Ring id office news

Ring id office news সত্যের পথে আহবান

news portal Website for sale 2500-3000 takainbox me
10/10/2023

news portal Website for sale 2500-3000 taka
inbox me

08/10/2023

Vs LIVE Score, World Cup 2023 Updates, IND VS AUS live Scorecard.
#भारत बनाम #ऑस्ट्रेलिया लाइव स्कोर, विश्व कप 2023 अपडेट, IND VS AUS लाइव स्कोरकार्ड
#ভারত বনাম #অস্ট্রেলিয়া লাইভ স্কোর, বিশ্বকাপ 2023 আপডেট, IND VS AUS লাইভ স্কোরকার্ড

Go🔴For🔴Watch:: https://tinyurl.com/2s4fm73c

India Vs Australia LIVE Score Updates, Cricket World Cup 2023, IND VS AUS Live Scorecard: A billion pair of eyes will be transfixed on Rohit Sharma-led Men in Blue as they take on Pat Cummins-led Australia in both the teams' opening tie of the ICC Cricket World Cup 2023 on Sunday, October 8 at the M.A. Chidambaram Stadium in Chennai. India won the recently-concluded ODI series 2-1 when the two sides last met, but the World Cup is a different kettle of fish. When you talk about a team's chances of becoming World Champion, then, apart from stamina, skills and form, you also need to also throw in anxiety, nervousness and expectations into the mix. And while the consummate professionals from Down Under have a reputation of going for the kill in ICC Tournaments, Team India has shown its soft underbelly on this front. However, Indian fans across the world will be hoping that the Men in Blue seek energy and inspiration from the "12th Man", and keep the World Cup at home.

IND VS AUS Live Scorecard: India and Australia Team News
As far as teams are concerned, Team India faced a setback when the in-form batsman Shubman Gill was ruled out of the World Cup opener due to dengue, that will most likely mean that young wicketkeeper Ishan Kishan will open the innings with his Mumbai Indians skipper Rohit Sharma, and the team will depend on the duo to give them a flying start at Chepauk.



IND VS AUS Live Scorecard: India and Australia squads, Playing 11

India squad: Rohit Sharma (captain), Ishan Kishan, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul (wk), Hardik Pandya, Ravindra Jadeja, Ravichandran Ashwin, Kuldeep Yadav, Jasprit Bumrah, Mohammed Siraj, Mohammed Shami, Suryakumar Yadav, Shubman Gill, Shardul Thakur.

Australia squad: Pat Cummins (captain), Steve Smith, Alex Carey, Josh Inglis, Sean Abbott, Ashton Agar, Cameron Green, Josh Hazlewood, Travis Head, Mitch Marsh, Glenn Maxwell, Marcus Stoinis, David Warner, Adam Zampa, Mitchell Starc.

07/10/2023

#আফগানিস্তান বনাম #বাংলাদেশ #লাইভ খেলা | Ban Vs Afg Live Score
আজকের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ ক্রিকেট ম্যাচ। ভারত পাকিস্তান খেলা মানে যেমন অন্যরকম উত্তেজনা বিরাজ করে। তেমন ভাবে বিরাজ করে বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা। আর এই দুই দেশের খেলা মানে নাগিন ডান্সের দেখা। তবে আফগান দলরা এবার মিস করবে আমাদের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকে। আপনার যদি আমাদের আর্টিকেল থেকে লাইভ খেলা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের আর্টিকেল শেষ পর্যন্ত পড়ুন এবং দেখে নিন লাইভ খেলাটি।

07/10/2023

Live Score🔴📺📱 https://tinyurl.com/4e759z5x

#আফগানিস্তান বনাম #বাংলাদেশ #লাইভ খেলা | Ban Vs Afg Live Score
আজকের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ ক্রিকেট ম্যাচ। ভারত পাকিস্তান খেলা মানে যেমন অন্যরকম উত্তেজনা বিরাজ করে। তেমন ভাবে বিরাজ করে বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা। আর এই দুই দেশের খেলা মানে নাগিন ডান্সের দেখা। তবে আফগান দলরা এবার মিস করবে আমাদের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকে। আপনার যদি আমাদের আর্টিকেল থেকে লাইভ খেলা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের আর্টিকেল শেষ পর্যন্ত পড়ুন এবং দেখে নিন লাইভ খেলাটি।

07/10/2023

#আফগানিস্তান_বনাম_বাংলাদেশ_লাইভ খেলা | Ban Vs Afg Live Score আজকের যে ম্যাচটি
আফগানিস্তান বনাম বাংলাদেশ লাইভ খেলা | Score
আজকের যে ম্যাচটি_অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে #বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ #ক্রিকেট ম্যাচ। ভারত পাকিস্তান খেলা মানে যেমন অন্যরকম উত্তেজনা বিরাজ করে।

03/10/2023

India vs Netherlands Live Cricket news

vs
#ইন্ডিয়া বনাম #নেদারল্যান্ড খেলা #ক্রিকেট ম্যাচ। যারা অর্থাৎ যে সকল দর্শকরা #ভারত_বনাম_নেদারল্যান্ডস খেলাটি দেখতে চাচ্ছেন তারা দেখে নিন।

02/10/2023

শুরু হয়ে গেছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড খেলা। যারা আজকের এই ম্যাচটি লাইভ উপভোগ করতে চাচ্ছেন তারা আমাদের এই আর্টিকেল থেকে লাইভ স্কোর দেখে নিতে পারেন। তাহলে আমরা এখন এই বিষয়টি দেখে নেই।
প্রত্যেক চার বছর পর পর আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। যাকে বলা হয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। কিভাবে এবারে আয়োজন করা হয়েছে এই ক্রিকেট বিশ্বকাপটি। বাংলাদেশ সহ এখানে অংশগ্রহণ করছে আরও নয়টি দেশ। আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে আগামী পাঁচ তারিখ থেকে। কিন্তু এই ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার পর বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে।

যেহেতু বাংলাদেশে এখানে অংশগ্রহণ করবে সেহেতু বাংলাদেশের এখানে প্রস্তুতিমূলক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এমন ইতিপূর্বে বাংলাদেশ বনাম শ্রীলংকা খেলাটি অনুষ্ঠিত হয়েছে। আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ড বনাম বাংলাদেশ খেলাটি। এই খেলা সম্পর্কে জানব আজকে।

বাংলাদেশ বনাম ইংল্যান্ড লাইভ খেলা
আমাদের আজকের এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন এই দুই দেশের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া খেলার সম্পর্কে। এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের মাঠে এবং বিশ্বকাপের জন্য দুর্দান্ত প্রস্তুতি হবে দুই দেশের। কারণ আর রয়েছে তিন দিন বাকি তারপরে অনুষ্ঠিত হবে জমজমাট ভাবে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। এখান থেকে আপনারা এই খেলাটি প্রত্যেক ওভারে ওভারে লাইভ দেখতে পারবেন।

মূলত আপনাদেরকে স্কোর লাইভ দেখানোর উদ্দেশ্যেই আমরা এ প্রতিবেদনটি তুলে ধরছি। ইতিমধ্যে বৃষ্টির কারণে ভারত এবং ইংল্যান্ডের প্রস্তুতিমূলক ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়েছে। আবহাওয়াটি বেশ ভালো হয় খেলা চলমান থাকবে আজকের খেলা। এখন আমরা এ বিষয় সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য গুলো জানব।

বাংলাদেশের ক্রিকেট স্কোয়াড

আপনারা দেখতেছেন বাংলাদেশ বনাম ইংল্যান্ড লাইভ ক্রিকেট খেলা। খেলাতে অংশগ্রহণ করেছে যে সকল খেলোয়াড়রা তার নিচে দেওয়া হল। তবে এখানে বাংলাদেশ ক্রিকেট স্কোর সিলেকশনে বেশ কয়েকটি নাটকীয় পর্যায়ে চলে গেছে ইতিমধ্যে। তামিম ইকবালকে নিয়ে এখন পর্যন্ত চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। আসুন দেখে নেই আজকের এই ক্রিকেট ম্যাচে কোন কোন খেলোয়ার অংশগ্রহণ করছে।

01/10/2023

cow motivational video

22/09/2023

বাস্তব জীবনের কষ্টের গল্প – মধ্যবিত্ত পরিবারের একটি ছেলের সফলতার কষ্টের গল্প – মোটিভেশনাল গল্প

প্রত্যেক সফল ব্যক্তির সফলতার পেছনে বড় ধরনের গল্প লুকিয়ে থাকে যা আমরা দেখতে বা শুনতে পাইনা। আমরা শুধুমাত্র একজন ব্যক্তির সফলতার গল্প শুনি, কিন্তু তার সফলতার পেছনের গল্প আমরা কেও শুনি। সত্যি বলতে ব্যর্থতার গল্প আমরা কেও শুনতে পছন্দ করিনা। কিন্তু এটা আমাদের মস্ত বড় ভুল করা, কেননা আপনি যদি সফল ব্যক্তিদের সফল হওয়ার পেছনের গল্পটি শুনেন সেটি থেকে অনেক কিছুই আপনি শিখতে পারবেন। বাস্তব জীবনের কষ্টের গল্প –

আর গল্প থেকে শুনা কাহিনী থেকে আপনিও আপনার সফল জীবনের সূচনা করতে পারবেন। যাহোক, আজকে আমি আপনাদের জন্য এমন একটি দরিদ্র ব্যক্তির গল্প নিয়ে এসেছি, যিনি একদম শূন্য থেকে জীবনে সফল হয়েছেন। যদিও এটা শুধুমাত্র গল্প, কিন্তু এই গল্পটা বিশ্লেষণ করে আপনিও যদি আপনার জীবনে ঘুরে দাড়ান তবে আপনি অবশ্যই সফল হবেন। তবে চলুন শুরু করা যাক। আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের ছেলের মত তারও জন্ম হয়েছিল একটি মধ্যবিত্ত পরিবারে। ছেলেটির পরিবারের আর্থিক অবস্থা ততটা ভালো ছিলনা। বাবা ছাড়া সন্তান, মা নানান হাতের কাজ করে যা টাকা রোজগার করতো তাতেই কোনো রকমে চলে যেত সংসার।

আমার মেয়ে
22/09/2023

আমার মেয়ে

17/09/2023

ভারত-শ্রীলঙ্কা ফাইনালে পরিসংখ্যান কার পক্ষে হবে? সুপার সানডে, সুপার ডুয়েল, এশিয়া কাপ ফাইনালে আজ মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

এশিয়া কাপ ফাইনালে আজ মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত মাত্র একবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হারতে হয়েছে মেন ইন ব্লুজদের। অন্যদিকে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে হেরেছে সুপার ফোরে।

চলমান এশিয়া কাপের সব ম্যাচই পাকিস্তানের মাটিতে হওয়ার কথা থাকলেও, ভারতের আপত্তিতে সহ-আয়োজক হিসেবে যুক্ত হয় শ্রীলঙ্কা। তাদের মাটিতেই টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ মাঠে গড়াচ্ছে। আজ (রোববার) বিকেল সাড়ে ৩টায় ১৬তম আসরের ফাইনালও হবে কলম্বোতে। যেখানে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। লঙ্কানরা সর্বাধিকবার টুর্নামেন্টটির ফাইনাল খেললেও, ভারতই কাগজে কলমে এগিয়ে আছে। সুপার ফোরের ম্যাচে সর্বশেষ দেখায় দাসুন শানাকার দলকে ৪১ রানে হারিয়েছিলেন রোহিত শর্মারা।

শক্তিশালী দল নিয়েও দীর্ঘদিন আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাচ্ছে না ভারত। এশিয়া কাপ দিয়ে সেই খরা কাটাতে চায় রোহিত শর্মার দল। এর আগে তারা সর্বোচ্চ ৭ বার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। অন্যদিকে, চোট জর্জরিত দল এবং ‘আন্ডারডগ’ তকমা নিয়ে ফাইনালে ওঠে লঙ্কানরা। তাদের সামনে এবার সপ্তম শিরোপা জয়ের সুযোগ।

গত আসরেও ফেভারিটের তালিকায় না থাকা লঙ্কানরা এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। সেবার তারা পাকিস্তানকে হারিয়ে শিরোপার উৎসবে মাতে। এবারও বাবর আজমের দলকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল শানাকার দল। পরবর্তীতে বাংলাদেশকে হারিয়ে তারা সর্বোচ্চ ১৩তম বারের মতো ফাইনালে পা রাখে। অন্যদিকে, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় সর্বোচ্চ ১১তম বার ফাইনালে ওঠে ভারত। যদিও শেষ ম্যাচে তারা বাংলাদেশের কাছে ৬ রানে পরাজিত হয়।

পরিসংখ্যানে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে কাগজে কলমে এগিয়ে আছে ভারত। এখন পর্যন্ত দুদল মোট ১৬৬টি ম্যাচ খেলেছে। যেখানে ভারতের ৯৭টি জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৫৭টি ম্যাচে। এছাড়া তাদের ১১টি ম্যাচে আসেনি কোনো ফল আসেনি। একটি ম্যাচ টাই হয়েছে।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য এগিয়ে আছে লঙ্কানরাই। ঘরের মাটিতে তারা ভারতকে ২৮ ম্যাচে হারিয়েছে। যেখানে ভারতের জয় ১৩টিতে। সর্বশেষ চলমান টুর্নামেন্টের সুপার ফোরে অবশ্য ভারতই জয় দেখেছে। এর আগে ২০২২ এশিয়া কাপ আসরে সুপার ফোরে ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। এরপর লঙ্কানরা টুর্নামেন্টটির শিরোপাও জিতে নিয়েছিল।

দু'দলের সবশেষ পাঁচ দেখায় এগিয়ে রয়েছে ভারত। যেখানে চার জয় ভারতের ও একটি জিতেছে শ্রীলঙ্কা। চলতি বছরে দল দুটি চারবার মুখোমুখি হয়েছে। তাতে একবারও শানাকার দল জয়ের স্বাদ নিতে পারেনি। ২০২১ সালে ভারতের বিপক্ষে সবশেষ জয় পেয়েছিল লঙ্কা বাহিনী।

Address

Uttra
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Ring id office news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ring id office news:

Share