Mukta's Kitchen

Mukta's Kitchen Assalamu Alaikum,Welcome To my cooking Page.Here you will find different types of recipes, videos, Life style Coking video.
(8)

জীবনে সবধরনের মানুষের প্রয়োজন আছে,কেউ তোমাকে পরীক্ষা করবে,কেউ তোমাকে শিক্ষা দিবে,কেউ তোমাকে ব্যবহার করবে,কেউ বা তোমাকে ব...
05/11/2025

জীবনে সব

ধরনের মানুষের প্রয়োজন আছে,
কেউ তোমাকে পরীক্ষা করবে,
কেউ তোমাকে শিক্ষা দিবে,
কেউ তোমাকে ব্যবহার করবে,
কেউ বা তোমাকে বেঁচে থাকার প্রকৃত অর্থ বলে দিবে।
তাই সঠিক পথে চলো,
ভুল থেকে শিক্ষা নাও,
মানুষ চিনে নাও, কিন্তু ঘৃণা কোরো না,
ভালোবাসা রেখো, তবে সীমা জেনে,

কারণ প্রতিটি অভিজ্ঞতাই তোমার জীবনের শিক্ষক।

বাস্তব জীবন কখনোই নিখুঁত হয় না, কিন্তু ছোট ছোট আনন্দই এই জীবনকে সুন্দর করে তোলে।
02/11/2025

বাস্তব জীবন কখনোই নিখুঁত হয় না, কিন্তু ছোট ছোট আনন্দই এই জীবনকে সুন্দর করে তোলে।

নিজের মতো করে বাঁচো !!কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! ❤️একটা কথা মনে রেখো, গাঁধার নাম...
02/11/2025

নিজের মতো করে বাঁচো !!

কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! ❤️

একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘোড়া রাখলেও সেটা গাঁধা থেকে যায়।
কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না।

কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না!
তুমি নেকা তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনটাই তুমি নও।
তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে____🦋

দিন শেষে তুমি তুমিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে, শুধু তুমি ছাড়া!
🤲❤️🫰

একেবারে মনের কথা।যে লিখেছে তাকে ধন্যবাদ।
29/10/2025

একেবারে মনের কথা।
যে লিখেছে তাকে ধন্যবাদ।

28/10/2025

সুস্থতা এমন এক নিয়ামত,

যা আমরা অসুস্থ না হওয়া পর্যন্ত বুঝতেই পারি না।
প্রতিদিন সকালে জেগে ওঠা, নিঃশ্বাস নেওয়া, হাঁটতে পারা — এগুলোই আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন।
সব সময় বলো,
“আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন।” 💖

🤲🤲🤲🤲

Good Morning ☕☕☕
28/10/2025

Good Morning ☕☕☕

আগে কি সুন্দর দিন কাটাইতাম...যেখানে ছিল না কোনো না–পাওয়ার কষ্ট,ছিল না হারানোর ভয়।চোখে চোখ রেখে কথা বলার সাহস ছিল,মন খুলে...
27/10/2025

আগে কি সুন্দর দিন কাটাইতাম...

যেখানে ছিল না কোনো না–পাওয়ার কষ্ট,
ছিল না হারানোর ভয়।
চোখে চোখ রেখে কথা বলার সাহস ছিল,
মন খুলে হাসার মতো সময় ছিল।

এখন শুধু স্মৃতিগুলোই কথা বলে,
আমি চুপ — সময়ও যেন নিঃশব্দ।

খুব জানতে ইচ্ছে করে...
আজও কি তুমি আমার চোখে চোখ রাখো??

গুরুত্ব কমে গেলে রাগ কোরো না,হাসিমুখে দূরে সরে যাও।কারণ তুমি হারাওনি কাউকে,সে হারিয়েছে তোমার মতো একজনকে।
26/10/2025

গুরুত্ব কমে গেলে রাগ কোরো না,
হাসিমুখে দূরে সরে যাও।
কারণ তুমি হারাওনি কাউকে,
সে হারিয়েছে তোমার মতো একজনকে।

 #সময়, তুমি অভিনয়ে সেরাকখনো হাসাও, কখনো কাঁদাও,কখনো মনে হয় থেমে যাও,আবার কখনো দৌড়ে পালাও।তোমার ছোঁয়ায় বদলে যায় মুখ,প্রিয়...
25/10/2025

#সময়, তুমি অভিনয়ে সেরা

কখনো হাসাও, কখনো কাঁদাও,
কখনো মনে হয় থেমে যাও,
আবার কখনো দৌড়ে পালাও।

তোমার ছোঁয়ায় বদলে যায় মুখ,
প্রিয়জন হয় দূর, স্মৃতি হয় নুক।
তবুও আমি দাঁড়িয়ে আছি,
তোমার ফেরার অপেক্ষায়।

সময়, তুমি নিষ্ঠুরও বটে,
যার চলে যাওয়া ফেরে না কখনো পথে।
তবুও তোমাকেই ভালোবাসি,

#কারণ

তোমার ভেতরেই লুকিয়ে আছে আমার সব গল্প।

23/10/2025

"আমি স্বার্থের জন্য কখনো বিবেক কে হারিয়ে যেতে দেইনি। মন থেকে ভালোবেসেছি।
তাই হয়তো সবাই বুঝে উঠতে পারেনি —
নিঃস্বার্থ ভালোবাসার এই আমিটা আসলে কেমন।" 💔

#স্বার্থের জন্য কখনো ভালোবাসিনি, ভালোবেসেছি শুধু মন থেকে । হয়তো তাই সবাই বুঝে উঠতে পারেনি, আমার ভালোবাসার গভীরতা আসলে কতো।

#অন্যের সুখে নিজের স্বপ্ন ভেঙেছি, হাসির আড়ালে কেঁদেছি চুপিচুপি। তবু কাউকে দোষ দিইনি কোনোদিন, কারণ ভালোবাসা আমার নিজের মতোই নিঃস্বার্থ ছিল। 💔

#কিন্তু শেষমেশ বুঝলাম,
এই পৃথিবী স্বার্থবিহীন মানুষ চেনে না,
তাদের শুধু ভোলা যায়, বোঝা যায় না। 🥀

#তাও বলবো সুখে থাকুন সেই মানুষগুলো যারা শুধু কাঁদাতেই জানে কাঁদতে না।💔

16/10/2025

If U Say.....

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukta's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mukta's Kitchen:

Share

Category