19/07/2023
# বেকারত্বের অভিশাপ?
বর্তমান সময়ে বেকারত্বের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। বেকারত্বের ফলে বর্তমান তরুণ সমাজ অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে।
বেকারত্বকে কেন অভিশাপ বলা হয়?বর্তমানে বাংলাদেশে জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের পরিমাণ খুবই কম ফলে অনেক তরুণ তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কোন কাজ পায় না। যার ফলে সার্টিফিকেট নিয়ে কোন লাভই হয় না তাছাড়াও একজন বেকার সমাজের জন্য এবং তার পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।
অনেকে এই বেকারের বোঝা মাথায় নিতে পারে না। ফলে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। এই বেকারত্বের সমস্যা আমাদের যুব সমাজকে দিন দিন ধ্বংসের পথে নিয়ে নিয়ে যাচ্ছে।
তাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত পেতে হলে আত্মকর্মশীল হয়ে উঠতে হবে। যেহেতু আমাদের দেশে কর্মসংস্থানের পরিমাণ খুবই কম তাই তরুণ সমাজকে আত্মকর্মশীল হয়ে গড়ে উঠতে হবে। আত্মকর্মসংস্থানশীল হয়ে উঠার মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারে।