06/08/2024
এগুলা দেখার পর ঘুৃম আসতেছেনা কোনোভাবেই!
অনেকে তো অতিরিক্ত খুশিতে আজকে বিজয় মিছিল করছে। কিন্তু এখনো আসল বিজয় হয়নি। বর্তমানে খুনি হাসিনাকে সরাসরি স্থান দিয়েছে ইন্ডিয়া।
এবং সরকার পতনের পর লীগ এবং ইন্ডিয়ান এজেন্ট গুলো ইচ্ছাকৃতভাবে তাদের লোক দিয়ে বিভিন্ন মন্দিরে আক্রমণ করেছে বা করার চেষ্টা করেছে।
এটার মূল কারণ হলো, শেখ হাসিনা চলে যাওয়ার পরেই যদি মন্দিরে আক্রমণ করা হয় তাহলে সবাই মনে করবে যে এতোদিন শেখ হাসিনা ছিলো তখন তো এমন হয়নি, এখন তাহলে কেনো হচ্ছে!
মানে, তখন তারা সবাইকে বুঝানোর চেষ্টা করবে যে শেখ হাসিনাই সংখ্যা লঘুদের নিরাপত্তা দিয়েছিলো। শেখ হাসিনা নাই জন্য হিন্দুরা এখন বাংলাদেশে অনিরাপদ হয়ে গেছে! (যা সম্পূর্ণ মিথ্যা)
এবং এর মাধ্যমে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হবে।
পারলে টুইটার চেক করিয়েন সবাই। সেখানে ইন্ডিয়ানরা প্রকাশ্যে টুইট করছে যে হিন্দুদের উপর আক্রমণ হলে তারা সরাসরি ইন্ডিয়ান আর্মি পাঠাবে। টুইটারে প্রকাশ্যে হুমকি দিচ্ছে।
যারা Raw এর ইতিহাস বা উদ্দেশ্য কিছুটা জানেন তাদের জানার কথা যে অনেক আগে থেকেই দেশে অসংখ্য Raw এজেন্ট পুলিশ, র্যাব, BGB, সেনাবাহিনী সহ সব ধরনের গুরুত্বপূর্ণ পজিশনের মধ্যেই বাংলাদেশী পরিচয়ে ঘাপটি মেরে বছরের পর বছর আছে।
এখন দেশে তাদের সবচাইতে বড় শক্তি শেখ হাসিনা এবং আওয়ামীলীগের পতন হওয়ার পর তারা উম্মাতাল হয়ে গণহত্যার চেষ্টা চালাচ্ছে এই গভীর রাতে!
দেশকে নিয়ে এ যাবৎকালের সবচেয়ে হিংস্র ষড়যন্ত্র চলছে!
হে আল্লাহ! তুমি আমাদের দেশটাকে রক্ষা করিও মাবুদ।
[ ইডিট: বিভিন্ন জায়গায় শুনলাম এটা রিউমার। পুলিশরা থানায় আটকা পড়েছিলো এবং তাদের উপর যাতে আক্রমণ না হয় তাই তারা আতঙ্ক সৃষ্টি করার জন্য গুলিবর্ষন করেছে।
যদি রিউমার হয় তবেই ভালো]