Gaibandha Update-গাইবান্ধা আপডেট

Gaibandha Update-গাইবান্ধা আপডেট বিভিন্ন দর্শনীয় স্থান, ইতিহাস এবং গুরুত্বপূর্ণ সংবাদ

মাউন্ট এভারেস্ট শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি বিশ্বের সর্বোচ্চ কব/র/স্থানও। এখানে এমন কিছু করুণ ইতিহাস জমাট বেঁধে আছে, ...
31/07/2025

মাউন্ট এভারেস্ট শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি বিশ্বের সর্বোচ্চ কব/র/স্থানও। এখানে এমন কিছু করুণ ইতিহাস জমাট বেঁধে আছে, যা শুনলে অবাক হতে হয়। আজ জানবো এমনই দুটি হাড় হিম করা সত্য ঘটনা।

১. হ্যানালোরা শ্মাৎজ (Hannelore Schmatz):

১৯৭৯ সাল। জার্মান পর্বতারোহী হ্যানালোরা শ্মাৎজ এভারেস্ট জয় করে ফেরার পথে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েন। আবহাওয়াও খারাপ হতে শুরু করে। ক্যাম্প থেকে মাত্র ৩০০ ফুট দূরে তিনি অবসাদের কারণে বসে পড়েন এবং তার সঙ্গীদের বলেন, “আমি আর পারছি না।” সেই যে তিনি বসলেন, আর ওঠেননি। তীব্র ঠান্ডা আর অক্সিজেনের অভাবে সেখানেই তিনি মা/রা/ যান।

সবচেয়ে অদ্ভুত এবং করুণ ব্যাপার হলো, তার
মৃ/তদে/হটি বছরের পর বছর ধরে ঠিক সেভাবেই বসে ছিল। খোলা চোখ, বাতাসে উড়ন্ত চুল—যেন তিনি এভারেস্টের এক অনন্ত প্রহরী। পরবর্তী আরোহীরা তার পাশ দিয়েই যেতেন।

বিজ্ঞান কী বলে?

এভারেস্টের ৮,০০০ মিটারের উপরের অংশকে
“ডে/থ জোন” বা “মৃ/ত্যু অঞ্চল” বলা হয়। এখানকার তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে ($-30°C$ থেকে $-60°C$) এবং বাতাসে অক্সিজেন প্রায় থাকেই না। এই পরিবেশে শরীর পচনের জন্য দায়ী ব্যাকটেরিয়া কাজ করতে পারে না। ফলে শ/রীর প/চে যাওয়ার বদলে প্রাকৃতিকভাবেই মমি হয়ে যায়, অর্থাৎ শুকিয়ে সংরক্ষিত থাকে। হ্যানালোরার শরীরও ঠিক এভাবেই সংরক্ষিত ছিল। পরে এক ঝড়ে তার দেহটি স্থানচ্যুত হয়।

২. জর্জ ম্যালরি (George Mallory):

জর্জ ম্যালরি ছিলেন একজন কিংবদন্তী ব্রিটিশ পর্বতারোহী। ১৯২৪ সালে সঙ্গী অ্যান্ড্রু আরভিনকে নিয়ে এভারেস্ট অভিযানে গিয়ে হারিয়ে যান তিনি। রহস্য ছিল একটাই—তারা কি চূড়ায় পৌঁছাতে পেরেছিলেন? পারলে তারাই হতেন প্রথম এভারেস্ট বিজয়ী, এডমন্ড হিলারি নন।

এর ঠিক ৭৫ বছর পর, ১৯৯৯ সালে, পর্বতারোহী কনরাড অ্যাঙ্কার ম্যালরির হিমায়িত মৃ/ত/দেহ খুঁজে পান। তীব্র ঠান্ডায় শরীর প্রায় অবিকৃত ছিল।

ম্যালরির শরীর পরীক্ষা করে দেখা যায়, তার একটি পা মারাত্মকভাবে ভাঙা ছিল এবং কোমরে দড়ির আঘাতের চিহ্ন ছিল, যা পতনের প্রমাণ দেয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ম্যালরির অক্ষত পা'টি তার ভাঙা পায়ের ওপর আড়াআড়ি করে রাখা ছিল। যা থেকে ধারণা করা হয়, তিনি পড়ার পরেও বেশ কিছুক্ষণ জীবিত এবং সচেতন ছিলেন। কিন্তু তার ক্যামেরাটি খুঁজে পাওয়া যায়নি, যা হয়তো পারত ৭৫ বছরের পুরোনো রহস্যের সমাধান করতে।

মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর প্রকৃতির নির্মমতার মধ্যে ব্যবধান কতটুকু। এভারেস্টের চূড়া ছোঁয়ার গৌরব যেমন আছে, তেমনি আছে মৃ/ত্যু/র হিমশীতল বাস্তবতা।


26/07/2025

কম্বোডিয়ার শান্তির ডাক, থাইল্যান্ডকে যুদ্ধবিরতির আহ্বান

22/07/2025
21/07/2025

২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের প্রাঙ্গণে বিধ্বস্ত হয়েছে।

উত্তরাঞ্চলের মানুষের প্রতীক্ষিত প্রকল্প—গাইবান্ধার হরিপুর-চিলমারী তিস্তা সেতু উদ্বোধনের অপেক্ষায়।
12/07/2025

উত্তরাঞ্চলের মানুষের প্রতীক্ষিত প্রকল্প—গাইবান্ধার হরিপুর-চিলমারী তিস্তা সেতু উদ্বোধনের অপেক্ষায়।

05/07/2025

শুধু পাকিস্তান নয়, তুরস্ক ও চীনও ছিল ভারতের প্রতিপক্ষ, দাবি উপ-সেনাপ্রধানের

বিদ্যুতের নতুন যুগ শুরু: এবার আর তারের দরকার নেই!জুন ২০২৫, নিউ মেক্সিকো—ডার্পা (DARPA) এক চমকপ্রদ রেকর্ড গড়েছে। তারা ৮০০...
02/07/2025

বিদ্যুতের নতুন যুগ শুরু: এবার আর তারের দরকার নেই!
জুন ২০২৫, নিউ মেক্সিকো—ডার্পা (DARPA) এক চমকপ্রদ রেকর্ড গড়েছে। তারা ৮০০ ওয়াট শক্তি ৫.৩ মাইল (৮.৬ কিমি) দূরত্বে লেজার প্রযুক্তি ব্যবহার করে পাঠিয়েছে। ৩০ সেকেন্ডের এই পরীক্ষায় ১ মেগাজুল-এর বেশি শক্তি পাঠানো হয়েছে, যা পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

এই সাফল্য প্রমাণ করে, দূরপাল্লার তারবিহীন বিদ্যুৎ প্রেরণ এখন বাস্তব। একটি শক্তিশালী লেজার এবং বিশেষ রিসিভার ব্যবহার করে, শূন্যে ভেসে থাকা ড্রোন, জ্বালানিবিহীন সামরিক ঘাঁটি, এমনকি দুর্গম অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে।

ভাবুন তো, যদি আপনার ফোন বা গাড়ি তার ছাড়া দূর থেকে চার্জ হতে পারে? বা দুর্যোগের সময় মুহূর্তে বিদ্যুৎ পাঠিয়ে দেওয়া যায় যেখানে কোন লাইনই নেই?

29/06/2025

অর্থ মন্ত্রণালয় সূত্র জানা গেছে, আন্দোলনকারী এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক না করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

চীনের হাতে ‘B-টু’ বো-ম-বার বিমানের গোপন নকশা! অভিযুক্ত ভারতীয় প্রকৌশলী  -2Secrets
27/06/2025

চীনের হাতে ‘B-টু’ বো-ম-বার বিমানের গোপন নকশা! অভিযুক্ত ভারতীয় প্রকৌশলী
-2Secrets

27/06/2025

বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ভারত: রণধীর জয়সওয়াল

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gaibandha Update-গাইবান্ধা আপডেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share