
22/07/2025
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্কুল ছুটির সময় শিশুদের গেট পার করাচ্ছিলেন মাহরিন ম্যাম। এ সময় হঠাৎই বিমানটি স্কুল ভবনের একটি অংশে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। দ*/*গ্ধ অবস্থাতেও তিনি শিশুদের নিরাপদে সরিয়ে নিতে চেষ্টা করেন। নিজে আহত অবস্থায় থেকেও অন্তত ২০জনের বেশি শিশুর জীবন বাঁচিয়েছেন এই মহান শিক্ষক!
নিজের কোমলমতি এসব শিক্ষার্থীদের জীবন বাঁচিয়ে নিজেই অবশেষে হার মানলেন, না ফেরার দেশে শিক্ষিকা মাহারিন — এ এক সাহসী শিক্ষিকার যুগান্তকারী দৃষ্টান্ত। ইতিহাস আপনাকে যুগের পর যুগ স্বরণ করবে।