03/03/2025
শুক্রবারে জুম্মার নামাজে মসজিদের ভিতরে মুসল্লিদের জায়গা না হওয়ায় মুসল্লীরা রাস্তায় দাড়িয়ে রোদ বৃষ্টিতে কষ্ট করে জু্ম্মার নামাজ আদায় করেন।
এইজন্য বলছি জুম্মার নামাজ এক জামাতে না পড়ে দুই বারে দুই জামাতে পড়লে মুসল্লীদের নামাজ পড়তে এবং পথচারীদের চলাচলে কষ্ট হবে না।
সুরমা ভাই