
27/05/2025
বসে আমি দেখছি আকাশ..! আকাশ ছিলো তখন নীলাভার্ব, মেঘাচ্ছন্ন যা আমাকে দেখতে তাকিয়ে থাকতে, বাধ্য করেছে তার সৌন্দর্য, পাখিরা ডানা মেলে উড়ছে আমারো একবার মন চাইলো ইস!!!আমি যদি পাখি হতাম... তাহলে ডানা মেলে আকাশ দিয়ে উড়ে উড়ে বেড়াতাম, কিন্তু মানুষ কি আর পাখি হইতে পারে!প্রকাশ করা হয়নি, ফিরতে চাই আবার আত্ম-প্রকাশে পাখির রূপে।
_ বিরহরুরেট সুখ পাখি