Bristy's Excellency

Bristy's  Excellency "You define your own life. Don't let other people write
your script."
-OPRAH WINFREY

বর্তমানে মোবাইল ফোনের জন্য টেলিফোন অকেজো হয়ে পড়ে থাকে তাই এই টেলিফোনের তার ও সেট দিয়ে বানানো ভেড়া, বানিয়েছেন ফ্রান্...
29/07/2024

বর্তমানে মোবাইল ফোনের জন্য টেলিফোন অকেজো হয়ে পড়ে থাকে তাই এই টেলিফোনের তার ও সেট দিয়ে বানানো ভেড়া, বানিয়েছেন ফ্রান্সের এক শিল্পী -

" প্রতিভা তর্ক করে না সৃষ্টি করে"

Today, telephones are useless for mobile phones, so this sheep made of telephone wires and sets, made by a French artist -

"Genius creates not arguments"

07/07/2024
26/06/2023

🤣🤣🤣

☞১৭ সেকেন্ডের ভূমিকম্পের আগে ছিল তিনটা বাড়ির মালিক 🙂আর সেই লোক ১৭ সেকেন্ড পর তিনটা রুটির মালিকও না। হায়রে দুনিয়া 😶😶☞অ...
09/02/2023

☞১৭ সেকেন্ডের ভূমিকম্পের আগে ছিল তিনটা বাড়ির মালিক 🙂
আর সেই লোক ১৭ সেকেন্ড পর তিনটা রুটির মালিকও না।
হায়রে দুনিয়া 😶😶
☞অন্যের দেওয়া রুটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর খেলা বোঝা বড় কঠিন।
আজ যে অর্থের মালিক কাল সে কয়েক সেকেন্ডের মধ্যে ফকির হয়ে যেতে পারে...
So, অর্থবিত্তের অহংকার দেখাইয়েন না।

☞সকাল বেলা রাজারে তুই
সন্ধ্যা বেলা প্রজা।
Cp

01/02/2023
 #নদীর_এপার_কহে_ছাড়িয়া_নিশ্বাস_ওপারেতে_সর্বসুখ_আমার_বিশ্বাসএকটি কাক তার জীবন নিয়ে খুবই সুখী এবং সন্তুষ্ট। কিন্তু হঠাৎ ...
15/01/2023

#নদীর_এপার_কহে_ছাড়িয়া_নিশ্বাস_ওপারেতে_সর্বসুখ_আমার_বিশ্বাস

একটি কাক তার জীবন নিয়ে খুবই সুখী এবং সন্তুষ্ট। কিন্তু হঠাৎ করে একদিন তার সাথে তুষার শুভ্র সাদা রঙের এক রাজহাঁসের দেখা মিলল। রাজহাঁসকে দেখে কাকের মন খারাপ হয়ে গেল । তার মনে হত লাগল আহ কি সুন্দর সাদা রঙের হাঁস । রাজহাঁস নিশ্চয়ই তার চেয়েও সুখী । সে তার ধারনা পাকাপোক্ত করতে...... রাজহাঁসকে সরাসরি তা জিজ্ঞেস করে ফেলল । রাজহাঁস তা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ...
আমি তো তাই মনে করতাম ...... কিন্ত্ যে দিন দুই রঙা সুন্দরী তোতা পাখির দেখা মিলল তখন বুঝতে পারলাম, আমার ধারনা ভুল। তোতা পাখিই আসলে পৃথিবীতে সবচেয়ে সুখী পাখি।
কাক তা শুনে তোতা পাখির কাছে গেল। তোতা পাখিকে জিজ্ঞেস করতেই ... তোতা পাখি বিষন্ন সুরে বলল ময়ুরের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আমি তো তাইই ভাবতাম ।
ময়ুরকে দেখার পর আমার সেই ভুল ভাঙল। আমার মাত্র দুইটি রঙ আর ময়ুরের অসংখ্য রঙের ছড়াছড়ি।
কাক তা শুনে চিড়িয়াখানার খাঁচায় রাখা ময়ূরের কাছে গেল। ময়ুরকে দেখার জন্য শত শত মানুষের ভীড়। ভীড় কমতেই কাক ময়ুরকে বলল
কত শত শত লোক তোমাকে দেখতে আসে। সবাই তোমার রূপে মুগ্ধ । অথচ আমাকে দেখলেই নাক সিটকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয় ।
নাহ আমার মনে হয় তোতা পাখির ধারনাই ঠিক । তুমিই পৃথিবীতে সবচেয়ে সুখী পাখি ।
ময়ূর তা শুনে কষ্টের একটা হাসি দিল ...
তারপর বলল আমি সুন্দর তাতে কোন সন্দেহ নাই ... কিন্তু বলতে পার ...এই সৌন্দর্য আমাকে কোথায় এনেছে ?? খাঁচার ভিতরে। তাই না ?? আর খাঁচায় বন্দী কেউ কি সুখি হতে পারে?? মনে হয় না ।
একটা মজার কথা কি জান!!! আমি চিড়িয়াখানার খাঁচা গুলি খুব ভালভাবে লক্ষ্য করে দেখেছি... তুমি কাক একমাত্র পাখি যাকে খাঁচায় বন্দী রাখা হয়নি। আমি তাই ভাবি... আহ! আমি যদি ময়ূর না হয়ে তোমার মত কাক হতাম তবে নীল আকাশে কি স্বাধীন আর সুখি ভাবে উড়ে বেড়াতাম !!! ................................

কাক আর ময়ুরের ... কে সুখী?? এই গল্পটার ইংরেজি ভার্সন অনেকের অনেক ভাবে পড়া । অনেকেই আবার বাংলায় অনুবাদ করেছেন । আমি আমার মত করে অনুবাদ করলাম ।

মাঝে মাঝে অন্যের সাথে মিছক তুলনা করে... কারণে অকারনে নদীর ওপারে সর্বসুখ ভেবে অসুখী হই । কারণ এপার থেকে ওপাড়ের কাশবন সবসময়ই ঘন মনে হয় ।
বস্তুবাদী, পুঁজিবাদী ও ভোগবাদী এই সমাজে 'আমিময় দর্শনে" আপনি/ আমি সবসময়ই সিড়ির উপরের দিকে আচ্ছন্ন ভাবে তাকিয়ে আছি । হা হুতাশ করে অসুখী হচ্ছি । কিন্তু কখনও যদি পার হয়ে আসা সিঁড়ির নীচের দিকে তাকাতে পারতাম ... তবে হয়তো ঠিকই দেখতাম বিধাতা এই জীবনে সুখী হবার মত কত কিছুই আসলে দিয়েছে... আর আমি আপনি মিছে অন্যদের সঙ্গে অপ্রয়োজনীয় তুলনা করে সেই সুখ জলঞ্জলি দিচ্ছি ।

“Every single time you set up a comparison between yourself and someone else, you lose, no one wins.” ( quote by Clinton Kelly)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bristy's Excellency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share