
12/06/2025
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আপনারা অনেকেই ইতোমধ্যে জেনে গেছেন, আমি সম্প্রতি একটি ভয়াবহ বাইক দুর্ঘটনার শিকার হয়েছিলাম। আল্লাহর অশেষ রহমত, আমার বাবা-মা, ভাই, মামা, কাকা, আত্মীয়স্বজন, বড় ভাই, বন্ধুবান্ধব ও শ্রদ্ধেয় গুরুজনদের দোয়া ও সহানুভূতির কারণে আমি এই কঠিন বিপদ থেকে আল্লাহর কৃপায় বেঁচে ফিরেছি।
যারা আমার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌঁড়েছেন, পাশে থেকেছেন, বা দূর থেকেও দোয়া করেছেন—even অনেকেই দূর থেকে দেখতে এসেছেন—আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ তায়ালা আপনাদের সকলের এই ভালোবাসা ও সহানুভূতির উত্তম প্রতিদান দিন। আমিন।
আপনাদের কোনো বিপদ-আপদে আল্লাহ যেনো আমাকে আপনাদের পাশে দাঁড়ানোর তাওফিক দেয়। ”
তবে সত্যি বলতে, কিছু মানুষ আছেন যারা আমার এই বিপদের খবর শুনে কটু কথা বলেছেন, উপহাস করেছেন। তারপরও তাদের প্রতি আমার কোনো রাগ বা অভিমান নেই। কারণ আমি বিশ্বাস করি—সময় বড়ই অদ্ভুত জিনিস। আজ আমি—কাল আপনি। আল্লাহ চাইলে যে কোনো সময় কারও অবস্থান বদলে যেতে পারে। তবে আমি দোয়া করি, আমার মতো পরিস্থিতি যেনো কারো জীবনেই না আসে। যদি দোয়া করতে না পারেন, অন্তত করো জন্য বদদোয়া করবেন না।
আর হ্যাঁ বদ নজর যে কতটা খারাপ জিনিস তা আমার আর বুঝতে বাকি নেই!!
আর আমি কেবল তাদের কাছেই কিছু প্রত্যাশা করি, যারা অন্তর থেকে আমার মঙ্গল কামনা করেন। আপনাদের কাছে একটিই অনুরোধ—আমার জন্য একটু দোয়া করবেন।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আল্লাহ হাফেজ।