বর্ণলিপি প্রকাশনী - Bornolipi Prokashoni

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বর্ণলিপি প্রকাশনী - Bornolipi Prokashoni

বর্ণলিপি প্রকাশনী - Bornolipi Prokashoni সত্যের স্বচ্ছতা, বর্ণের লিপিবদ্ধতা!

বন্ধুত্ব মানেই জীবনের সবুজতম একটি সম্পর্ক। আত্মার কাছাকাছি যে বাস করে, সেই বন্ধু।বন্ধু মানে নিছক আড্ডার সঙ্গী হওয়া নয়। ব...
09/12/2025

বন্ধুত্ব মানেই জীবনের সবুজতম একটি সম্পর্ক। আত্মার কাছাকাছি যে বাস করে, সেই বন্ধু।
বন্ধু মানে নিছক আড্ডার সঙ্গী হওয়া নয়। বরং বন্ধুর খুশিতে খুশি হওয়া, দুঃখের সঙ্গী হওয়া, তার পথে পথচলার চালিকা শক্তি হওয়া ও সফলতার পথে এগিয়ে দেওয়াই হলো প্রকৃত বন্ধুর কাজ। বন্ধু মানে দুটি দেহের একটি প্রাণ। মাঝেমধ্যে পরিবারকেও ছাপিয়ে যায় এই সম্পর্ক।
এমন একটি বন্ধুত্বের বন্ধনের গল্প নিয়ে লেখা এই বইটি। ঝুমু ও মুনিয়া একে অপরের প্রিয় বান্ধবী। তাদের মাঝে দেখা যায় স্বার্থহীন এক সম্পর্ক, কিন্তু সময়ের ব্যবধানে তাদের এই সম্পর্কে ফাটলের সৃষ্টি হয়।
এক বেলা যার সাহচর্য না পেলে ঘুম হতো না, তার মুখ দেখাদেখিও হঠাৎ বন্ধ হয়ে যায়।
সবকিছুর উর্ধে যে সম্পর্ক ছিল, হঠাৎ সেই সম্পর্কে ভাঙন কেন? দুই বান্ধবীর এই সম্পর্ক কি ভেঙেই যাবে নাকি বাধা-বিপত্তি পেরিয়ে সম্পর্ক আবারও আগের অবস্থানে ফিরে আসবে?

বইঃ বান্ধবী
লেখিকাঃ সাজি আফরোজ
প্রকাশনী:বর্ণলিপি প্রকাশনী

“জীবনে হাজারটা বান্ধবীর প্রয়োজন নেই। প্রিয় বান্ধবী আমার, শুধু তুই থেকে গেলেই চলবে।”বই: ❝প্রিয় বান্ধবী❞লেখক: সাজি আফরোজপ্...
08/12/2025

“জীবনে হাজারটা বান্ধবীর প্রয়োজন নেই। প্রিয় বান্ধবী আমার, শুধু তুই থেকে গেলেই চলবে।”

বই: ❝প্রিয় বান্ধবী❞
লেখক: সাজি আফরোজ
প্রকাশনী:বর্ণলিপি প্রকাশনী

 #প্রি_অর্ডারফ্ল্যাপ:‘আযদাহা’ বহুকালের উপকথা থেকে উঠে আসা এই নাম কেবল ত্রাসের প্রতিভূ; যার নিঃশ্বাস শুধু ধ্বংসের অগ্নিশি...
07/12/2025

#প্রি_অর্ডার

ফ্ল্যাপ:
‘আযদাহা’ বহুকালের উপকথা থেকে উঠে আসা এই নাম কেবল ত্রাসের প্রতিভূ; যার নিঃশ্বাস শুধু ধ্বংসের অগ্নিশিখা বহন করে। কিন্তু এই গল্পের আযদাহা—সে নিছক কোনো কিংবদন্তী নয়। সে স্বয়ং ভিনগ্রহের রাজপুত্র। তার নয়ন যুগল গভীর অলিভ সবুজ; যে বর্ণ পৃথিবীর শান্তি আর স্নিগ্ধতার ইঙ্গিত দেয়। অথচ এই শান্ত চোখের অন্তরালে বিরাজ করে এক ভয়াল, নির্মম অস্তিত্ব।
রাজকীয় বিধানের নির্মম শিকার হয়ে, জন্মলগ্নেই তার মস্তিষ্ক থেকে প্রেমের যাবতীয় আকর ও অনুভবশক্তি অপসৃত করা হয়। নারীপ্রীতি বা মমতার কোনো রেখাপাত নেই তার শোণিতে। তার জন্ম শুধু সংহার, কেবলই সংগ্রাম আর শাসনের জন্যই।প্রেম ছিল তার কাছে ব্রহ্মাণ্ডের এক অমান্য দুর্বলতা আর অসুস্থতা, কিন্তু নিয়তির বিধিলিপি ছিল হয়তো ভিন্ন।

পৃথিবীর এক সাধারণ কন্যা, চীনের বেইজিং শহরের এক নিভৃত কোণে বেড়ে ওঠা এক কোমলমতি মানবী। গ্রীষ্মের দাবদাহে তৃষ্ণার্ত ধরণিতে প্রথম বারিধারার মতো, তার হৃদয়ে প্রথম ছুঁয়ে যায় এক অনামা অনুভূতির স্পর্শ। সেই কিশোরীর সরল হাসি আর স্নিগ্ধ চাহনিই আলোড়ন তোলে এই নিষ্ঠুর ড্রাগন রাজপুত্রের পাষাণ হৃদয়ে।
সে-ই হয়ে উঠে তার প্রথম অনুভবের কেন্দ্র।যেখানে প্রেম ছিল এক ড্রাগন ও এক মানবীর জন্য নিষিদ্ধতম অভিশাপ, সেই সীমারেখায় দাঁড়িয়ে এই রাজপুত্র সাহস করে প্রেমে পড়ল। স্বীয় গ্রহের কঠোরতম অনুশাসন ভেঙে, বিশ্বব্রহ্মাণ্ডের অলঙ্ঘনীয় বিধানকে অগ্রাহ্য করে সে তার ভালোবাসার জন্য যুদ্ধ করতে প্রস্তুত।
তবুও প্রশ্ন জাগে: এই ভয়ংকর সত্তা কি পারবে হৃদয়ের এই সংগ্রাম জয় করতে? নাকি প্রকৃতি নিজেই বাধা হয়ে দাঁড়াবে তাদের মাঝে? প্রেম কি তবে শেষ পর্যন্ত জয়ী হবে, না কি পরাজিত হবে নিষ্ঠুর নিয়তি আর বিধানের অটল হাতে?

বই: আযদাহা
লেখক: সাবিলা সাবি
প্রকাশ: বর্ণলিপি প্রকাশনী
মুদ্রিত মূল্য: ১০০০ টাকা
ছাড়মূল্য: ৬৮০ টাকা(চার্জ প্রযোজ্য)

প্রি-অর্ডার করতে ইনবক্স করুন প্রকাশনীর পেইজে।লিংক https://www.facebook.com/bornolipi.prokashoni
এছাড়াও অর্ডার করতে পারবেন যেকোনো বুকশপ ও রকমারিতে।

আজ সন্ধ্যায় প্রি অর্ডার আসছে। সবাই রেডি হোন।আর হ্যাঁ, বই বেশ মোটা হবে। ৬৫০+ পৃষ্ঠা। কিন্তু দামটা হাতের নাগালে রাখার চেষ্...
07/12/2025

আজ সন্ধ্যায় প্রি অর্ডার আসছে। সবাই রেডি হোন।

আর হ্যাঁ, বই বেশ মোটা হবে। ৬৫০+ পৃষ্ঠা। কিন্তু দামটা হাতের নাগালে রাখার চেষ্টা করেছি।

আঘাতের দমকে পেট থেকে বেরিয়ে এসেছে নাড়িভুঁড়ি। রক্তের সাথে বর্জ্য পদার্থগুলো মিলেমিশে একাকার। সাধারন মানুষ এমন পরিস্থিতি দ...
07/12/2025

আঘাতের দমকে পেট থেকে বেরিয়ে এসেছে নাড়িভুঁড়ি। রক্তের সাথে বর্জ্য পদার্থগুলো মিলেমিশে একাকার। সাধারন মানুষ এমন পরিস্থিতি দেখলে নির্ঘাত বমি করে দেবে। কিন্তু হুডি পড়া লোকটির এসবে কিছু যায় আসে না। ছুরিটা কোমরে রেখে ছোট্ট একটা স্টিলের পাইপ হাতে তুলে নিলেন। আচমকা লোকটির মাথায় স্টিলের পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করল। আঘাতের তীব্রতায় মাথার হাড় ভেঙে মগজ বেড়িয়ে এসেছে। চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে আছে চারিদিকে। অকস্মাৎ আঘাত থামিয়ে দিয়ে লক্ষ করলেন পাইপের আঘাতে মাথার খুলিটা নেই। রক্তের সাথে ভাঙাচুরা খুলি।
এমন হাল দেখে অজ্ঞাত হুডি পড়া লোকটি খিলখিল করে হাসতে লাগলেন। যাওয়ার আগে ভূঃপতিত ব্যাক্তির তর্জনী আঙুল কেটে একটি চিরকুট এর উপর আঙুলটি রেখে গেলো। যেখানে লেখা ছিলো,
“......আমার আইনে যা অন্যায়, তা অবশ্যই অন্যায়।
আমার আইনে অন্যায় মানেই মৃত্যু, ভয়ানক মৃত্যু।”
–মৃত্যুর দূত

বই : মৃত্যুর দূত
লেখক : যাবেদ খান আবু বকর
জনরা : থ্রিলার
প্রকাশনা : বর্ণলিপি প্রকাশনী।

সামথিং স্পেশাল ব্ল্যাস্ট...আপকামিং ফ্যান্টাসি বই: আযদাহালেখক: সাবিলা সাবিপ্রকাশনা: বর্ণলিপি প্রকাশনীপ্রচ্ছদ: সাদিতউজজামা...
06/12/2025

সামথিং স্পেশাল ব্ল্যাস্ট...

আপকামিং ফ্যান্টাসি বই: আযদাহা
লেখক: সাবিলা সাবি
প্রকাশনা: বর্ণলিপি প্রকাশনী
প্রচ্ছদ: সাদিতউজজামান

📌অচিরেই প্রি অর্ডার আসছে।

❝হাত টেনে এগিয়ে নিয়ে যাওয়া বাবা মা আর হাতে হাত রেখে চলা সঙ্গী মাঝে পার্থক্য আছে। জীবনের একটা সময়ে হাতে হাত রাখার মানুষটা...
06/12/2025

❝হাত টেনে এগিয়ে নিয়ে যাওয়া বাবা মা আর হাতে হাত রেখে চলা সঙ্গী মাঝে পার্থক্য আছে। জীবনের একটা সময়ে হাতে হাত রাখার মানুষটার দরকার হয়। ❞

📖 : সরোবরে পুষ্প ভাসে
🖊️ : আফিয়া খোন্দকার আপ্পিতা
প্রকাশনী :বর্ণলিপি প্রকাশনী

এরপরে প্রচণ্ড খিদা অনুভব করায় ডাইনিংয়ে চলে যায়। প্রতিযোগিতার উত্তেজনায় দুপুরে কিছু খায়নি। প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু ভা...
05/12/2025

এরপরে প্রচণ্ড খিদা অনুভব করায় ডাইনিংয়ে চলে যায়। প্রতিযোগিতার উত্তেজনায় দুপুরে কিছু খায়নি। প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু ভাত নিয়ে নাড়াচাড়া করে শুধু। অয়নের বাসায় কিছু হয়েছে ভেবে বারবার মনটা খচ খচ করতে থাকে। পাশের রুমের সফিক খেতে খেতে বলল, “কিরে, দাবায় হেরে মন খারাপ?”
“হুঁ।” কোনোমতে জবাব দেয় আকাশ। অন্যমস্ক সে। হঠাৎ তার এলাকার আশিকের কথা মনে পড়ে। অয়নদের কাছেই বাসা। সে মাখানো ভাত ফেলে দিয়ে হাত ধুয়ে আশিকের নাম্বারে কল দেয়। “হ্যালো আশিক। আমি আকাশ। অয়নদের বাসায় কী হইছেরে, তুই জানিস?”
এরপরে যা শুনল, এতে তার শরীরে দাঁড়িয়ে থাকার শক্তিও চলে গেল। তার মনে হলো, সে ভুল শুনেছে। ওর ভাই রিপন, বিকেল আকাশের বোনকে তুলে এনে রেপ করেছে।
ওর মাথা ভন ভন করতে থাকে। কোনোরকমে টলমলে পায়ে, রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। আর ভাবতে থাকে, হে আল্লাহ; প্লিজ ঘটনাটা যেন মিথ্যা হয়।

বই: মন্ত্রী বিসর্জন
লেখক: আমিনুল ইসলাম
প্রকাশনী:বর্ণলিপি প্রকাশনী

"ভিনগাঁয়", নামটা যেমন অদ্ভুত তেমনি গ্রামটিতে ঘটে চলা ঘটনাগুলো আরও অদ্ভুত। একের পর এক উধাও হয়ে চলেছে গ্রামবাসী। উধাও মানে...
05/12/2025

"ভিনগাঁয়", নামটা যেমন অদ্ভুত তেমনি গ্রামটিতে ঘটে চলা ঘটনাগুলো আরও অদ্ভুত। একের পর এক উধাও হয়ে চলেছে গ্রামবাসী। উধাও মানে একেবারেই উধাও, লাশও পাওয়া যাচ্ছে না। পিছে শুধু পড়ে থাকছে রক্তেমাখা কাপড়!

বন্ধুর সাক্ষাতে এসে রহস্যময় গ্রামটির সাথে জড়িয়ে যায় এসআই নিভান। শোনা যায় অভিশপ্ত হংসীদিঘির কথা, যে টেনে নিয়ে চলেছে গ্রামবাসীকে। কেন? কীভাবে? ফরিদকে নিয়ে নিভান নেমে পড়ে অজানা প্রশ্নগুলোর জবাব উদ্ধারে কিন্তু কে জানতো বদলে যাবে অনেক কিছু...

বই: বলতে মানা
লেখক: রোকসানা রাহমান
প্রকাশনী: বর্ণলিপি প্রকাশনী
ছবি:নাজিয়া শিফা

“নদীতে জল আনতে গিয়ে একটা আর্তনাদ শুনে পাহাড়ের ওপাশে শ্মশানঘাটে ধোঁয়া উড়তে দেখে ইরাবতী। ওখানে গিয়ে সে দেখে, মালা বউদিকে চ...
05/12/2025

“নদীতে জল আনতে গিয়ে একটা আর্তনাদ শুনে পাহাড়ের ওপাশে শ্মশানঘাটে ধোঁয়া উড়তে দেখে ইরাবতী। ওখানে গিয়ে সে দেখে, মালা বউদিকে চিতায় তুলছে। আর মালা বউদি চিৎকার করে বাঁচার আকুতি করছে। চোখের সামনেই মালা বউদিকে চিতায় জ্ব*ল*তে দেখে ইরাবতীর শরীর শিউরে ওঠে। মনে মনে ঠিক করে সে, জীবনে কখনও বিয়ে করবে না।”

বই: ❝দহন❞
লেখক: সোহেল রানা শামী
প্রকাশনী:বর্ণলিপি প্রকাশনী

কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য - এই ছয়টি রিপু, মানবজীবনের কণ্টকও বলা চলে। ষড়রিপু মধ্যে একটিও যদি ব্যক্তিমনে জায়গা ...
04/12/2025

কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য - এই ছয়টি রিপু, মানবজীবনের কণ্টকও বলা চলে। ষড়রিপু মধ্যে একটিও যদি ব্যক্তিমনে জায়গা পেয়ে যায় তাহলে আর রক্ষে নেই। কিন্তু মনে যদি একইসাথে ছয়টিই জায়গা করে নেয় তখন?

বিশ্ববিখ্যাত ছবি আঁকিয়ে প্রতিবারই নন্দিত হয়েছেন স্যার থমাস। কিন্তু এতদূর পথ পাড়ি দেওয়া মোটেও সহজ ছিল না। কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হয়। এতবছর পর এসে স্যার থমাসের কেন জানি মনে হতে থাকে কিছু পাওয়ার জন্য তিনি আসলে অনেক বেশিই ত্যাগ করে ফেলেছেন! মিশর থেকে আসা বাক্স দুটো বারবার মনে করিয়ে দিতে থাকে ভুল করে ফেলেছেন তিনি। অনেক বড় ভুল...

নাম: শিল্পী আমি, আঁকে সে
লেখক: শাহরিয়ার হাসান
প্রকাশনী: বর্ণলিপি প্রকাশনী

পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই। একটি বাঘ তার চেয়ে ছয় গুণ ওজনের একটি মহিষ শিকার করতে পারে। এটি ঘটে তার দাঁতের কাঠামোগত কার...
04/12/2025

পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই। একটি বাঘ তার চেয়ে ছয় গুণ ওজনের একটি মহিষ শিকার করতে পারে। এটি ঘটে তার দাঁতের কাঠামোগত কারণে। মহিষের যদি বাঘের মতো দাঁত থাকত তাহলে মহিষ বাঘ ভক্ষণ করুক বা না করুক অন্তত মহিষের হাত থেকে বাঘদের পালিয়ে বাঁচতে হতো। মহিষ ঘাস খায়, বাঘ খায় মাংস। প্রকৃতগতভাবে মহিষ এবং বাঘের শারীরিক সক্ষমতা সেভাবেই গড়ে ওঠেছে৷ খাদ্য এবং খাদকের চেইন অফ কমান্ড প্রকৃতিগতভাবেই গড়ে ওঠে। অনুরূপভাবে সবকিছুকে নিয়মের বাঁধনে বাঁধা থাকতে হবে এমন কোনো কথা নেই। সাপ যেমন ব্যাঙ খায় তেমনি সুযোগ পেলে ব্যাঙও সাপের বাচ্চা খায়। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে শিক্ষা নেয়া প্রয়োজন। এ বিশ্বব্রহ্মাণ্ডে কাউকেই তুচ্ছতাচ্ছিল্য করা উচিত নয়। আজকের বাদশা কাল ফকির। কালকের ফকির পরশু বাদশা। এটাই জগতের নিয়ম। পশু, পাখি বা মানুষ কেউই জগৎ নিয়মের ঊর্ধ্বে নয়।

বই: মিশিবিবি
লেখক: জান্নাতুল নাঈমা
প্রকাশ: বর্ণলিপি প্রকাশনী
ছবি:শার্লিন হাসান

Address

৩৮/২ খ, মান্নান মার্কেট নিচ তলা, বাংলাবাজার
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when বর্ণলিপি প্রকাশনী - Bornolipi Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বর্ণলিপি প্রকাশনী - Bornolipi Prokashoni:

Share

Category