16/10/2025
কেবল জাল টাকা এবং অ@স্ত্র প্রবেশ করিয়েই পার্শ্ববর্তী দেশ থেমে থাকছেনা। ফুল স্কেলে বসনিয়া, ইটালি, সার্বিয়া, মাল্টা, পোল্যান্ড, সিংগাপুর এমনকি কানাডার মত দেশের জাল ভিসা হুবুহু নকল করে দেশের জনশক্তি বাজার ধ্বং*সের পায়তারা করছে তারা।
সম্প্রতি হাতে আসা এসব তথ্য প্রমাণ দেখে আমি হতবাক হয়েছি। হাজারো মানুষের স্বপ্ন ধুলিষ্যাত আর সম্ভাবনাময় জনশক্তির বাজার নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে দেশীয় একটি চক্র এই ভ'য়া*বহ কাণ্ডে জড়িত হয়েছে।
এর সাথে যুক্ত আছে দেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কেন্দ্রিক একটি অসাধু চক্র।
অনতিবিলম্বে এদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা না গেলে উল্লিখিত দেশে বাংলাদেশী জনশক্তির যে সুযোগ আছে সেটা বন্ধ হয়ে যেতে পারে। কারণ এসকল নকল ভিসার ব্যবহার করে সহজেই বাংলাদেশি ইমিগ্রেশন পার হতে পারেন কর্মসংস্থানের আশায় লক্ষ-লক্ষ টাকা ব্যয় করা কর্মীরা, তবে ট্রানজিট কান্ট্রি বা গন্তব্যের দেশে পৌঁছে এই ভিসা যে জাল সেটা হাতেনাতেই প্রমাণ হয়ে যাবে। দেশে সহায় সম্বল বিক্রি এবং ধারদেনা করে বিদেশে কর্মসংস্থানের আশা মাটিতে মিশে যাবার পাশাপাশি, জাল ভিসার কারণে সেসব দেশও বাংলাদেশী জনশক্তিতে আগ্রহ হারানোর আশঙ্কা রয়েছে।
সতর্ক হোন।
Zulkarnain Saer