29/11/2025
প্রিয় দেশবাসী,
আজ মোবাইল ব্যবসায়ীদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নিচ্ছি।
এ কারণে দেশের সব মোবাইল দোকান বন্ধ থাকবে।
আমাদের দাবি খুবই স্পষ্ট ও যুক্তিসঙ্গত—
- আমরা NEIR-এর পক্ষে
- আমরা বৈধভাবে ট্যাক্স দিয়ে ব্যবসার পক্ষে
- আমরা যৌক্তিক ট্যাক্স কাঠামো পুনর্নির্ধারণের পক্ষে
- আমরা স্বচ্ছ আমদানিনীতির পক্ষে
আমরা চ্যালেঞ্জ বা সংঘর্ষ চাই না, আমরা চাই সংলাপ। সরকার যেন সঠিক তথ্য জানতে পারে এবং ব্যবসায়ী–ভোক্তা উভয়ের স্বার্থে দ্রুত সমাধান নেয়। সমাধানের জন্য গোল টেবিলে বসতেই হবে।
ট্যাক্সের বৈষম্য দূর করে,আমদানির নীতিমালা সংস্কার করে সবাইকে ট্যাক্সের আওতায় এনে বৈধভাবে ব্যবসা করার সুযোগ করে দেয়া হোক।
ব্যবসায়ী ও ভোক্তার স্বার্থে সারাদেশে আগামীকাল শান্তিপূর্ণ মানববন্ধন।