11/10/2023
গোপালগঞ্জের স্থানীয় অপারেটর,
🔺কোটালীপাড়া স্টার এক্সপ্রেস🔻
🏵️দুই ইউনিট এসি বাস এবং বেশ কয়েক ইউনিট অশোক লেল্যান্ড নন এসি বাস নিয়ে ভারসাম্যপূর্ণ একটি বহর তাদের, যা দিয়ে শুরু থেকেই ভাল সেবার মাধ্যমে সকলের মন জয় করেছে । সাধারণ যাত্রীদের ভালবাসা ব্যাপ্তি খুলনা পর্যন্ত ছড়িয়ে গেছে যা সামনে আরো অনেক দূর যাবে।
⛽স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোদন পর তাদের রুট গুলাতেও এসেছে পরিবর্তন এবং যাত্রীদের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা তাদের অগ্রযাত্রার সঙ্গী হয়েছে।
যাত্রীসেবার মান এবং পরিধি অপরিবর্তিত থাকছে সাথে আগের মত উন্নত সেবার প্রদানের চেষ্টা অব্যাহত থাকবে।
আজ তাদের পথচলার ৩ বছর পরিপূর্ণ হলো। শুরু থেকেই বাস লাভার তাদের সাথে ছিল এবং তারাও বাস লাভার পরিবারকে সমর্থন করে আপন হয়ে মিশে আছে। সফলতার ৩ বছরে পদার্পণ করায় বাস লাভার পরিবার থেকে কোটালিপাড়া স্টার এক্সপ্রেসের জন্য রইলো শুভেচ্ছা এবং একরাশ ভালোবাসা। আশা করি আগামী দিনগুলোতে তারা উন্নত সার্ভিসের এই ধারা অব্যাহত রেখে আরো খ্যাতিমান হয়ে উঠবে।
📷 নাফিজ মাহবুব।
♦️ দেশের বিভিন্ন অঞ্চলের বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে আমাদের Bus Lover গ্রুপে যুক্ত হতে পারেন।
💫 গ্রুপ লিংক : Bus Lover