
16/08/2025
আল্লাহর অশেষ রহমতে “সদিচ্ছা ফাউন্ডেশন”-এর কার্যক্রম আজ থেকে শুরু হলো।
এই ফাউন্ডেশনের জন্ম শুধু একটি নাম নয়, বরং একটি স্বপ্ন—
অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, অভাবীদের পাশে দাঁড়ানো আর মানবতার হাত প্রসারিত করা।
আমরা বিশ্বাস করি,
এক মুঠো সদিচ্ছা অনেকের জীবনে এনে দিতে পারে আলো।
এক ফোঁটা ভালোবাসা বদলে দিতে পারে কারো অশ্রুসিক্ত জীবন।
আজকের এই সূচনায় আমরা প্রতিজ্ঞা করছি:
✨ দুঃখী মানুষের কান্না মুছে দেবো
✨ ক্ষুধার্তের মুখে খাবার পৌঁছে দেবো
✨ গৃহহীনকে ঘর দেবো
✨ অসহায়কে আশার আলো দেখাবো
প্রতিটি পদক্ষেপে আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের সবচেয়ে বড় শক্তি।
চলুন, সদিচ্ছাকে মূলধন করে একসাথে মানবতার দুনিয়া গড়ে তুলি। ❤️
#সদিচ্ছা_ফাউন্ডেশন
#মানবতার_পথচলা
#একটু_সদিচ্ছা_একটু_ভালোবাসা