনা ৩: অন্ধভক্ত হলেই ক্ষতি

কারও কাছ থেকে শুনে বা দেখে হুবহু একই খাবার খাওয়ানো ভুল।
প্রতিটি কবুতরের অবস্থার আলাদা চাহিদা থাকে।
কারও দরকার নিউমোনিয়ার রেসিপি, কারও দরকার পাতলা পায়খানা সারানোর রেসিপি।
👉 শিক্ষা: আগে বুঝুন আপনার কবুতরের অবস্থা, তারপর খাবার বা ওষুধ ঠিক করুন।

🔹 ঘটনা ৪: নতুন নতুন পরীক্ষার ঝুঁকি

এখন অনেকে ব্যতিক্রমী পাল্লা বা টুর্নামেন্ট করছে:

ঝড়-বৃষ্টিতে পাল্লা

রাতে পাল্লা

প্রচণ্ড গরমে পাল্লা

ভাদ্র মাসে শুরু, কার্তিক মাসে শেষ

এসব দেখে প্রভাবিত হয়ে অনুসরণ করা উচিত নয়। কবুতরকে ভালোবাসুন জুলুম করবেন না।

যেমন – পাগলেরও ভক্ত থাকে, তাই বলে তাকে অনুসরণ করা ঠিক নয়।

👉 শিক্ষা: ব্যতিক্রমকে আদর্শ মনে করবেন না।

🔹 সার্বিক বার্তা
কবুতরের মালিক না হয়ে বন্ধু হোন।

বুঝুন:

১।কখন ভারি খাবার দেয়া লাগবে,

২।কখন হালকা খাবার লাগবে,

৩।কখন তেল জাতীয় খাবার দেয়া লাগবে।

সঠিক যত্ন পেলে কবুতর ভালো ফল দেবে, আর নতুন প্রজন্মও সঠিক শিক্ষা পাবে।

🔹 শেষের অনুরোধ

অনেকে শুধু ব্যবসার জন্য কবুতরের জগতে আসে, পরে ধ্বংস করে যায়।

তাই সঠিক জ্ঞান ছাড়া অযথা টাকা খরচ করবেন না।

ভুল হলে ক্ষমা করবেন, কারণ আমি এখনো সবার মতোই ছাত্র।

👉 মূলকথা:
কবুতর পালা শুধু শখ নয়, দায়িত্বও। সময়, অবস্থা ও প্রয়োজন বুঝে যত্ন নিলে আপনার কবুতর ভালো থাকবে, আর আপনিও আনন্দ পাবেন।

গোলা মাদি ❤️
25/07/2025

গোলা মাদি ❤️

24/07/2025

⚠️

খুব শীঘ্রই বাজার গরম করতে আইতাসে নতুন নাম রাণি লাইন। কাজকরা বা সুন্দরী কবুতর এর নাম হইয়া যাইবো রানীজাত।  যেমনটা হইসে বাঘ...
24/07/2025

খুব শীঘ্রই বাজার গরম করতে আইতাসে নতুন নাম রাণি লাইন।
কাজকরা বা সুন্দরী কবুতর এর নাম হইয়া যাইবো রানীজাত। যেমনটা হইসে বাঘা/ আফসান বাঘা থেকে সিলভার আর বেজি।
নতুন সিন্ডিকেট আইতাসে ভাই, কাজকরা কবুতর এর মা বইন উদ্ধার করবো একটা সিন্ডিকেট, নাম দিবো রানী জাত।😅

1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল 3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ 4. কুয়েত মৈত্রী হাসপাতাল 5. উ...
21/07/2025

1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4. কুয়েত মৈত্রী হাসপাতাল
5. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
6. মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত লাগতে পারে।

🔰 🕊️ কবুতরের ভাইটালিটি কেমন হলে বুঝবেন সে শক্তিশালী ও সুস্থ:1. চোখে ঝকঝকে আলো — প্রাণবন্ত দৃষ্টি।2. পালক ঝকঝকে ও পরিষ্কা...
17/07/2025

🔰 🕊️ কবুতরের ভাইটালিটি কেমন হলে বুঝবেন সে শক্তিশালী ও সুস্থ:
1. চোখে ঝকঝকে আলো — প্রাণবন্ত দৃষ্টি।
2. পালক ঝকঝকে ও পরিষ্কার — পালকে তেল মাখে নিয়মিত।
3. খাবারের প্রতি আগ্রহ বেশি — খাবার খাওয়ার সময় দেরি না করা।
4. সবসময় নড়াচড়া করে, গুটিসুটি হয়ে বসে না।
5. উড়ার শক্তি ও ইচ্ছা থাকে — দ্রুত ও উচ্চতা ধরে রাখতে পারে।
6. মল পরিষ্কার ও গাঢ় হয় — ডায়রিয়া বা অতিরিক্ত পাতলা হলে ভাইটালিটি কমে।
---
🕊️ ভাইটালিটি কমে গেলে যা দেখা যায়:
অলস হয়ে যায়
পালক ম্যাদামারা
চোখ মলিন
খাওয়া কমে যায়
ঘন ঘন অসুস্থ হয়
---
💊 ভাইটালিটি বাড়ানোর কিছু উপায়:

ভালো মানের গ্রিট ও ভিটামিন মিনারেল দিন

মল্টিং বা ব্রিডিং টাইমে সাপোর্টিভ ফিড দিন (যেমনঃ ভিটামিন E, B-complex, Zinc)

প্রাকৃতিক উপাদান: আদা, রসুন, মধু ইত্যাদি মাঝে মাঝে পানিতে মিশিয়ে দিন

পরিষ্কার পরিবেশ ও বিশুদ্ধ পানি।

এতো উপকারী তারপরেও কিন্তু আমরা খেতে চাইনা🤭
08/07/2025

এতো উপকারী তারপরেও কিন্তু আমরা খেতে চাইনা🤭

কমদামি জিনিস পালি তাও জাতের জিনিস পালি 🔥
19/04/2025

কমদামি জিনিস পালি তাও জাতের জিনিস পালি 🔥

Alhamdulillah ❤️Keep me on your Du'as 🤲
07/02/2025

Alhamdulillah ❤️
Keep me on your Du'as 🤲

07/02/2025

Alhamdulillah 25+ kilo pure inteck home back❤️😍

07/02/2025

পিউর ইন্টেক ২৫+ কিলো ছাড়া হইলো 🤗

Address

Distriliary Road
Dhaka
GANDARIA

Telephone

+8801856175508

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahad's Pigeons Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahad's Pigeons Gallery:

Share