BNN TV

BNN TV শুধু মাত্র বিনোদন এর জন্য

29/03/2024

ঘুমের মধ্যে হটাৎ শরীর ঝাঁকি দিয়ে ওঠে কেনো? মনে হয় পা পি'ছলে পড়ে গেছি..

09/01/2023

27/12/2022

আমার অতীত,অবস্থান,বদঅভ্যেস,দূর্বলতা, প্রতিবন্ধকতা,প্রতিকূলতা এক কথায় আমার সবটা জেনে যদি কেউ আমার হতে চায়,ভালোবাসতে চায় তবে তাঁকে আমার জীবনে ভালোবাসার সহিত স্বাগতম।

আর যদি সবটা জানার পর কারো মনে হয় আমি তাঁর জন্য পারফেক্ট নই,ভালোবাসার যোগ্য নই,আমাকে তাঁর দরকার নেই,আমায় পাশে নিয়ে পথ চলা যায় না তাঁকে আমার জীবন থেকে সম্মানের সাথে চিরবিদায়।

আমি কাউকে আমার জীবনে থাকার জন্য জোর করবো না আমার কেউ আসলে তাঁকে দূর দূর করে তাড়িয়েও দেবো না।
কেউ সম্মান দিলে তাঁকে অপমান করবো না,
আবার কেউ অপমান করলে তাঁকে মাথায় তুলে-ও রাখবো না।

আমায় কেউ ভালোবাসলে তাঁকে আমি ফিরিয়ে দেবো না আবার কেউ নিজ থেকে দূরে সরে যেতে চাইলে তাঁর কাছে বেহায়ার মতো হাত পেতে থেকে যাওয়ার বায়না-ও ধরবো না।

আমার যদি মনে আমার মাঝে পরিবর্তনের দরকার তবে অবশ্যই আমি নিজেকে বদলানোর চেষ্টা করবো কিন্তু অন্য কারোর জন্য আমি নিজেকে বদলাবো না আর এটাও চাইবো না কেউ আমার জন্য তাঁর নিজেকে বদলে ফেলুক।

আমার আমিটা আমার কাছে বড্ড প্রিয়।
আমায় মেনে নিয়ে আমায় যে ভালোবাসতে পারবে, পাশে চলতে চাইবে তাঁকেই আমি আমার প্রিয়জনের তকমা দেবো,আপন বলে দাবি করবো।
অন্যথায় সে আমার কেউ নয়;আমিও তাঁর কেউ নই!

কথায়ঃ-রুসমিতা বিনতে মেহেদী

24/12/2022

মাওলানা মোত্তালিবুর রহমান সাইফির।

লালমনিরহাটের রিক্সা ওয়ালারে নিয়ে ওয়াজ।

#বাংলাওয়াজ #ইসলামিকওয়াজ #বেষ্টইসলামিকওয়াজ #মিজানুররহমানআজহারীওয়াজ #সাঈদীরইসলামিকওয়াজ #আহমাদুল্লাহওয়াজ #দেলোয়ারইসলামিকওয়াজ #ওয়াজ #নতুনওয়াজ

18/12/2022

ফকির লালন সাই এর গান
এসব দেখি কানার হাট বাজার।


,

07/12/2022

দিনাজপুরের পাহাড়ি ভাষায় গানের নাচ 💃

14/10/2022

যমুনা ব্রিজ এর উপর থেকে আকাশ এর নৈসর্গিক সুন্দর্য।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BNN TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BNN TV:

Share

Category