06/07/2023
আপনার ২৪ বছরের ক্যারিয়ারে আপনি প্রায় এক যুগ ধরে নাম্বার ওয়ানে রয়েছেন। আমার কথা হচ্ছে যেখানে আপনি একা, নেই কোন প্রতিযোগিতা সেখানে আপনি কালাচাঁদ থাকলেও নাম্বার ওয়ান বা ধলাচাঁদ থাকলেও সেও নাম্বার ওয়ান।
আপনি শত শত মুভি করেছেন, বছরে ১২ টা ১৩ টা করেও মুভি করেছেন তারপরেও সিনেমা হল সংখ্যা একের পর এক বন্ধ হয়েছে। অর্থাৎ আপনি মুভি করেছেন ঠিকই কিন্তু কোয়ালিটি মেনটেইন করতে পারেননি।
এখন অনেকেই প্রশ্ন করবে তাহলে তার ফ্যান ফলোয়ার কোথা থেকে আসলো? আমি বলবো এই দেশে হিরো আলমেরও ফ্যান রয়েছে। চোর সিদ্দিক রাও বড় আয়োজনে প্রধান অতিথি হয় এবং শত শত মানুষ তার পেচনে হাঁটে।
তিনি মুভি করে গিয়েছেন টোকাই, রিকশাচালকদের রুচির। যার ফলে নিন্মমানের দর্শক তার মুভি দেখলেও উচ্চমানের দর্শক তিনি সম্পূর্ণ হারায়। এখন আপনি বলবেন আমাদের টোকাই, রিকশাচালক দিয়েই সিনেমা হিট হয়, আর তারা কি মানুষ না?
হ্যা ভাই তারা মানুষ, কিন্তু তারা রুচির দিক দিয়ে ২০ বছর পিছিয়ে রয়েছে । তাদের এই ২০ বছর পিছানো রুচিকে প্রাধান্য দিতে গিয়ে ইন্ডাস্ট্রিকে ২০ বছর পিছালেন আপনি, হারালেন শিক্ষিত অডিয়েন্স।
যেমনঃ প্রিয়তমার বৃদ্ধ লুকটা দেখে শাকিব খানের বস্তি ফ্যানদের রিয়েকশন দেখে মনে হচ্ছে,, না খেয়ে পাইছে ধন, বাপ পুতে মিলে শুরু করলো কির্তন। অর্থাৎ এদের কাছে এই লুকটাই আকাশচুম্বী মনে হচ্ছে। অথচ যারা বিভিন্ন ইন্ডাস্ট্রির মুভি সম্পর্কে নূন্যতম জ্ঞান রাখে তাদের কাছে এই লুক কিছুই না। "চিয়ন বিক্রমদের এক যুগ আগের ভিন্ন লুক দেখলে তো ওরা প্যান্টে হিসু করে দিত।
সময় মতো যদি শিকারী বা নবাবের মতো কোয়ালিটিতে আরো আগেই ফিরতো তাহলে স্মার্ট অডিয়েন্সকে হারাতে হতো না। এতে স্মার্ট অডিয়েন্স ও আবাল অডিয়েন্স সবাই হাতের মুটোতে থাকতো।
তাহলে অন্ততঃ উপজেলা পর্যায়ে সিনেমা হল বন্ধ হয়ে গেলেও জেলারগুলি বন্ধ হতো না।
� ছোট পর্দার একজন হিরো আফরান নিশো, তিনি তার প্রথম মুভি নিয়ে আসলো আর এদিকে বাংলার একমাত্র সুপারস্টারের সাথে ক্লাশ হলো যিনি কিনা শত শত সিনেমা করেছেন। ২৭ টা সিনেমা হল নিয়ে ৯০% মাল্টিপ্লেক্স দখলে রেখেছে। আর এতেই সাকিব খানের ফ্যানদের হাওয়া বেরিয়ে গিয়েছে। তারা শো শেষ হওয়ার পূর্বে সিনেমা হলের সামনে জোরা হওয়া ৪০-৫০ জন দর্শক জমা হওয়ার ছবি তুলে ফেসবুকে আপলোড করে বেড়াচ্ছে । দু টাকার টিকিটের সাথে ৫ টাকার টিকিটের তুলনা দিয়ে বেড়াচ্ছে।
Collected