27/08/2025
প্রিয় পাঠক, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল বুশরা প্রকাশনী হতে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বইগুলো মহান আল্লাহ পাক এবং উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রহমতে প্রকাশিত হয়েছে
সেগুলো হচ্ছে,
📗দীদারে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
📗হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহির জীবনী কারামত ও নছীহত
📗সর্বশ্রেষ্ঠ নিয়ামত
📗শারঈ কষ্টিপাথরে মিলাদ ও কিয়াম
📗দীদারে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যে বইটিতে রয়েছে যুগে যুগে নবীর হাজারো আশিকগণের নবী করিম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীদার মুবারক লাভের বাস্তব ঘটনা।
দীদারে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বইটি পড়ে অনেকে হয়তোবা চোখের পানি ধরে রাখতে পারবেন না, কেউ কেউ প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহব্বতে আরও বেশী গরক হয়ে যাবেন। কেউবা এমন একটি বইয়ের অপেক্ষা করছিলেন যুগ যুগ ধরে। কারোবা বইটি পেয়ে অনেক আনন্দ লাগবে। আবার কারো অনেক দিনের মনের আশা পূর্ণ হবে। বইটি হাজারও মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বইটি একটি জ্বলন্ত প্রদীপ। যা আশেকে রসূলদের দিলে ইশকের আলো প্রজ্বলিত করবে। বইটি পড়ে অনেকে প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ফানা বাকা হবেন এবং দীদার মুবারক লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হবে ইনশাআল্লাহ। বইটিতে প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীদার মুবারক লাভ করেছেন এমন বিখ্যাত অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুফী, দরবেশ, আউলিয়ায়ে কেরাম রহমতুল্লাহি আলাইহিমগণের বাস্তব ঘটনা রয়েছে। আর সেজন্য সকল নবীপ্রেমিকদের জন্য বইটি হাত ছাড়া করা উচিত হবে না।
📗বিশিষ্ট তাবেয়ী হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহির জীবনী কারামত ও উপদেশাবলী।
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি ছিলেন একেবারে
প্রথম সারির তাবেয়ী, যিনি উম্মুল মুমিনিনদের কোলে পালিত হয়েছেন,
বড় বড় সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুমদের থেকে ইলম শিক্ষা করেছেন,
সত্তরজন বদরিসাহাবির সাক্ষাৎ পেয়েছেন। বস্তুত, হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি বর্ণাঢ্য জীবনীতে রয়েছে
আখিরাতের জন্য প্রচুর খোরাক। উনার ইলম, আমল, আখলাক,
সাধনা, নছিহত-সহ অনেক কিছুই পরবর্তী মানুষের জন্য বেশ উপকারী
ও অনুপ্রেরণাদায়ী।
📗📗 বই দুটো
১) দীদারে রসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
৩) হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহির জীবনী কারামত ও নছীজত
আজই অর্ডার করুন ।
ইনবক্সে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে রাখুন ।
সরাসরি নিতে : ৬ প্যারীদাস রোড বাংলাবাজার ঢাকা -১১০০
ফেসবুক পেজ : https://www.facebook.com/profile.php?id=100063860952926
আমাদের প্রকাশনীর আরও দুটো বই রয়েছে
১. সর্বশ্রেষ্ট নিয়ামত
২. শারঈ কষ্টিপাথরে মিলাদ ও কিয়াম ।