17/12/2022
বিজয় দিবসে বিএনপি’র বর্ণাঢ্য শোভাযাত্রা
ইস্পাত-কঠিন গণঐক্যের মাধ্যমে
দেশকে বাঁচানোর ডাক
———————————
বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫১তম বার্ষিকীতে শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২, বিকালে, রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি। রঙ-বেরঙের ব্যানার-ফ্যাষ্টুন আর লাল-সবুজ-হলুদ টুপি মাথায় দেয়া নেতা-কর্মীদের হাতে হাতে ছিলো লাল-সবুজের জাতীয় পতাকা। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল তিনটায় শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়ে ঘুরে আবার নয়া পল্টনে কার্যালয় সামনে এসে শেষ হয় মাগরিবের নামাজের আগেই।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করেছেন।
তিনি বলেন, ‘‘আপনারা সকলে জানেন যে সরকারের বাধা-বিপত্তি সত্বেও আমাদের ১০টি বিভাগী গণসমাবেশে সফলভাবে সমাপ্ত হয়েছে। এই সমাবেশগুলো জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সফল হয়েছে। আজকে যখন দেশের মানুষ এই সমাবেশগুলোর মাধ্যমে বার্তা দিয়েছে তাদেরকে মানুষ আর চায় না। তখন তারা কিংকর্তব্যবিমুঢ়, দিশেহারা হয়ে নানা রকমের কথা বলছে।”
‘‘আমাদের ১০টি গণসমাবেশে প্রমাণ করেছে, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। এই ১০টি সমাবেশের কোনো জায়গায় কোনো অরাজগতা, কোনো ভায়োলোলেন্স, কোনো বিশৃঙ্খলা হয় নাই। অথচ কালকে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা না কী বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সমাবেশ করি।”
ড. খন্দকার মোশাররফ বলেন, ‘‘এই সরকার আজকে তাদের যখন দেখছে- দিন শেষ। দেশে-বিদেশে মানুষকে প্রতারণা করার জন্য তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যাচার করছে।”
‘‘আপনারা দেখেছেন, এই সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে তারা এদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। তারা বলেন, আমরা না কী ভায়োলেন্স করতে চাই। ভায়োলেন্স যদি এদেশে করে থাকে তাহলে সেটা আওয়ামী লীগ করেছে।”
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘‘আমি গায়ের জোরের প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই, কালকে অনেক কথা আপনি বলেছেন। আপনার সব কথার জবাব আমরা দেবো না। শুধু মনে করিয়ে দিতে চাই, এই আওয়ামী লীগ স্বাধীনতার পরে যখন ক্ষমতায় ছিলো তারা এদেশে গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগসহ স