12/10/2025
বন্ধুত্ব মানেই জীবনের সবুজতম একটি সম্পর্ক। আত্মার কাছাকাছি যে বাস করে, সেই বন্ধু।
বন্ধু মানে নিছক আড্ডার সঙ্গী হওয়া নয়। বরং বন্ধুর খুশিতে খুশি হওয়া, দুঃখের সঙ্গী হওয়া, তার পথে পথচলার চালিকা শক্তি হওয়া ও সফলতার পথে এগিয়ে দেওয়াই হলো প্রকৃত বন্ধুর কাজ। বন্ধু মানে দুটি দেহের একটি প্রাণ। মাঝেমধ্যে পরিবারকেও ছাপিয়ে যায় এই সম্পর্ক।
এমন একটি বন্ধুত্বের বন্ধনের গল্প নিয়ে লেখা এই বইটি। ঝুমু ও মুনিয়া একে অপরের প্রিয় বান্ধবী। তাদের মাঝে দেখা যায় স্বার্থহীন এক সম্পর্ক, কিন্তু সময়ের ব্যবধানে তাদের এই সম্পর্কে ফাটলের সৃষ্টি হয়।
এক বেলা যার সাহচর্য না পেলে ঘুম হতো না, তার মুখ দেখাদেখিও হঠাৎ বন্ধ হয়ে যায়।
সবকিছুর উর্ধে যে সম্পর্ক ছিল, হঠাৎ সেই সম্পর্কে ভাঙন কেন? দুই বান্ধবীর এই সম্পর্ক কি ভেঙেই যাবে নাকি বাধা-বিপত্তি পেরিয়ে সম্পর্ক আবারও আগের অবস্থানে ফিরে আসবে?
বইঃ বান্ধবী
লেখিকাঃ সাজি আফরোজ
📚 বইটি অর্ডার করতে বর্ণলিপি প্রকাশনী পেইজে ম্যাসেজ করুন।