
03/04/2025
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর এলাকায় এক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সস্তায় জমি কেনার কৌশল হিসেবে গেইটে তালা ঝুঁলিয়ে তিনটি বাড়ির ২১ টি ভাড়াটিয়া পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাড়ির মালিক ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার কাশর মৌজার ৭৭ নম্বর দাগে স্থানীয় হাজী বেলাল ফকির এবং তার ভাই প্রতিবন্ধি আইনুল ফকিরের দুই একর ৪৬ শতাংশ জমির মালিক। সেখানে বেলাল ফকিরের একটি এবং তার ভাইয়ের দুইটি বাড়ি রয়েছে। ওইসব বাড়িতে কমপক্ষে ২১ টি পরিবার ভাড়ায় বসবাস করেন। অনেক বছর যাবৎ ওইসব বাড়ির ভাড়াটিয়ারা আরিফ টেক্সটাইলের রাস্তা হয়ে তাদের কর্মস্থলে যাতায়ত করতেন। সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ রাস্তার দুই পাশে দুইটি ফটক রেখে সীমানা প্রাচীর তৈরী করে। সর্বশেষ তারা ওই ফটকে লোহার দরজা লাগায় এবং গত বুধবার (২৬ মার্চ) সকালে তাতে তালা ঝুঁলিয়ে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে দুই পাশের তিনটি বাড়ির ২১ টি ভাড়াটিয়া পরিবার।...
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর এলাকায় এক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সস্তায় জমি কেনার কৌশল