বিএনপি নিউজ BNP News 06

বিএনপি নিউজ BNP News 06 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিএনপি নিউজ BNP News 06, Media/News Company, Dhaka.

৩০ ডিসেম্বর, ২০২২ শুক্রবারফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তও্বাবধায়ক সরকারের...
30/12/2022

৩০ ডিসেম্বর, ২০২২ শুক্রবার
ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তও্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০দফা দাবীতে বিএনপি’র গণ-মিছিল এর পূর্বে নয়াপল্টনস্থ বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের জুমার নামাজ আদায়।

#বিএনপি #১০দফাদাবী #টেইকব্যাকবাংলাদেশ

বিজয় দিবসে বিএনপি’র বর্ণাঢ্য শোভাযাত্রাইস্পাত-কঠিন গণঐক্যের মাধ্যমে দেশকে বাঁচানোর ডাক ——————————— বাংলাদেশের মহান বিজয় ...
17/12/2022

বিজয় দিবসে বিএনপি’র বর্ণাঢ্য শোভাযাত্রা
ইস্পাত-কঠিন গণঐক্যের মাধ্যমে
দেশকে বাঁচানোর ডাক
———————————

বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫১তম বার্ষিকীতে শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২, বিকালে, রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি। রঙ-বেরঙের ব্যানার-ফ্যাষ্টুন আর লাল-সবুজ-হলুদ টুপি মাথায় দেয়া নেতা-কর্মীদের হাতে হাতে ছিলো লাল-সবুজের জাতীয় পতাকা। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল তিনটায় শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়ে ঘুরে আবার নয়া পল্টনে কার্যালয় সামনে এসে শেষ হয় মাগরিবের নামাজের আগেই।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করেছেন।

তিনি বলেন, ‘‘আপনারা সকলে জানেন যে সরকারের বাধা-বিপত্তি সত্বেও আমাদের ১০টি বিভাগী গণসমাবেশে সফলভাবে সমাপ্ত হয়েছে। এই সমাবেশগুলো জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সফল হয়েছে। আজকে যখন দেশের মানুষ এই সমাবেশগুলোর মাধ্যমে বার্তা দিয়েছে তাদেরকে মানুষ আর চায় না। তখন তারা কিংকর্তব্যবিমুঢ়, দিশেহারা হয়ে নানা রকমের কথা বলছে।”

‘‘আমাদের ১০টি গণসমাবেশে প্রমাণ করেছে, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। এই ১০টি সমাবেশের কোনো জায়গায় কোনো অরাজগতা, কোনো ভায়োলোলেন্স, কোনো বিশৃঙ্খলা হয় নাই। অথচ কালকে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা না কী বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সমাবেশ করি।”
ড. খন্দকার মোশাররফ বলেন, ‘‘এই সরকার আজকে তাদের যখন দেখছে- দিন শেষ। দেশে-বিদেশে মানুষকে প্রতারণা করার জন্য তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যাচার করছে।”

‘‘আপনারা দেখেছেন, এই সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে তারা এদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। তারা বলেন, আমরা না কী ভায়োলেন্স করতে চাই। ভায়োলেন্স যদি এদেশে করে থাকে তাহলে সেটা আওয়ামী লীগ করেছে।”

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘‘আমি গায়ের জোরের প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই, কালকে অনেক কথা আপনি বলেছেন। আপনার সব কথার জবাব আমরা দেবো না। শুধু মনে করিয়ে দিতে চাই, এই আওয়ামী লীগ স্বাধীনতার পরে যখন ক্ষমতায় ছিলো তারা এদেশে গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগসহ স

এটা কোন মিছিল বা জনসভা নয় এটি আজকের হাইকোর্টে বিএনপির কর্মিদের নামে গায়েবি মামলার জামিন নেয়ার অপেক্ষার মিছিল আর কতোকাল চ...
11/12/2022

এটা কোন মিছিল বা জনসভা নয় এটি আজকের হাইকোর্টে বিএনপির কর্মিদের নামে গায়েবি মামলার জামিন নেয়ার অপেক্ষার মিছিল আর কতোকাল চলবে।

ফেজ টা ফলো করে দাও
11/12/2022

ফেজ টা ফলো করে দাও

বিএনপির কলিজা গুলো কই ফেজ টা ফলো করে দাও
11/12/2022

বিএনপির কলিজা গুলো কই ফেজ টা ফলো করে দাও

মাফিয়া জননী ভোট চোর অবৈধ হাসু রানীর পতন সুনিশ্চিত করার জন্য ১০ দফা দাবি।
11/12/2022

মাফিয়া জননী ভোট চোর অবৈধ হাসু রানীর পতন সুনিশ্চিত করার জন্য ১০ দফা দাবি।

11/12/2022

পেজ টা ফলো করে দাও বিএনপির কলিজারা

আলহামদুলিল্লাহ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার জামিন পেয়েছেন...
11/12/2022

আলহামদুলিল্লাহ
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার জামিন পেয়েছেন...

09/12/2022

আগামীকাল গোলাপবাগ মাঠেই ফুটবে গণতন্ত্রের গোলাপ।

রাজনীতির আকাশে নতুন সূর্যদয় হবে। ইনশাআল্লাহ ✊

গ্রেফতার এড়িয়ে ঢাকায় আসুন বাড়িতে থাকলে গ্রেফতার হতে পারেন ঢাকায় আসলে দেশ মুক্তির মিছিলে যোগ দিতে পারেন দেশ নায়ক জন...
09/12/2022

গ্রেফতার এড়িয়ে ঢাকায় আসুন বাড়িতে থাকলে গ্রেফতার হতে পারেন ঢাকায় আসলে দেশ মুক্তির মিছিলে যোগ দিতে পারেন
দেশ নায়ক জনাব তারেক রহমান।
সমাবেশ পল্টনেই - ইনশাআল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাতে...
09/12/2022

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাতের আধারে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

দিনের আলোয় মিথ্যা সমঝোতার কথা বলে রাতের আঁধারে হানাদার আল বদরদের মতো আচরণ করা সরকারের এহেন কর্মকান্ডের জন্য তাদের ধিক্কার জানাচ্ছি।😢

গ্রেফতার হতে হতে শেষ কর্মী যে থাকবে,সেই নেতৃত্ব দিবে ১০ ডিসেম্বর গণসমাবেশের! #বিএনপি    #ঢাকা  #গণসমাবেশ  #১০ডিসেম্বর  #...
09/12/2022

গ্রেফতার হতে হতে শেষ কর্মী যে থাকবে,সেই নেতৃত্ব দিবে ১০ ডিসেম্বর গণসমাবেশের!

#বিএনপি #ঢাকা #গণসমাবেশ #১০ডিসেম্বর
#টেইকব্যাকবাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কিছু...
09/12/2022

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কিছুক্ষণ আগে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

দিনের আলোয় মিথ্যা সমঝোতার কথা বলে রাতের আঁধারে হানাদার আল বদরদের মতো আচরণ করা সরকারের এহেন কর্মকান্ডের জন্য তাদের ধিক্কার জানাচ্ছি।

চলো চলোঢাকা চলো১০ ডিসেম্বর ২০২২নয়াপল্টনে বিএনপির গণসমাবেশহঠাও হাসিনা, বাঁচাও দেশ, গর্জে উঠো বাংলাদেশ...
08/12/2022

চলো চলো
ঢাকা চলো

১০ ডিসেম্বর ২০২২
নয়াপল্টনে
বিএনপির গণসমাবেশ

হঠাও হাসিনা, বাঁচাও দেশ, গর্জে উঠো বাংলাদেশ...

আলহামদুলিল্লাহ আমান উল্লাহ আমান ভাই এবং আবদুল কাদের ভূইয়া জুয়েল ভাইর জামিন মঞ্জুর।।আমান ভাইর মুক্তি সমাবেশ সফল করার শক্ত...
08/12/2022

আলহামদুলিল্লাহ আমান উল্লাহ আমান ভাই এবং আবদুল কাদের ভূইয়া জুয়েল ভাইর জামিন মঞ্জুর।।
আমান ভাইর মুক্তি সমাবেশ সফল করার শক্তি।

বোমা চক্রান্ত উন্মোচিত  —  বুধবার, ডিসেম্বর ৭, ২০২২, অপরাহ্নে,   বিএনপি অফিসে রাখার জন্য বোমা বহন করে নিয়ে যাচ্ছে পুলিশ।...
08/12/2022

বোমা চক্রান্ত উন্মোচিত —

বুধবার, ডিসেম্বর ৭, ২০২২, অপরাহ্নে, বিএনপি অফিসে রাখার জন্য বোমা বহন করে নিয়ে যাচ্ছে পুলিশ। গণমাধ্যমে লাইভে সম্প্রচারিত ভিডিয়ো চিত্র থেকে দেখা যায়, একদল পুলিশ, যাদের মধ্যে একজনের হাতে সাদা ব্যাগ, বিএনপির কার্যালয়ে প্রবেশ করছেন। এই ব্যাগটি নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঐ পুলিশ দল রেখে নেমে আসে। লাইভে তখন শোনা যাচ্ছিল ‘বোমা বোমা বোমা’ বলে তারা নিচতলায় নেমে আসছে। পরে আবার রাতে এই ব্যাগটি নিচে এনে বোমা উদ্ধার হয়েছে বলে দাবি জানায় তারা!

অথচ দেশবাসী লাইভে তাদের নিজ চোখে দেখেছে পুরো ঘটনা। দেশবাসীর সামনে উন্মোচিত হয়ে পড়েছে ‘বোমা চক্রান্ত’।

08/12/2022
"আমরা বাংলাদেশের পুলিশের হয়রানি নিয়ে উদ্বিগ্ন, তারা যেভাবে বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতার করছে তা অত্যন্ত উদ্বেগজনক ।" -...
08/12/2022

"আমরা বাংলাদেশের পুলিশের হয়রানি নিয়ে উদ্বিগ্ন, তারা যেভাবে বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতার করছে তা অত্যন্ত উদ্বেগজনক ।"
-স্টেট ডিপার্টমেন্ট, আমেরিকা

Address

Dhaka
BNP

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিএনপি নিউজ BNP News 06 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share