Ajwaad Institute Bangladesh-AIB

Ajwaad Institute Bangladesh-AIB ওমর ইবনে খাত্তাব রা. বলেন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা আরবি ভাষা শিখো;কেননা আরবি ভাষা বুদ্ধিমত্তা ও আভিজাত্যকে বাড়িয়ে দেয়।
(2)

04/07/2025

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?

ঈদ মোবারক 🌙তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।🤲
30/03/2025

ঈদ মোবারক 🌙
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।🤲

হিফয ও মাদানী নেসাবের কিতাব বিভাগে ভর্তি চলছে।
27/02/2025

হিফয ও মাদানী নেসাবের কিতাব বিভাগে ভর্তি চলছে।

23/02/2025

✨ রমাদান থেকে শুরু হতে যাচ্ছে "এরাবিক স্পোকিং কোর্স" ✨
📢 আজ্বওয়াদ ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষ আয়োজন!

যারা আরবীতে সাবলীলভাবে কথা বলতে চান, কিন্তু এখনো দক্ষ নন কিংবা আরবী ইবারত পড়তে পারেন না, তাদের জন্য আমাদের এই বিশেষ কোর্স।

✅ কোর্সের বৈশিষ্ট্য:
🔹 বিশুদ্ধ উচ্চারণ ও আরবীয় লাহজায় আরবী কথোপকথন শিক্ষাদান।
🔹 আরবী বক্তৃতা ও উপস্থাপনা দক্ষতা অর্জন।
🔹 দৈনন্দিন ব্যবহৃত আরবী তা’বির মুখস্থকরণ ও প্রয়োগ।
🔹 নির্ভুল ইবারত পাঠের অনুশীলন।
🔹 আরবীতে দরখাস্ত লেখার কৌশল।

📌 আমরা প্রতিশ্রুতিবদ্ধ – ইনশাআল্লাহ, এই কোর্সের মাধ্যমে আপনিও সাবলীলভাবে আরবীতে কথা বলতে সক্ষম হবেন!

📌 পূর্বের ক্লাসের রিভিউ দেখার সুযোগ রয়েছে।

📌 আসন সংখ্যা সীমিত! তাই আজই যোগাযোগ করুন এবং আপনার সিট নিশ্চিত করুন!

📞 যোগাযোগ:
📱 ০১৬০৬৫০১৫৯৫, ০১৫১৮৯৩৬৯৯৯
💬 মেসেজ করুন: [Ajwaad Institute Bangladesh]

🔰 সার্বিক তত্ত্বাবধানে:
শায়খুল হাদীস মুফতি তানভীর আহমাদ সিদ্দিকী (হাফিজাহুল্লাহ)

🌐 বি:দ্র: রমাদান থেকে মাদানি নেসাবের প্রথম বর্ষে ভর্তি চলছে ইনশাআল্লাহ।

🚀 তাই দেরি না করে এখনই যুক্ত হোন!

19/02/2025

১ম রমাদ্বন থেকে শুরু হতে যাচ্ছে Ajwaad এর পক্ষ থেকে এরাবিক স্পোকিং কোর্স।
যারা আরবীতে কথা বলতে ইচ্ছুক কিন্ত আরবীতে সাবলীল ভাবে কথা বলতে পারেন না ও আরবী ইবারত পড়তে পারেন না তারা ভর্তি হতে পারেন আমাদের এই কের্সে।
আমাদের বৈশিষ্ট্যবলি :
*বিশুদ্ধ উচ্চারণে ও আরবীয় লাহজায় আরবী কথোপকথন শিক্ষাদান।
*আরবী বক্তৃতা ও উপস্থাপনা শিক্ষাদান।
*দৈনন্দিন ব্যবহৃত আরবী তা'বির মুখস্থ ও ব্যবহার পদ্ধতি।
*নির্ভুল ইবারত পাঠের অনুশীলন।
*আরবিতে দরখাস্ত লেখা।

📌আমরা আশাবাদী আমাদের এই কোর্সে কেউ ভর্তি হলে সে আরবীতে সাবলীলভাবে কথা বলতে পারবে ইনশাআল্লাহ।
📌পূর্বের ক্লাসের রিভিউ দেখার সুযোগ রয়েছে।
📌তাই আর দেরি না করে দ্রুত যোগাযোগ করে কোর্সের আসন নিশ্চিত করুন।
যোগাযোগ নাম্বার :০১৬০৬৫০১৫৯৫, ০১৫১৮৯৩৬৯৯৯
অথবা মেসেজ করুন : Ajwaad Institute Bangladesh
সার্বিক তত্ত্বাবধানে :
শায়খুল হাদীস মুফতি তানভীর আহমাদ সিদ্দিকী হাফিজহুল্লাহ।
🌐বি:দ্রু: রমাদ্বন থেকে মাদানি নেসাবের প্রথম বর্ষে ভর্তি চলবে ইনশাআল্লাহ।

আজ পবিত্র শবে বরাত। আল্লাহ তাআলা অধর শা'বানের রাতে অর্থাৎ শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে তাঁর সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দ...
14/02/2025

আজ পবিত্র শবে বরাত।
আল্লাহ তাআলা অধর শা'বানের রাতে অর্থাৎ শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে তাঁর সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।

( ইবনে হিব্বান, হাদীস - ৫৬৬৫)

📢📢একটি বিশেষ ঘোষণা 📢📢সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে. আগামী ১ম রমাদ্বন থেকে ২০ রমাদ্বন পর্যন্ত Ajwaad Institute Bangl...
13/02/2025

📢📢একটি বিশেষ ঘোষণা 📢📢

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে. আগামী ১ম রমাদ্বন থেকে ২০ রমাদ্বন পর্যন্ত Ajwaad Institute Bangladesh এর পক্ষ থেকে আরবী ভাষা শিক্ষা কোর্স এর আয়োজন করা হয়েছে।
তাই যারা আরবী ভাষায় কথা বলতে ইচ্ছুক তারা যুক্ত হতে পারেন আমাদের এই মোবারক যাত্রায়।

কোর্সের বৈশিষ্ট্যবলি :

📌বিশুদ্ধ উচ্চারণে ও আরবীয় লাহযায় আরবী কথোপকথন শিক্ষাদান।
📌আরবী বক্তৃতা ও উপস্থাপনা শিক্ষাদান।
📌দৈনন্দিন ব্যবহৃত আরবি তা'বির মুখস্থকরণ ওব্যবহার পদ্ধতি।
📌নির্ভূল ইবারত পাঠের অনুশীলন।
📌আরবীতে দরখাস্ত লেখা।

✅সকল দরসে প্রশিক্ষনার্থীর জন্য সার্টিফিকেট ।
🌐পূর্বের কোর্সের ক্লাস গুলো দেখার সুযোগ রয়েছে।

সার্বিক তত্ত্বাবধানে
মুফতি তানভীর আহমাদ সিদ্দিকী হাফিজহুল্লাহ
খতিব: বড় ভাট জামে মসজিদ. লালবাগ- ঢাকা

08/12/2024

اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، لآ إلَه إلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ صَدَقَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ.

শিখে নিতে পারেন ❤️
17/11/2024

শিখে নিতে পারেন ❤️

سنة عربية سعيدة للجميع.١ محرم ١٤٤٦ هجرتقبل الله منا و منكم
08/07/2024

سنة عربية سعيدة للجميع.
١ محرم ١٤٤٦ هجر
تقبل الله منا و منكم

Address

Kaderabad Housing, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801405954199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajwaad Institute Bangladesh-AIB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajwaad Institute Bangladesh-AIB:

Share

Category