B ᴀ s ʜ ɪ ʀツ

B ᴀ s ʜ ɪ ʀツ 🎥 Reels | Vibes | Daily Dose
🌟 Welcome to the world of B ᴀ s ʜ ɪ ʀツ 🎬 Reels that hit different.
🎧 Vibes you can feel.
🌀 A daily dose of motion, mood, and magic.

Welcome to the world of B ᴀ s ʜ ɪ ʀツ – where every scroll brings a vibe. From trending moments to original drops, I’m here to keep your feed lit 🔥

Stay tuned. Stay vibin’. Stay you.

24/06/2025

🎬 Gemini Veo 3 দিয়ে নিখুঁত ও প্রফেশনাল ভিডিও তৈরি - এখন আরও সহজ!
আমরা এই প্রোমোশনাল ভিডিওটি তৈরি করেছি অত্যাধুনিক Gemini Veo 3 ক্যামেরা দিয়ে — যার প্রতিটি শট নিখুঁত, স্ট্যাবল এবং প্রিমিয়াম কোয়ালিটির।

24/06/2025

🎥✨ আপনার ব্র্যান্ডের জন্য প্রফেশনাল প্রমোশনাল ভিডিও তৈরি করুন!

আমাদের নতুন ভিডিওটি দেখুন — একটি আধুনিক, মিনিমালিস্ট স্টুডিওতে ধারণকৃত, যেখানে একজন দক্ষ ও আত্মবিশ্বাসী দক্ষিণ এশীয় নারী তুলে ধরছেন আমাদের প্রিমিয়াম ভিডিও সার্ভিস।

📸 ধারণ করা হয়েছে Gemini Veo 3 ক্যামেরায়, যা আপনার ব্র্যান্ডকে তুলে ধরবে একদম প্রফেশনাল লেভেলে।

🗣️ ভিডিওটি বাংলায় — তাই এটি আপনার স্থানীয় ও বৈশ্বিক কাস্টমারদের সঙ্গে আরও ভালোভাবে সংযোগ তৈরি করবে।

📈 যদি আপনি চান এমন একটি প্রফেশনাল ভিডিও আপনার ব্যবসার জন্য —
📲 এখনই যোগাযোগ করুন WhatsApp-: 01679317443

✅ High-quality visuals
✅ Clear brand message
✅ Perfect for Facebook, Instagram, YouTube promos

02/05/2025

এখনকার জেনারেশন জানেই না আমাদের কী কী কারণে বাপ মায়ের কাছে মাইর খাইতে হইসে...। আমি যেসব কারণে মাইর খাইসি-

১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে।
৬. বড়দের আড্ডায় ঢুকলে।
৭. বড়দের কথার উত্তর না-দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না-খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে সালাম না করলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না-চাইলে।
১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না-ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশ করে পিটিয়ে এলে।
২১. স্লো মোশনে খেলে।
২২. ফাস্ট ফরোয়ার্ড স্কেলে খেলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে না-চাইলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষন গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ছি ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে।
৪৩. বাপ মায়ের ঝগড়া হইলে।
৪৪. বাথরুমে বেশিক্ষণ থাকলে।
৪৫. মাসুদ রানা পড়লে।
৪৬. স্কুল থেকে দেরি করে ফিরলে।
৪৭. ল্যান্ড ফোনে আমার নামে কোনো ফোন আসলে কিংবা আমি কাউকে ফোন করলে।

আপনারাও অ্যাড করতে পারেন যে কী কী কারণে আপনারা মাইর খাইসেন... :(

শ্রমিকদের সম্মান জানাই, তবে আজ একটু বিশ্রাম তো চাই! 🛌
30/04/2025

শ্রমিকদের সম্মান জানাই,
তবে আজ একটু বিশ্রাম তো চাই! 🛌

Tag that friend who says ‘5 minutes!’ but shows up after the biryani is gone! 😤🍲
30/04/2025

Tag that friend who says ‘5 minutes!’ but shows up after the biryani is gone! 😤🍲

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when B ᴀ s ʜ ɪ ʀツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to B ᴀ s ʜ ɪ ʀツ:

Share

Category

Mobile Buy sell Bazar( মোবাইল বাজার )

Anyone can sell, buy & exchange his product from this group.. For Safety Meet in a public place. Better if you got someone who knows well about the place. Avoid buying broken or stolen product. If something happens wrong group admin or members will not be responsible for that. So this group will be dedicated to all quires regarding Sell/Buy of camera equipment…talking about source..shops…suggestion…ETC . Group members are requested to follow the rules given below:

1. Please, upload from original profile while buying & selling mobile phone 2. Non-mobile selling adds & topics will not be allowed. 3. Don't use any slang. 4. Don't include and e-com sites link with your ad like (cellbazaar, clickbd, bikroy) 5. Fake images are strictly prohibited. 6. Irrelevant posts won't be tolerated. 7. Price should be mentioned with selling posts. Thank You ! Regards- Admin OF Mobile Buy sell Bazar