Mita's Gallery

Mita's Gallery ঘরে তৈরি হোমমেড খাবার 🍽️
✅ ডিম খিচুড়ি – অর্ডার চলছে
📍 পিকআপ: কল্যাণপুর গার্লস স্কুল
📩 ইনবক্সে অর্ডার করুন
(1)

18/08/2025
18/08/2025
21/07/2025

মাইলস্টোন স্কুলের (ইংলিশ ভার্সন) উপর জেট বিমান বিধ্বস্ত। টিচার্স, স্টুডেন্ট সকলেই বিল্ডিংয়ের ভেতরে ছিলো।

জানা গেছে হতাহতের সংখ্যা অনেক। অধিকাংশই স্কুল লেভেলের বাচ্চা। আল্লাহ সব মা বাবা দের এই শোক সহ্য করার ক্ষমতা দিক। 🤲

আহতদের সুস্থতা আর নিহতদের পরিবারের জন্য দোয়া করুন সবাই।😭😭
🤲🤲🤲🤲

ওহে আমার মায়াবী পুরুষ তুমি যদি জানতা তোমাকে আমি কতটা ভালোবাসি তাহলে তুমি নিজেই বলতা তুমি পৃথিবীর সব চেয়ে ভাগ্যবান পুরুষ!...
18/03/2025

ওহে আমার মায়াবী পুরুষ তুমি যদি জানতা তোমাকে আমি কতটা ভালোবাসি তাহলে তুমি নিজেই বলতা তুমি পৃথিবীর সব চেয়ে ভাগ্যবান পুরুষ!!🥺💔

12/03/2025
“ Understanding ” কিংবা বোঝাপড়া ব্যাপারটা আসে পরস্পরকে গুরুত্ব দেয়ার মাধ্যমে। আপনার কাছে যার গুরুত্ব নেই, তাকে বিন্দুমাত...
12/03/2025

“ Understanding ” কিংবা বোঝাপড়া ব্যাপারটা আসে পরস্পরকে গুরুত্ব দেয়ার মাধ্যমে। আপনার কাছে যার গুরুত্ব নেই, তাকে বিন্দুমাত্র বোঝার চেষ্টা করে নিছক সময় নষ্ট নিশ্চয়ই করবেন না আপনি।

সম্পর্কে এই বোঝাপড়ার ব্যাপারটা তখনই আসে, যখন পরস্পর পরস্পরকে ভালোবাসে, গুরুত্ব দেয়, সময় দেয় এমনকি পরস্পর পরস্পরের কথা শোনে এবং বোঝে। যোগাযোগ না থাকলে সেখানে কস্মিনকালেও সে সম্পর্কে দু'জনের মাঝে বোঝাপড়া ব্যাপারটা থাকে না।

একটা মানুষকে বুঝতে গেলে তার কাছাকাছি থাকতে হয়, সময় নিয়ে মন দিয়ে তার কথা শুনতে হয়, আর এসবের জন্য প্রয়োজন ধৈর্য সেই সাথে ইচ্ছে এবং মনের টান। যার প্রতি টান থাকে না, তার কথা শোনারও ইচ্ছে থাকে না মানুষের। বরং শুনতে গেলে বিরক্তই লাগে বৈকি!

কেউ আপনাকে পুরোপুরি বোঝে কিংবা আপনি কাউকে পুরোপুরি ভাবে বুঝতে পারেন, ব্যাপারটা আসলে এত সহজ নয়। আপনার প্রতি তার আচরণ লক্ষ্য করুন এবং আপনার কথা শোনার আগ্রহ কেমন সেটা খেয়াল করুন। আপনি মুখে বলার আগেই যে আপনার ভাষা সহজে বুঝতে পারে, নিঃসন্দেহে সে আপনাকে বোঝে। আপনি সম্পর্কের মানুষটাকে সময় দিবেন না, ঠিকঠাক কথা বলবেন না, সে কী বলতে চায় শুনবেন না, তাহলে মানুষটাকে আর বুঝলেন কই?

সম্পর্কে বোঝাপড়া কিংবা “ Understanding ” থাকলে সম্পর্ক কখনো নষ্ট হয় না, আর এটা শতভাগ নিশ্চয়তা দিয়েই বলা যায়। আর এই পরস্পরের বোঝাপড়ার ঘাটতি তখনই দেখা যায়, যখন সম্পর্ক যোগাযোগহীনতায় ভোগে! যখন কেউ কারো কথা শোনার মতো সময়টুকুও হয় না। এতে শুধু পরস্পরের মধ্যে বোঝাপড়াই ব্যহত হয় না বরং সম্পর্ক থেকে মানুষ ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যায়!

- কারো মেসেজ সিন করে ফেলে রেখে, অফলাইন চলে যাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অবহেলা।- আপনি বারবার তার মেসেজ বক্স চেক করেই যা...
12/03/2025

- কারো মেসেজ সিন করে ফেলে রেখে, অফলাইন চলে যাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অবহেলা।

- আপনি বারবার তার মেসেজ বক্স চেক করেই যাবেন সে রিপ্লাই দিলো কিনা।

- একসময় হুট করে দেখবেন সে ৫ মিনিট আগে এসেছিলো। কিন্তু আপনার মেসেজের উত্তর না দিয়েই সে অফলাইনে চলে গেছে। এর চেয়ে সুন্দরতম অবহেলা আর কিছুই নেই।

- যারা এসব সহ্য করে এখনো কারো জন্য অপেক্ষা করছে, তার চেয়ে বেশি ভালোবাসতে তোমাকে আর কেউ পারবেনা, হয় তো একটু ঝগড়া বা ঝামেলা করি বাট শেষে নিজেকেই মানাই নিতে হয় !🙂

- তবে বুঝার মানুষের অভাব এবং এটা আমার সাথে সব সময় হয়ে থাকে 😇😅

সরে আসা মানেই পরাজয় নয়যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে সরাতে সক্ষম হবেন, আপনি তখন বুঝতে পারবেন, আপনি আর আগের মানুষ টি নেই।...
11/03/2025

সরে আসা মানেই পরাজয় নয়
যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে সরাতে সক্ষম হবেন, আপনি তখন বুঝতে পারবেন, আপনি আর আগের মানুষ টি নেই। আপনি প্রচন্ড ব্যাথায়, কষ্টে নিজেকে পাল্টে নিতে সক্ষম হয়েছেন। যে জিনিসগুলো দিনের পর দিন সহ্য করে গেছেন সেই জিনিসগুলো হুংকার দিয়ে প্রতিরোধ করা শিখে গেছে। না বলা যে কথাগুলো ছিলো যা আপনাকে ক্ষতবিক্ষত করছিল দিনের-পর-দিন তা বলার শক্তি আপনি যোগাতে পেরে গেছেন।
যে মানুষটিকে পাওয়ার জন্য আপনি যুদ্ধ করতে ছিলেন, তার অবহেলা গুলোকে, অভিনয় গুলোকে সহ্য করে আসছিলেন হারানোর ভয়ে, সেই আপনি তাকে স্বইচ্ছায় ছেড়ে দিতে সক্ষম হবেন। এই আপনিই অযথা কথা কাটাকাটির চেয়ে নীরবতাকেই বেছে নিবেন। আপনি আপনার প্রতিটা কথার দাম সম্পর্কে অবগত হবেন এবং এটাও বুঝতে পেরে যাবেন কিছু জিনিসে, কিছু মানুষকে বাড়তি সময় দেয়া মানে নিজের মূল্যবোধের পর্যাপ্ত অপচয়।
কিছু মানুষকে ছেড়ে দিয়ে নিজের ভার কমাতে হয়। কিছু মানুষ আপনার সময়ের, আপনার প্রতীক্ষার, আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়েছে বহু আগেই,কিন্তু সিদ্ধান্তে আসতে আপনার কিছুটা বেশি সময় লেগেছে এই আর কি!

প্রতিটা  সম্পর্কের শুরুতেই মানুষ ডিসাইড করে না সে ভবিষ্যতে সে কি করবে।কিন্তু ভীষণ মায়ায় জড়ালে তখন তাকে ডিসাইড করতেই হয় ...
25/02/2025

প্রতিটা সম্পর্কের শুরুতেই মানুষ ডিসাইড করে না সে ভবিষ্যতে সে কি করবে।কিন্তু ভীষণ মায়ায় জড়ালে তখন তাকে ডিসাইড করতেই হয় মানুষটাকে তার ভবিষ্যৎ জীবনে জড়াবে কি না?

সম্পর্কের বেশির ভাগ ডিসাইড করার ব্যাপার টা নির্ভর করে একজন ছেলের উপর। কারন সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করা মানেই একজন মেয়ের দায়িত্ব গ্রহন করা। এই দায়িত্ব গ্রহন করা অনেক পুরুষই পছন্দ করে না। কিছু পুরুষ তো সম্পর্কে একশত ভাগ সৎ থেকেও পরিবারের কথা ভেবে মেয়েটিকে তার ভাগ্যের হাতে ছেড়ে দেয়। কারন মেয়েটি তার প্রথম প্রায়োরিটি থাকে না। তার পরিবার ও সমাজ তার ফাষ্ট প্রায়োরিটি থাকে। ছেলেটি যখন মেয়েটিকে তার পরিবারের অযুহাত দেখিয়ে না করে দেয় তখন মেয়েটির মানসিক অবস্হার কথা একবার ও ভাবে না। কারন মেয়েরা তার ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে সব পারে। অথচ মেয়েটিকে অসম্ভব ভালোবাসার পরও তাকে দূর করে। কিন্তু মেয়েটি জানে এই দূর করার কষ্ট কতটুকু।

এই যে প্রায়োরিটি না দেওয়ার ব্যাপারটা ও হলো এক প্রকার রিজেক্ট করার মত। ভালোবাসা, প্রেম, শ্রদ্ধাবোধ সবটা থাকার পরও এই প্রায়োরিটির অভাবে কত সম্পর্ক নষ্ট হয় তা বলার মত না। অথচ কিছু ছেলে এমনও থাকে আজীবন যাকে পছন্দ করে তার ভালোবাসা না পেয়েও মেয়েটির বিপদে আপদে পাশে থাকে। প্রয়োজনে মেয়েটিকে তার মানসিক সাপোর্ট দেয়। যদি মেয়েটি কারো থেকে প্র 'তারিত হয় তা জেনেও মেয়েটিকে আপন করে নেয়। এই ছেলে গুলো শুধু প্রেম আর পরিবার শুধু ব্যালেন্স করে না তারা দুনিয়ার সবটা ব্যালেন্স করা জানে।

মানুষের ইমোশন ও ষ্ট্রং পার্সোনালিটি দুটোই আলাদা জিনিস। মানুষ প্রয়োজনে তা ব্যবহার করে। আপনি যাকে ভালোবাসেন তাকে সুখী করার দায়িত্বটাও আপনার। তাই পরিবারের দোহাই দিয়ে কখনো কোন মেয়েকে মাঝ পথে ছেড়ে দিবেন না। কারন মেয়েটির যদি ভাগ্যের সাথে লড়াই করে বা'চঁতে হয় তবে তার মানুষের প্রতি বিশ্বাস উঠে যাবে। মেয়েটির স্বপ্ন বাঁ'চিয়ে রাখতে যদি তৈরী হতে না পারেন, তাকে নিয়ে যদি কোন ভবিষ্যতের কোন স্বপ্ন না দেখেন তাহলে তাকে শুরুতেই ছেড়ে দেন। কারন মায়ায় জড়িয়ে আপনি হয়তবা বাঁধন কে 'টে ফি'রবেন কিন্তু মেয়েটি আপনাকে ভালোবেসে সবার আগোচরে রোজ আ ত্ন' হ' 'ত্যা করবে। নিজের পছন্দ ভালোগালা , হাসি ভুলে যাবে।

25/02/2025

ভাগ্যবতী নারী কাকে বলে জানেন?

যে নারী তার জীবন একজন সঠিক পুরুষ পেয়েছে।
যে পুরুষ তাকে সম্মান করে, ভালোবেসে আগলে রাখে তার ছায়া দিয়ে। যে পুরুষ শুধু তার ভালো সময় না,খারাপ সময়ও তার পাশে থাকে।নিজের সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে।তার শখের নারী কষ্ট পাবে এমন কাজ সে কখনোই করে না।সঠিক পুরুষের নজর শুধু মাত্র তার শখের নারী'র দিকে'ই থাকে সর্বদা।হাজারো সুন্দরী কে ইগনোর করে শুধু মাত্র একজনেই আ'সক্ত থাকে। জীবনে যেকোনো পরিস্থিতিতে সে পাশে থাকে হাতটা শক্ত করে ধরে রাখে।

সঠিক পুরুষের ভালোবাসা আসলেই অনেক সুন্দর হয়, আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সে নারী নিঃসন্দেহে ভাগ্যবতী একজন নারী।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mita's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share