oporahd protidin

oporahd protidin News
(1)

পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাআন্তর্জাতিক ডেস্ক:সৌদি আরবের আরাফায় পবিত্র হজ পালিত হবে আজ। এ বছর হিজরি ১৪৪৬ ...
05/06/2025

পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের আরাফায় পবিত্র হজ পালিত হবে আজ। এ বছর হিজরি ১৪৪৬ সনের হজ পালিত হচ্ছে। হাজিরা আজ সূর্যাস্ত পর্যন্ত মিনায় অবস্থান করবেন। সন্ধ্যায় রওয়ানা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে রাত যাপন করবেন এবং সেখান থেকে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করবেন।
আজ বৃহস্পতিবার (৯ জিলহজ) ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হজযাত্রীরা হজের প্রধান রোকন—আরাফায় অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর আগে তারা মিনায় রাত কাটিয়েছেন, মিনায় অবস্থানের মাধ্যমেই শুরু হয়েছিল হজের আনুষ্ঠানিকতা।
আরাফার ময়দান মিনা থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। হজযাত্রীরা এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন, এরপর তারা প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত মুজদালিফার উদ্দেশে রওনা হবেন।
হজযাত্রীরা আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে প্রদত্ত হজের খুতবা শুনবেন। সেখানে তারা জোহর ও আসর একসঙ্গে পড়বেন।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ১৫ লাখ হজযাত্রী বিদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন।
সৌদি কর্তৃপক্ষ সম্ভাব্য তাপপ্রবাহ মোকাবিলায় ২ লাখ ৫০ হাজারের বেশি কর্মী নিয়োজিত করেছে এবং ৪০টিরও বেশি সরকারি সংস্থার মধ্যে সমন্বয় করেছে বলে জানিয়েছেন দেশটির হজমন্ত্রী তৌফিক রাবিয়া।
এই ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে—৫০ হাজার বর্গমিটার অতিরিক্ত ছায়াযুক্ত জায়গা তৈরি, হাজার হাজার চিকিৎসা কর্মীর মোতায়েন এবং ৪০০টির বেশি শীতলীকরণ ইউনিটের ব্যবস্থা।
আনাদোলু বার্তার সংস্থার তথ্য অনুযায়ী, গত হিজরি বছর (১৪৪৫ হিজরি / ২০২৪ খ্রিষ্টাব্দে) হজযাত্রীর সংখ্যা ছিল ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। এর মধ্যে ২ লাখ ২১ হাজার ৮৫৪ জন ছিলেন সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রী। হজমন্ত্রী জানান, ওই বছর হজে অংশ নিয়েছিলেন বিশ্বের ২০০টিরও বেশি দেশের মানুষ।
এ বছর ১২ বছরের নিচের শিশুদের হজে অংশ নিতে নিষেধ করা হয়েছে এবং যেসব হজযাত্রী অনুমতিপত্র ছাড়া হজ পালনের চেষ্টা করবেন, তাদেরকে ৫ হাজার ডলার (৩,৬৮৫ পাউন্ড) জরিমানা ও ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আজকের খেলা অপরাধ প্রতিদিন ডেস্ক:ফুটবলউয়েফা নেশন্স লিগসেমিফাইনালস্পেন-ফ্রান্সরাত ১টা, সনি টেন ৫টেনিসফ্রেঞ্চ ওপেননারী একক ...
05/06/2025

আজকের খেলা

অপরাধ প্রতিদিন ডেস্ক:

ফুটবল

উয়েফা নেশন্স লিগ

সেমিফাইনাল

স্পেন-ফ্রান্স

রাত ১টা, সনি টেন ৫

টেনিস

ফ্রেঞ্চ ওপেন

নারী একক সেমিফাইনাল

বিকাল ৩টা, সনি টেন ১

ঈদে বেশি দামে বিক্রি করতে আলুর হিমাগারে দই-মিষ্টি, মধ্যরাতে অভিযানঅপরাধ প্রতিদিন ডেস্ক:রংপুর মহানগরীর একটি আলুর হিমাগারে...
05/06/2025

ঈদে বেশি দামে বিক্রি করতে আলুর হিমাগারে দই-মিষ্টি, মধ্যরাতে অভিযান

অপরাধ প্রতিদিন ডেস্ক:
রংপুর মহানগরীর একটি আলুর হিমাগারে অবৈধভাবে প্রায় ৭ হাজার কেজি দই ও মিষ্টি মজুদের অপরাধে হিমাগার মালিক ও মজুদকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ময়নাকুটি কোল্ড স্টোরেজে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও সেনাবাহিনী।
এসময় মজুদ রাখা দই, মিষ্টি নষ্ট করার পাশাপাশি আলুর হিমাগারে খাদ্যদ্রব্য রাখার দায়ে হিমাগার মালিককে এক লাখ ও মজুদকারী প্রতিষ্ঠান পুষ্টিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সেনাবাহিনী ও জেলা ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, আগামী ঈদকে সামনে রেখে রংপুর নগরীর পশুরাম এলাকার ময়না কুটি কোল্ড ষ্টোরেজে ৬ হাজার ৭৮০ কেজি দই, রসমালাইসহ বিভিন্ন পদের মিষ্টি মজুদ করে রেখেছিল রংপুরের খ্যাতনামা মিষ্টান্ন জাতীয় খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুষ্টি।
ঈদে দই, মিষ্টির চাহিদা বেড়ে যাওয়ায় লম্বা সময় ধরে এসব মিষ্টি আর দই মজুদ করে আসছিল প্রতিষ্ঠানটি। ঈদে ক্রেতাদের কাছে যা বিক্রি করা হতো চড়া দামে। তবে দীর্ঘদিন কোল্ড স্টোরেজে থাকায় এসব মিষ্টি আর দই খেলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যেত অনেকাংশে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালায় সেনাবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় মজুদ করা সমস্ত দই, মিষ্টিকে মাটিতে পুতে ফেলা হয়।
পুষ্টি'র পরিচালক মনিরুজ্জামান মিঠু বলেন, আগামী ঈদকে সামনে রেখে আমরা এই দই ও মিষ্টি গুলো মজুদ করেছি, যা আমাদের করাটা ঠিক হয়নি।
কতদিন আগে এগুলো মজুদ করা হয়েছে সেনা কর্মকর্তার এমন প্রশ্নে তিনি বলেন, গত মে মাসের ১২ তারিখে সবশেষ মজুদ করা হয়েছে। যা স্বাস্থ্যসম্মত না। আমাদের রাখাটা ঠিক হয়নি। এসময় ভবিষ্যতে আর এরকম হবেনা বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টাঅপরাধ প্রতিদিন ডেস্ক:দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বা...
05/06/2025

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

অপরাধ প্রতিদিন ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি জে-মিউংকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ জুন) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, লি জে-মিউং-এর বিজয় কোরিয়ার জনগণের তার প্রতি আস্থা ও ভিশনের প্রতি গভীর বিশ্বাসের প্রতিফলন। বার্তায় ড. ইউনূস বলেন, আপনার এই বিজয় শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার পথে কোরিয়াকে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বহু বছর ধরে পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব এবং অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে সুদৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রয়েছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এবং অন্যতম প্রধান বিদেশি বিনিয়োগকারী হিসেবে কাজ করছে।
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, প্রেসিডেন্ট লি’র নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা উভয় দেশের জনগণের কল্যাণে ভূমিকা রাখবে।
বার্তায় ড. ইউনূস লি জে-মিউং-এর সঙ্গে তাঁর দীর্ঘ পরিচয়ের কথা স্মরণ করেন। বিশেষভাবে তিনি উল্লেখ করেন, কোরিয়ায় “জুবিলি ব্যাংক” প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট লি’র উদ্যোগের কথা, যা দেশের নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
ড. ইউনূস বলেন, একজন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ আন্দোলনের প্রবক্তা হিসেবে তিনি ভবিষ্যতে দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
বার্তার শেষে তিনি লি জে-মিউং-এর সুস্বাস্থ্য, সুখ এবং কোরিয়ার জনগণের দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

লন্ডন চলে যাচ্ছেন ডা. জুবাইদা রহমানঅপরাধ প্রতিদিন ডেস্ক:বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও জিয়াউর ...
05/06/2025

লন্ডন চলে যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

অপরাধ প্রতিদিন ডেস্ক:
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান লন্ডনে ফিরে যাচ্ছেন। সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।
বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে জুবাইদা রহমান ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, কখন যাচ্ছেন এখনও সময়টা জানতে পারিনি। জেনে অবশ্যই অবহিত করব।

যানজট নিয়ন্ত্রণে যমুনা সেতুর পশ্চিমপাড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহলঅপরাধ প্রতিদিন ডেস্ক:ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নির্বি...
05/06/2025

যানজট নিয়ন্ত্রণে যমুনা সেতুর পশ্চিমপাড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল

অপরাধ প্রতিদিন ডেস্ক:
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড়ে বুধবার (৪ জুন) রাত থেকে শুরু হয়েছে সেনাবাহিনী ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশের যৌথ টহল কার্যক্রম।
পথে যানজট, চুরি, ছিনতাই কিংবা ডাকাতির মতো যেকোনো অপরাধ ঠেকাতে রাতভর মহাসড়কে টহল দিচ্ছে যৌথবাহিনী। টহলের আওতায় মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়, সেতুর উভয়পাড় ও ব্যস্ত রুটগুলোতে চলছে তৎপরতা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঈদের সময়ে সাধারণত ঘরমুখো মানুষের চাপ বেশি থাকে। তাই আগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে আমরা কাজ করছি, যাতে কোথাও কোনো যানজট বা নিরাপত্তা বিঘ্ন না ঘটে।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন জানিয়েছে, গত রমজানের ঈদের দিনগুলোতেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে টহল অভিযান চলমান থাকবে।

প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, ঈদের জামাত সকাল ৯টায় অপরাধ প্রতিদিন ডেস্ক:কিশোরগঞ্জের প্রায় দুই শ বছরের ঐতিহ্যবাহী শোল...
04/06/2025

প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, ঈদের জামাত সকাল ৯টায়

অপরাধ প্রতিদিন ডেস্ক:
কিশোরগঞ্জের প্রায় দুই শ বছরের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯৮তম ঈদুল আজহার জামাত। দেশের অন্যতম বৃহত্তম এই ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাতের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারো নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শোলাকিয়ায় ঈদের জামাত আয়োজন করা হয়েছে। জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ৯টায়।
এ ঈদগাহে ইমামতি করবেন আওয়ামী সরকারের আমলে ইমামতি হারানো ইমাম কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।
জানা যায়, ঐতিহাসিক এ মাঠে আশেপাশের জেলা থেকে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। ঈদ জামাতকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। প্রতি বছর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদ জামাতের জন্য নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। এবারও এর ব্যতিক্রম হয়নি। সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। দেশের ঐতিহ্যবাহী সবচেয়ে পুরোনো এই মাঠে একটি মাত্র জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। বংশ পরম্পরায় এ মাঠে নামাজ পড়েন মুসল্লিরা।
শোলাকিয়া মাঠের রেওয়াজ অনুযায়ী, ঈদের জামাত শুরুর আগে শটগানের ছয়টি ফাঁকা গুলি ছোড়া হবে। জামাত শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি এবং ১ মিনিট আগে ১টি গুলি ছুড়ে নামাজের জন্য মুসল্লিদের সংকেত দেওয়া হবে।
বুধবার (৪ জুন) সকালে শোলাকিয়া মাঠে পরিদর্শনে শেষে ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
জেলা প্রশাসকের পরে আইন-শৃঙ্খলা নিয়ে ব্রিফ করেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোহা. কাজেম উদ্দীন ও র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. আশরাফুল কবির।
ঢাকা রেঞ্জের পুলিশ সুপার মোহা. কাজেম উদ্দীন বলেন, ঈদের জামাতকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তা পর্যবেক্ষণ করতে ওয়াচ টাওয়ার ছাড়াও সাদা পোশাকে থাকবে পুলিশ। আমরা নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি।

ঈদ বোনাস দিল ৯৬ ভাগ গার্মেন্টস, তিন দফায় মিলছে ছুটি  অপরাধ প্রতিদিন ডেস্ক:তৈরি পোশাকখাতের কারখানার সংখ্যা দুই হাজার ৯২টি...
04/06/2025

ঈদ বোনাস দিল ৯৬ ভাগ গার্মেন্টস, তিন দফায় মিলছে ছুটি

অপরাধ প্রতিদিন ডেস্ক:
তৈরি পোশাকখাতের কারখানার সংখ্যা দুই হাজার ৯২টি। এর মধ্যে ঈদ বোনাস পরিশোধ করেছে দুই হাজার ৮টি কারখানা, যা মোট কারখানার প্রায় ৯৬ ভাগ।
সে হিসেবে এখনো ৮৪টি কারখানার ঈদ বোনাস দিতে বাকি রয়েছে।
বুধবার (৪ জুন) এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমই) বিজিএমইএ-এর দায়িত্বশীল সূত্র।
তথ্য মতে, ঢাকা অঞ্চলে বেতন পরিশোধ করেছে ১৭০১টি এবং চট্টগ্রাম অঞ্চলের পরিশোধ করেছ ৩০৭টি কারখানা। এসব কারখানার ৩১ মে-এর মধ্যে ঈদ বোনাস পরিশোধ করার কথা ছিল।
বাকি কারখানাগুলোর ঈদ বোনাস পরিশোধ প্রক্রিয়াধীন রয়েছে।
একই সময়ে মে মাসের বেতন পরিশোধ করেছে এক হাজার ২১৮টি কারখানা।
আর এখনো ১২টি কারখানা এপ্রিল মাসের বেশিই পরিশোধ করতে পারেনি।
তিনদিন পর্যায়ক্রমে ছুটি হচ্ছে তৈরি পোশাক কারখানা-
প্রতিবারের মতো এবারও একসঙ্গে সব কারখানা ছুটি হবে না। একসঙ্গে সব কারখানা ছুটি হলে সড়কে বাড়তি চাপ তৈরি হবে। এ কারণে পর্যায়ক্রমে তিনদিনে এসব কারখানা ছুটি হবে।
জানা গেছে, ৪ জুন ৮৬৭টি কারখানা ছুটি হয়েছে। এরমধ্যে ঢাকা অঞ্চলের ৭৭০টি এবং চট্টগ্রাম অঞ্চলের ৯৭টি কারখানা ছুটি হয়েছে। আগামীকাল ৫ জুন ছুটি হবে ১০৯৮টি কারখানা। এরমধ্যে ঢাকার রয়েছে ৯০০টি এবং চট্টগ্রামের ১৯৮টি এবং সর্বশেষ ৬ জুন ১২৭টি কারখানা ছুটি হবে। এর মধ্যে ঢাকার রয়েছে ৮০টি কারখানা এবং চট্টগ্রামের রয়েছে ৪৭টি।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমানঅপরাধ প্রতিদিন ডেস্ক:ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছ...
04/06/2025

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

অপরাধ প্রতিদিন ডেস্ক:
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (০৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তারেক রহমান বিজ্ঞপ্তিতে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক।
তিনি বলেন, ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। পবিত্র গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা। বিশ্ববাসী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা।
তারেক রহমান বলেন, দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ। দেশের জনগণ দেড় দশক ধরে ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে। গত বছর ৫ আগস্টে ফ্যাসিবাদী চক্রের পতনের পর দেশে কিছুটা স্বস্তির পরিবেশে এবার মানুষ ঈদুল আজহা উদযাপন করবে। ফ্যাসিবাদী আমলে তাবেদার অপশক্তির অবৈধ ক্ষমতা লোভের কারণে রাষ্ট্র ও সমাজে নীতি, নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটে। এখন সকলে মিলে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি, সম্প্রীতি, উন্নত নৈতিকতা ও পাহাড়সম বৈষম্য দূরীভূত করতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে সর্বত্র। যেন বেপরোয়া লুটপাট, দুর্নীতি ও টাকা পাচারের মতো ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়।
তিনি বলেন, ত্যাগের উৎসব হলো ঈদুল আজহা। ঈদুল আজহার উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানী। পশু কুরবানি হলো চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম। ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষার ঐতিহ্যের ধারা বেয়েই কোরবানি মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে।

যানজট নিরসনে মহাসড়কে কাজ করছে ৪ হাজার পুলিশ সদস্যঅপরাধ প্রতিদিন ডেস্ক:যানজট নিরসনে ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে ৪ হাজার পুল...
04/06/2025

যানজট নিরসনে মহাসড়কে কাজ করছে ৪ হাজার পুলিশ সদস্য

অপরাধ প্রতিদিন ডেস্ক:
যানজট নিরসনে ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে ৪ হাজার পুলিশ সদস্য কাজ করছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (এআইজি) দেলোয়ার হোসেন মিঞা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরাও কাজ করছে। মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করণ এবং মহাসড়ক যানজট মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। বুধবার (৪ জুন) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রেস ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, বৃষ্টির কারণে ঈদ যাত্রা কিছুটা বিঘ্ন হলেও এবারও ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। এছাড়াও মহাসড়কে ৬৭টি স্থানে খানাখন্দ এবং ২৮৫টি দুর্ঘটনা প্রবল এলাকা রয়েছে। দুর্ঘটনা প্রবল এলাকায় যাত্রী ও চালকদের সতর্কতার সাথে চলাচল করতে আহ্বান জানান।
অতিরিক্ত আইজিপি বলেন বৃহস্পতিবার (৫ জুন) হ্যালো এইচপি একটি অ্যাপস উদ্বোধন করা হবে। অ্যাপসর মধ্যে ভাড়ার একটি চার্ট দেওয়া আছে। কেউ বাড়তি ভাড়া চাইলে যাত্রীরা সহজে অ্যাপসের মাধ্যমে সারা বাংলাদেশের যেকোন সড়কের ভাড়া সমন্ধে জানতে পারবে। বাস মালিক সমিতির সঙ্গে আমাদের কথা হয়েছে তারা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেবেন না বলে পুলিশকে আশ্বস্ত করেছেন। এসময় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাজীপুরে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানা রয়েছে। এর মধ্যে এক হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় লাখ লাখ কর্মী কাজ করেন। বৃহস্পতিবার (৫ জুন) থেকে ওইসব প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হবে। কারখানা ছুটি না হলেও ভির ও যানজট এড়াতে অনেকেই তাদের পরিবার ও স্বজনদেরকে বৃহস্পতিবার সকাল থেকেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, ভোগড়া বাইপাস মোড়, চান্দনা চৌরাস্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যাত্রীদের ভিড় দেখা গেলেও কোথাও যানজট সৃষ্টি হতে দেখা যায়নি।
এদিকে, ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছে। যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও এ দুই মহাসড়কে যানজট নেই। স্বস্তি নিয়েই বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ।

ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করা হবে: ডিএনসিসি প্রশাসকঅপরাধ প্রতিদিন ডেস্ক:আসন্ন কোরবানি ঈদে দিনের বর্জ্য দিনের ...
04/06/2025

ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করা হবে: ডিএনসিসি প্রশাসক

অপরাধ প্রতিদিন ডেস্ক:
আসন্ন কোরবানি ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কোরবানির বর্জ্য অপসারণের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন।এবার ঈদে প্রায় ২০০০০ টন বর্জ্য তৈরী হবে। এ বর্জ্য দ্রুততার সাথে অপসারণ করার জন্য সিটি কর্পোরেশনের প্রায় ১০০০০ কর্মী ৩ দিনব্যাপী নিয়োজিত থাকবে বলে প্রশাসক জানান।এবার ঈদে বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪ টি ডাম্প ট্রাক ৩৮১ টি পিকাপ ২৪ টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। বর্জ্য সঠিক ব্যবস্থাপনার জন্য ১২লক্ষ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং চার হাজার ক্যান স্যাভলন বিতরন করা হয়েছে।
এছাড়া আমিন বাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ডাম্পিং এর জন্য আলাদা প্লাটফর্ম রেডি রাখা হয়েছে এবং পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২ টি পরিখা খনন করা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং এর জন্য ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে। প্রথমে কোরবানির বর্জ্য সংগ্রহ করে এসটিএসে আনা হবে এবং এসটিএস থেকে থেকে বর্জ্য ডাম্পিং স্টেশনে (আমিনবাজার ল্যান্ডফিল) ডাম্প করা হবে।
পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম।

দ্বিতীয় প্রতিবেদন জমা:গুমের ঘটনা নিয়ে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত: প্রধান উপদেষ্টা অপরাধ প্রতিদিন ডেস্ক:কী ভয়াবহ একে...
04/06/2025

দ্বিতীয় প্রতিবেদন জমা:
গুমের ঘটনা নিয়ে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত: প্রধান উপদেষ্টা

অপরাধ প্রতিদিন ডেস্ক:
কী ভয়াবহ একেকটি ঘটনা! আমাদের সমাজের ‘ভদ্রলোকেরা’ আমাদেরই আত্মীয়-পরিজনরা গুমের মতো ঘটনাগুলো ঘটিয়েছে যা গা শিউরে ওঠার মতো ঘটনা-এসব কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত।
বুধবার (৪ জুন) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। পরে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, গুমের ঘটনাগুলো গা শিউরে ওঠার মতো ঘটনা। এ ধরনের বন্দিশালা কেমন হয়, তিন ফিট বাই তিন ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত।
প্রতিবেদনটি পাওয়ার পর প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে।
এসময় তিনি কমিশন সদস্যদের কাছে প্রতিবেদনের আশু করণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ছে তা সুনির্দিষ্ট করে দেয়ার নির্দেশনা দেন, যাতে করে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে বলেও জানান তিনি।
অতিদ্রুত যাতে এ বিষয়ে পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে করণীয় জানাতে কমিশনকে পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।
কমিশন সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, আপনারা ভয়-ভীতি, নানা রকম হুমকি-ধামকি উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন। এদেশের মানুষের জন্য আপনারা অনুপ্রেরণা হয়ে থাকবেন। ভবিষ্যতে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে আপনারা তাদের অনুপ্রেরণা।
গুম কমিশনের কাছে ১,৮৫০টি অভিযোগ জমা পড়েছে যারমধ্যে ১৩৫০টি যাচাই শেষ হয়েছে। গুম হওয়া তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। কেউ ৭ বছর নিখোঁজ থাকলে মৃত বলে ধরে নেয়ার বিধান পরিবর্তন করে ৫ বছর করার সুপারিশ করা হয়েছে বলেও জানান গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী।

Address

Cantonmentt
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when oporahd protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to oporahd protidin:

Share