05/11/2025
জীবনে সব
ধরনের মানুষের প্রয়োজন আছে,
কেউ তোমাকে পরীক্ষা করবে,
কেউ তোমাকে শিক্ষা দিবে,
কেউ তোমাকে ব্যবহার করবে,
কেউ বা তোমাকে বেঁচে থাকার প্রকৃত অর্থ বলে দিবে।
তাই সঠিক পথে চলো,
ভুল থেকে শিক্ষা নাও,
মানুষ চিনে নাও, কিন্তু ঘৃণা কোরো না,
ভালোবাসা রেখো, তবে সীমা জেনে,
কারণ প্রতিটি অভিজ্ঞতাই তোমার জীবনের শিক্ষক।