DCP বাংলা TV

DCP বাংলা TV DCP বাংলা TV.স্বাধীন ভাষায় কথা বলে।সঠিক তথ্য দেন,সাথেই থাকুন।

29/10/2025

মণিরামপুরের জাল ছাড়া খালকান্দ এলাকায় মোটরসাইকেল /বাস - এ/ক্সি/ডে/ন্টে ১-নি/হ/ত-১ আ/হ/ত ...

27/10/2025

রাজারহাট তৈল পাম্পের পাশে (সেলিম হোসেন) নামে এক যুবক রোড এ/ক্সি/ডে ন্টে নি/হ/ত হয়েছে।
তার বাসা মণিরামপুরে।পিতা মুক্তার আলী মোল্লা।

27/10/2025

কেশবপুর বাসীর উদ্দেশ্যে হাতপাখার এমপি প্রার্থী গাজী শহিদুল ইসলাম যা বললেন।

যশোরের কেশবপুরে জাতীয় সংসদ নির্বাচনীয় প্রচারণায় হাতপাখার প্রার্থী।যশোর প্রতিনিধিঃআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক...
27/10/2025

যশোরের কেশবপুরে জাতীয় সংসদ নির্বাচনীয় প্রচারণায় হাতপাখার প্রার্থী।

যশোর প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের কেশবপুরে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করেছে ইসলামী আন্দোলনের মনোনীত হাতপখার প্রার্থী গাজী শহিদুল ইসলাম।

সোমবার সকালে যশোরের কেশবপুরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করে ইসলামী আন্দোলনের যশোর জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন মনোনীত হাতপখার প্রার্থী গাজী শহিদুল ইসলাম।।এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সহ সাধারণ সম্পাদক এইচ এম মহসিন, ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হালিম।যুব আন্দোলন জেলা সভাপতি মুফতী আবু জর বিন হাফিজ,
কেশবপুর উপজেলা সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি ডাঃ আব্দুল মান্নান, ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন, সহ-সভাপতি মুহাম্মাদ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাহমুদ। সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এসময় প্রার্থী বলেন,আমি নেতা হতে আসিনি জনগণের খাদেম হতে এসেছি।আমরা সকলে মিলে দুর্নীতি সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করতে চাই।

হারানো বিজ্ঞপ্তি  >>শেয়ার করুন 🙏বাক প্রতিবন্ধী,মোঃ শাহিনুর রহমান। নিম্নস্বাক্ষরকারী মোঃ তুরফান আলী (৫২), পিতা: শের আলী খ...
26/10/2025

হারানো বিজ্ঞপ্তি >>শেয়ার করুন 🙏

বাক প্রতিবন্ধী,মোঃ শাহিনুর রহমান।

নিম্নস্বাক্ষরকারী মোঃ তুরফান আলী (৫২), পিতা: শের আলী খাঁ, মাতা: সামেও, জাতীয় পরিচয় পত্র নং: ৮২৩২৯৭৩৯৪৪,ঠিকানা(স্থায়ী) - গ্রাম -খালিয়া, থানা-মনিরামপুর, জেলা-যশোর ও ঠিকানা (বর্তমান)-, খলিয়া, ৯-ঝাঁপা, মনিরামপুর, যশোর, খুলনা, মোবাইল নং-০১৭৯০২০৩৭৪৫।

এই মর্মে জানাইতেছি যে, আমার প্রতিবন্ধী ছেলে মোঃ শাহিনুর রহমান, গত ইং ২৫/১০/২০২৫ তারিখ, সকাল অনুমান ৮.০০ ঘটিকায় নিজ বসতবাড়ি হইতে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজি করিয়া তাহার কোন সন্ধান পাওয়া যায় নাই। বিধায় বিষয়টি ভবিষ্যতের জন্য সধারন ডাইরীভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন। নিখোঁজ ব্যক্তির বিবরণঃ- নামঃ- মোঃ শাহিনুর রহমান, পিতাঃ তুরফান আলী, ঠিকানাঃ- গ্রামঃ খালিয়া, ডাকঃ চন্ডিপুর, থানাঃ মনিরামপুর, জেলাঃ যশোর। বয়সঃ-৩০ শারীরিক বর্ননাঃ- উচ্চতা-৫.৪" পোশাক-পরিচ্ছদঃ- কালো দড়াটানা রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট পরিহিত ছিল। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন। অতএব, উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারন ডাইরীভূক্ত করিতে জনাবের মর্জি হয়।

জিডি ট্র্যাকিং নং: 2RTVUP
জিডি নং: ১২২৩
তারিখ: ২৬/১০/২০২৫

কেউ দেখে থাকলে প্লিজ
যোগাযোগ করুন মোঃ তুরফান আলী মোবাইল-০১৭৯০২০৩৭৪৫

24/10/2025

মণিরামপুরের গাংড়া গ্রামে হাডুডু খেলা ফইনাল ম্যাচ সরাসরি..
জয়পুর - দেবিদাসপুর।

24/10/2025

মণিরামপুরের গাংড়া গ্রামে হাডুডু খেলা সরাসরি..
দেবীদাসপুর / বসুন্দিয়া।

24/10/2025

মণিরামপুরের গাংড়া গ্রামে হাডুডু খেলা সরাসরি.. জয়পুর / নরেন্দ্রপুর।

24/10/2025

ঢাকুরিয়া vs বসুনিয়া হাডুডু সরাসরি

23/10/2025

মণিরামপুরের ঢাকুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ নির্বাচনী ফলাফল।
জামায়াতে ইসলামী মনোনীত প্যানেল বিজয়ী।

গণবিজ্ঞপ্তি,সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতাধীন যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া বাজ...
23/10/2025

গণবিজ্ঞপ্তি,

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতাধীন যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া বাজার এলাকা হতে পদ্মাবিলা পর্যন্ত রেল লেভেল ক্রসিং (Level Crossing) নির্মাণ কাজ চলমান থাকিবে।

কাজের সময়কাল:

২৩ অক্টোবর ২০২৫ ইং হতে ৩০ নভেম্বর ২০২৫ ইং পর্যন্ত।

এই সময়ে উক্ত এলাকায় সড়ক খনন, রেল ট্র্যাক স্থাপন এবং অ্যাসফল্ট সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

বিশেষ নির্দেশনা:

কাজের অংশ হিসেবে রাতে ১২:০০টা থেকে ভোর ৪:০০টার মধ্যে “ট্যাম্পিং (Tamping)" কাজ পরিচালিত হবে। প্রতি ৩/৪ দিন পর পর।

এই সময়ে প্রায় ২ ঘণ্টা সড়কপথ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এছাড়াও দিনের বেলায় রাস্তার অর্ধেক অংশে নির্মাণ কাজ চলমান থাকবে।

সকলের প্রতি অনুরোধ:

নির্ধারিত বিকল্প রাস্তা ব্যবহার করুন।

কাজ চলাকালীন এলাকায় ধীরে ও সতর্কতার সাথে চলাচল করুন।

প্রকল্প এলাকায় অযথা ভিড় করবেন না।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করুন।

আপনাদের সহযোগিতায় কাজটি দ্রুত, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

কর্তৃপক্ষ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (CREC)

23/10/2025

মণিরামপুরের ঢাকুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরাসরি...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DCP বাংলা TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DCP বাংলা TV:

Share