R3BOT PLAYS

R3BOT PLAYS Its me Mr. Golem UwU

21/07/2023

খাবারের বিষয় ছোটবেলা থেকে এত সৌখিন আমি যে খাইতে খাইতে নিজের সুখ, শান্তি,খুশি, বিবেক-বুদ্ধি সব খায়া বসছি!!🙂

The power of 🍌
11/07/2023

The power of 🍌

আপনার ২৪ বছরের ক্যারিয়ারে আপনি প্রায় এক যুগ ধরে নাম্বার ওয়ানে রয়েছেন। আমার কথা হচ্ছে যেখানে আপনি একা,  নেই কোন প্রতিযোগ...
06/07/2023

আপনার ২৪ বছরের ক্যারিয়ারে আপনি প্রায় এক যুগ ধরে নাম্বার ওয়ানে রয়েছেন। আমার কথা হচ্ছে যেখানে আপনি একা, নেই কোন প্রতিযোগিতা সেখানে আপনি কালাচাঁদ থাকলেও নাম্বার ওয়ান বা ধলাচাঁদ থাকলেও সেও নাম্বার ওয়ান।

আপনি শত শত মুভি করেছেন, বছরে ১২ টা ১৩ টা করেও মুভি করেছেন তারপরেও সিনেমা হল সংখ্যা একের পর এক বন্ধ হয়েছে। অর্থাৎ আপনি মুভি করেছেন ঠিকই কিন্তু কোয়ালিটি মেনটেইন করতে পারেননি।

এখন অনেকেই প্রশ্ন করবে তাহলে তার ফ্যান ফলোয়ার কোথা থেকে আসলো? আমি বলবো এই দেশে হিরো আলমেরও ফ্যান রয়েছে। চোর সিদ্দিক রাও বড় আয়োজনে প্রধান অতিথি হয় এবং শত শত মানুষ তার পেচনে হাঁটে।

তিনি মুভি করে গিয়েছেন টোকাই, রিকশাচালকদের রুচির। যার ফলে নিন্মমানের দর্শক তার মুভি দেখলেও উচ্চমানের দর্শক তিনি সম্পূর্ণ হারায়। এখন আপনি বলবেন আমাদের টোকাই, রিকশাচালক দিয়েই সিনেমা হিট হয়, আর তারা কি মানুষ না?

হ্যা ভাই তারা মানুষ, কিন্তু তারা রুচির দিক দিয়ে ২০ বছর পিছিয়ে রয়েছে । তাদের এই ২০ বছর পিছানো রুচিকে প্রাধান্য দিতে গিয়ে ইন্ডাস্ট্রিকে ২০ বছর পিছালেন আপনি, হারালেন শিক্ষিত অডিয়েন্স।
যেমনঃ প্রিয়তমার বৃদ্ধ লুকটা দেখে শাকিব খানের বস্তি ফ্যানদের রিয়েকশন দেখে মনে হচ্ছে,, না খেয়ে পাইছে ধন, বাপ পুতে মিলে শুরু করলো কির্তন। অর্থাৎ এদের কাছে এই লুকটাই আকাশচুম্বী মনে হচ্ছে। অথচ যারা বিভিন্ন ইন্ডাস্ট্রির মুভি সম্পর্কে নূন্যতম জ্ঞান রাখে তাদের কাছে এই লুক কিছুই না। "চিয়ন বিক্রমদের এক যুগ আগের ভিন্ন লুক দেখলে তো ওরা প্যান্টে হিসু করে দিত।

সময় মতো যদি শিকারী বা নবাবের মতো কোয়ালিটিতে আরো আগেই ফিরতো তাহলে স্মার্ট অডিয়েন্সকে হারাতে হতো না। এতে স্মার্ট অডিয়েন্স ও আবাল অডিয়েন্স সবাই হাতের মুটোতে থাকতো।

তাহলে অন্ততঃ উপজেলা পর্যায়ে সিনেমা হল বন্ধ হয়ে গেলেও জেলারগুলি বন্ধ হতো না।

� ছোট পর্দার একজন হিরো আফরান নিশো, তিনি তার প্রথম মুভি নিয়ে আসলো আর এদিকে বাংলার একমাত্র সুপারস্টারের সাথে ক্লাশ হলো যিনি কিনা শত শত সিনেমা করেছেন। ২৭ টা সিনেমা হল নিয়ে ৯০% মাল্টিপ্লেক্স দখলে রেখেছে। আর এতেই সাকিব খানের ফ্যানদের হাওয়া বেরিয়ে গিয়েছে। তারা শো শেষ হওয়ার পূর্বে সিনেমা হলের সামনে জোরা হওয়া ৪০-৫০ জন দর্শক জমা হওয়ার ছবি তুলে ফেসবুকে আপলোড করে বেড়াচ্ছে । দু টাকার টিকিটের সাথে ৫ টাকার টিকিটের তুলনা দিয়ে বেড়াচ্ছে।

Collected

এখন থেকে আমরাও গর্বের সাথে বলতে পারবো আমাদের এলিসন, মার্টিনেজের মতো একজন বাজপাখি রয়েছে ❤One man army Zico 🔥
04/07/2023

এখন থেকে আমরাও গর্বের সাথে বলতে পারবো আমাদের এলিসন, মার্টিনেজের মতো একজন বাজপাখি রয়েছে ❤

One man army Zico 🔥

03/07/2023

My captain is bigger than your Martinez ! ❤️🇧🇩

Stand with

07/06/2023

কপালের ঘাম মুছিনা, যদি মুছতে গেলে কপাল থেকে তুমিও মুছে যাও!🙂

08/04/2023

যে মানুষ তোমায় চায়নি তাকে চাইতে গিয়ে তুমি নিজেকে হারাও কেনো বারবার.?🌸

নিয়ে নিন ঈদ অফার
04/04/2023

নিয়ে নিন ঈদ অফার

29/03/2023

ভাবি গেছে স্যান্ডেল কিনতে😶

দোকানে ঢুকা মাত্রই দোকানদার তাকে বসিয়ে প্রথমে তার পা দুটো ভালো করে স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করলো।

তারপর সাবান দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে দিলো।

এরপর একজোড়া স্যান্ডেল পায়ে পরিয়ে দিলো। ভাবির স্যান্ডেলজোড়া খুবই পছন্দ হলো, চুপচাপ পেমেন্ট দিয়ে যাবার সময় দোকানদার জিজ্ঞেস করলো- ভাবি আর কিছু লাগবে?

ভাবিঃ ইচ্ছে তো ছিলো ছোট একটা পোশাক কেনার কিন্তু আপনার সেবা দেখে আর সাহস হচ্ছে না🤣

24/03/2023

প্রেম করেন ভালো কথা...
বিয়ে করবেন আরো ভালো কথা...

কিন্তু কখনো একে অপরের পারসোনাল বিষয়ে কথা বলবেন না তাহলেই ভালোবাসা সুন্দর 🖤

কখনো একে অপরের স্বাধীনতা হরনের চেষ্টা করবেন না তাহলেই ভালোবাসা সুন্দর 🖤

জতো নিজের সীমার মধ্যে থাকবেন তখনই ভালোবাসা সুন্দর 🖤

🖤🖤

22/03/2023

গত রমজানে বেগুনের বিকল্প হিসেবে কুমড়া ছিলো,এবার নিশ্চয়ই মুরগীর বিকল্প কিছু আসবে।

21/02/2023

IELTS তোমাদের হেডা'র ভিত্রে ভরে দেবো With সালাম, রফিক, বরকত, জব্বার & 69 others.

07/02/2023

রেজাল্টের জন্য ভাইয়াদের শুভকামনা আর মেয়েদের আইলাভিউ।

07/02/2023

- কারো gf এবং bf লাগলে ইনবক্স🤧🥳

07/02/2023

First tumake Rose dibe, then tumake roj dibe...

চারু গেছিলো কলা খাইতে😑
04/02/2023

চারু গেছিলো কলা খাইতে😑

ঠাপাননননননননননন😂
02/02/2023

ঠাপাননননননননননন😂

Everything makes sense now
02/02/2023

Everything makes sense now

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when R3BOT PLAYS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share