30/10/2025
আবারো Rafi Rahman ভাইয়ের চমৎকার কিছু কথা . . .
আচ্ছা এখানে আমি কিছু কথা বলি।
যদি সাড়ে ২২ লাখ টা*কা দিয়ে কিনেও থাকে তারপরও আমি একটা হিসাব বলি তাহলে। লাইভ ওয়েট হল ৭৫০ কেজি। এখন প্রতি কেজি যদি 5500 হয় তাহলে যদি আমরা ১০ মন ও হিসাব করি (যদিও ৭৫০ কেজির একটা উটে ৪০০ কেজি মাংস আদৌ সম্ভব কিনা আমার জানা নেই) তাও দা*ম আসে ২২০০০০০। ধরলাম বাকি পা, মগজ, চামড়া সব মিলিয়ে আরো ৩০ হাজার। তাহলে সর্বমোট হয় ২২৩০০০০। তারপর তো ওনার কর্মী খর*চ আছে এগুলোর সাথে। তাহলে আমার হিসাব অনুযায়ী তার লাভ তো দূরের কথা ১০ থেকে ২০ হাজার টা*কা লোকশান হওয়ার কথা।
এখন অনেকেই প্রশ্ন করবেন তাহলে সে লোকসানে কেন বি*ক্রি করবে?
তার পিছে কিছু কারণ থাকতে পারে।
১. উনি এই উট ১০০০ কেজি লাইভ ওয়েট হিসাব করে নিয়েছিল।তারপর তা সাড়ে সাতশ কেজি হয়েছে।আর সাড়ে ৫ হাজার টা*কা কেজির উপরে হয়তো কেউ তা নিবেও না। তাই হয়তো সে আর দা*ম বাড়ায়নি।
২. সে হয়তো চেয়েছে সবাই অন্তত একবার হলেও উটের মাং*স খেতে পারুক।
৩. লাভ লোকসান ব্যবসার একটা অংশ। একবার লো*কসান হলে পরেরবার হয়তো লাভ হবে সেই চিন্তায় হয়তো সে আর দাম বাড়ায়নি।
এবার আসি কেন কিছু মানুষ তারপরও নেগেটিভ কথা বলছে।
অদৃশ্য সেই সি*ন্ডিকেট কে বাঁচিয়ে রাখার কিছু মানুষ আছেন। তারা জানে উট যদি সাধারণ মাং*সের দো*কানে বি*ক্রি হওয়া শুরু হয়ে যায় তাহলে তা আর এলিট শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ থাকবে না। আজ একটা মাং*সের দো*কান এনেছে আগামীকাল আরো দশটা আনবে। সেই সাথে তাল মিলিয়ে গরুর দামও কমবে। আর এভাবে চলতে থাকলে তাদের সি*ন্ডিকেট খুব তাড়াতাড়ি মাটির সাথে মিশে যাবে। তাই তারা বিভিন্ন কথার মাধ্যমে এটাকে নেগেটিভলি প্রেজেন্ট করার চেষ্টা করছে। যাতে তারা তাদের সি*ন্ডিকেট কে বাঁচিয়ে রাখতে পারে।
অনেকেই বলছে মানুষ ৮০০ টা*কায় গরুর মাং*স খেতে পারে না আর সাড়ে ৫ হাজার টা*কার উটের মাং*স খাবে কেন?
তাদের মাথার মধ্যে যে মোটা বুদ্ধি আছে সে বুদ্ধিকে একটাই উত্তর দিতে চাই, "কারন সেটা গরু না, সেটা উট 🤣"
গরুর সাথে উটের তুলনা করে নিজেকে গরু প্রমাণ করবেন না।
শুধু নয়ন ভাই একা না, মাং*সের দা*ম যে কমাবে আমি তারই পক্ষে। কলা গাছও যদি মাং*সের দা*ম কমায় আমি কলা গাছের পক্ষে। সি*ন্ডিকেট ভে*ঙে সাধারণ মানুষের জয় হবেই হবে ।