LIVE GOOD BD

LIVE GOOD BD তুমি কী করলে তা গুরুত্বপূর্ণ নয় বরং তুমি কতটা ভালোবাসা দিয়ে তোমার কর্ম করলে তা-ই মুখ্য।

03/01/2025

এটা কত হর্সপাওয়ারের গাড়ি হবে???🥴
19/12/2024

এটা কত হর্সপাওয়ারের গাড়ি হবে???🥴

16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩🇧🇩🇧🇩

বাবারা চিরকাল থাকেন না। জীবনের একটা সময় আসে, যখন বাবার সেই পরিচিত হাঁটার শব্দ আর শোনা যায় না, তার শাসনভরা কণ্ঠস্বর নীর...
13/12/2024

বাবারা চিরকাল থাকেন না। জীবনের একটা সময় আসে, যখন বাবার সেই পরিচিত হাঁটার শব্দ আর শোনা যায় না, তার শাসনভরা কণ্ঠস্বর নীরব হয়ে যায়। তখন চারপাশের সব কিছু ঠিক থাকলেও, জীবনটাতে এক অদ্ভুত শূন্যতা নেমে আসে।

মনে পড়ে, বাবার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তখন কেমন জীবন্ত হয়ে ওঠে। ছোটবেলার সেই কাঁধে চড়ে মেলার মাঠে যাওয়া, বা স্কুলের সামনে দাঁড়িয়ে অপেক্ষারত বাবার মুখ—সবই যেন মনের ভেতরে ছবির মতো জ্বলজ্বল করে। আর আমরা কেবল আফসোস করি—ইশ, যদি আরও একটু সময় দিতে পারতাম!

যাদের বাবা আজ জীবিত, তাদের বলি—তাকে একটু বেশি ভালোবাসুন। হয়তো নিজের হাতে এক বেলা খাবার পরিবেশন করুন। তার চোখে চোখ রেখে বলুন—“তুমি আমার জন্য কত কিছু করেছো। ধন্যবাদ।” এই ছোট্ট কথাগুলো বাবার জন্য এক অমূল্য উপহার।

আর যাদের বাবা আজ পৃথিবীতে নেই, তারা জানেন, বাবার শূন্যতা কখনো পূরণ হয় না। বাবার জন্য দোয়া করুন। আল্লাহর কাছে প্রার্থনা করুন, যেন তিনি তার কষ্টের প্রতিদান দেন। একদিন আমরা সবাই আবার মিলিত হবো, এই আশাই বুকের ভেতর সান্ত্বনা দেয়।

বাবারা আমাদের জীবনে একবারই আসেন। তাদের ভালোবাসা আর ত্যাগের কোনো তুলনা হয় না। আসুন, এই সম্পর্কের মধুরতাটুকু যতদিন আছি, ততদিন আঁকড়ে ধরি। এবং যারা চলে গেছেন, তাদের জন্য প্রতিটি প্রার্থনায় একটি নাম যোগ করি—“আমার বাবা”।

ব্লক প্রিন্টের থ্রি পিস কেউ চাইলে নিতে  পারেন। 01318371958
06/12/2024

ব্লক প্রিন্টের থ্রি পিস কেউ চাইলে নিতে পারেন। 01318371958

আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ব্লক প্রিন্টের থ্রি পিছে কাজ করছি কেমন হয়েছে কমেন্টে বলবেন
05/12/2024

আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ব্লক প্রিন্টের থ্রি পিছে কাজ করছি কেমন হয়েছে কমেন্টে বলবেন

⭐ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের বড় ধরনের পরিবর্তন দেখার জন্য ধৈর্য ধরে আছি। আফসোস, এখন পর্যন্ত দেশে ...
30/08/2024

⭐ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের বড় ধরনের পরিবর্তন দেখার জন্য ধৈর্য ধরে আছি।
আফসোস, এখন পর্যন্ত দেশে বড় ধরনের কোন পরিবর্তন দেখলাম না।

⭐ বাজারে গেলে আগেও যে দামে পেঁয়াজ আলু ইলিশ কিনেছি, এখনো সেই দামে কিনছি। পরিবর্তনটা কোথায় হচ্ছে?

⭐ আন্দোলনে শহীদ বা নিখোঁজ হওয়া ছাত্রছাত্রীদের একটা সফল তালিকাও এখন পর্যন্ত তৈরি হলো না। যা সর্বোচ্চ ৭ দিনে সম্ভব।

⭐ আবার তো তত্ত্বাবধায়ক কেউ কেউ বলছেন, আওয়ামী লীগ ইচ্ছা করলেই তাদের দল পুনর্গঠিত করতে পারবে। কত বড় নেমকহারাম, কত বড় সাহস হলে এ ধরনের কথা বলতে পারে।

⭐ প্রধান উপদেষ্টা আবার দাদাদের সাথে দেখা-সাক্ষাৎ শুরু করেছেন।

⭐ দেশের জনগণ এখনো একটা বড় ধরনের পরিবর্তনের দেখার আশায় রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার যদি তা পূরণ করতে না পারে, অচিরেই হয়তো আরও একটি আন্দোলন দেখতে হতে পারে আমাদের।

যারা বাংলাদেশের সঠিক ইতিহাস ডকুমেন্টারি সহ দেখতে ও জানতে চান, তারা সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন...
17/08/2024

যারা বাংলাদেশের সঠিক ইতিহাস ডকুমেন্টারি সহ দেখতে ও জানতে চান, তারা সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন...

বাংলাদেশ একটি নাম, একটি ইতিহাস। বহু উত্থান-পতন আর চড়াই উৎড়াই পেরিয়ে দেশটি আজ স্বাধীন। এই স্বাধীন দেশটির রয়েছে স....

11/08/2024

This video downloaded from YouTube channel named .
Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য

একটা জিনিস খেয়াল করলাম, সরকার পতনের পরপরই সংখ্যালঘুদের উপর হামলার সর্বোচ্চ ৪-৫ টা বিচ্ছিন্ন ঘটনা রয়েছে, যা সরকার পতনের...
06/08/2024

একটা জিনিস খেয়াল করলাম, সরকার পতনের পরপরই সংখ্যালঘুদের উপর হামলার সর্বোচ্চ ৪-৫ টা বিচ্ছিন্ন ঘটনা রয়েছে, যা সরকার পতনের পরপরই ঘটে থাকে, এটা খুব বেশি গুরুতর বিষয় নয়, কারণ এতে কেউ নিহত হয়নি বা লাখ লাখ টাকার ক্ষতি ও হয়নি। তাছাড়া তো শুধু সংখ্যালঘুদের উপরে নয়, দেশের অনেক বড় বড় স্থাপনারও অনেক ক্ষতিসাধন হয়েছে।

অথচ আমাদের কিছু হিন্দু ভাই এই জিনিসটাকে বারবার পোস্ট করে বিষয়টা ঘোলাটে করার চেষ্টা করছে। যেখানে বর্তমানে তাদের বাসস্থান এবং উপাসনালয় গুলো আমাদের মুসলমান তথা দেশের লোকজনই পাহারা দিচ্ছে।

এদিকে ভারতেও দেখলাম বিচ্ছিন্ন কিছু Youtube চ্যানেলগুলোতে ফলাও করে এই জিনিসটা প্রচার করা হচ্ছে। তারা শুধু আক্রমণের খবরই প্রচার করছে, এখানে যে সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়া হয়েছে সেগুলো সম্পর্কে কিছু বলছে না। এটা চক্রান্ত ছাড়া আর কিছুই না।

আমি হিন্দু ভাইদের করজোড়ে 🙏 নিবেদন করছি, আপনারা এ ধরনের কোন উস্কানিমূলক পোস্ট করবেন না। কারণ এখন হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়।

হতাশা ছড়ায়  #শয়তান। অথচ ফেসবুকের বেশিরভাগ স্যাড😞 পোস্ট গুলোই হতাশার। #আমি_বেঁচে_আছি। 🙂আলহামদুলিল্লাহ।
21/12/2023

হতাশা ছড়ায় #শয়তান। অথচ ফেসবুকের বেশিরভাগ স্যাড😞 পোস্ট গুলোই হতাশার।

#আমি_বেঁচে_আছি। 🙂আলহামদুলিল্লাহ।

Address

Bawnia Bazar, Turag, Uttora
Dhaka
1230

Telephone

+8801600203383

Website

Alerts

Be the first to know and let us send you an email when LIVE GOOD BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share