Anan Fashion

Anan Fashion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anan Fashion, Digital creator, Dhaka.

✅ Logo Design

✅ Brand Identity Development

✅ Social Media Post & Banner Design

✅ Business Card & Stationery Design

✅ Facebook & Instagram Ads Visuals

✅ Custom Canva Templates

✅ Presentation & Infographic Design

👕 T-shirt design শুধু পোশাক নয়, এটা একটি পরিচয়।👉 কেন T-shirt design গুরুত্বপূর্ণ?এটি ব্র্যান্ড বা ব্যবসাকে আলাদা করে তুল...
23/09/2025

👕 T-shirt design শুধু পোশাক নয়, এটা একটি পরিচয়।

👉 কেন T-shirt design গুরুত্বপূর্ণ?

এটি ব্র্যান্ড বা ব্যবসাকে আলাদা করে তুলে ধরে।

নিজের চিন্তা, রুচি আর ব্যক্তিত্ব প্রকাশ করে।

উপহার বা merchandise হিসেবেও দারুণ জনপ্রিয়।

Certificate Design Copy ❤️
15/09/2025

Certificate Design Copy ❤️

Calendar design and Mock Up ❤️
09/09/2025

Calendar design and Mock Up ❤️




ID card design ❤️
10/08/2025

ID card design ❤️

একটি বন্ধ দরজা… আর ৪২ বছরের নিঃশব্দ মৃত্যু!সময়টা ১৯৬৬ সাল, অক্টোবর মাস। জায়গাটা ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের এক পুরনো ফ্...
06/08/2025

একটি বন্ধ দরজা… আর ৪২ বছরের নিঃশব্দ মৃত্যু!

সময়টা ১৯৬৬ সাল, অক্টোবর মাস। জায়গাটা ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের এক পুরনো ফ্ল্যাট। চারপাশ নিস্তব্ধ। বৃষ্টি পড়ছে টুপটাপ, জানালার কাঁচে ধাক্কা খাচ্ছে হাওয়া।
এক কাপ ধোঁয়া ওঠা চা রাখা একটি ছোট টেবিলে। কাঠের চেয়ারে বসা একজন নারী—Hedviga Golik।তার চোখ স্থির টেলিভিশনের দিকে—সাদা-কালো পর্দায় চলছে সেই যুগের কোনো অনুষ্ঠান।এই নারী একাই থাকতেন। কারো সঙ্গে মেলামেশা করতেন না, বন্ধু ছিল না বললেই চলে। এক সময় সরকারি অফিসে চাকরি করতেন। পছন্দ ছিল বই আর চা। প্রতিবেশীরা জানতেন, Hedviga ভীষণ একা থাকতেন, তবে ছিলেন যথেষ্ট আত্মনির্ভরশীল।তাঁর দরজা সচরাচর কেউ দেখত না খোলা। মাঝেমধ্যে কেউ কেউ খোঁজ নিতেন, কিন্তু Hedviga ঠিক কবে নিখোঁজ হলেন, কেউ জানেই না।তারপর হঠাৎ... নিঃশব্দে সেই দরজাটা বন্ধ হয়ে গেল।চিরতরের জন্য।দিন যায়, মাস যায়, বছর গড়ায়…ধীরে ধীরে প্রতিবেশীরা তাকে ভুলে যেতে থাকে। কেউ ভাবত হয়তো কোথাও চলে গেছেন, কেউ বলত হয়তো মারা গেছেন কোনো হাসপাতালে। Hedviga আর ফিরলেন না। তাঁর নামটাও হারিয়ে গেল সময়ের পাতায়…

…এবং ঠিক ৪২ বছর পর,

২০০৮ সালের এক শরতের বিকেল। সরকারি ফ্ল্যাট অফিসের একজন কর্মকর্তা দীর্ঘদিন বন্ধ থাকা একটি অ্যাপার্টমেন্টের তালা ভাঙলেন। উদ্দেশ্য—ফ্ল্যাটটি সংস্কার করে নতুন করে বরাদ্দ দেওয়া।কিন্তু তালা খুলতেই যা দেখলেন, তা যেন কোনো হরর সিনেমার দৃশ্য...ঘরের ভেতরে চেয়ারে বসা এক কঙ্কাল, হাতে এক কাপ মগ, চোখ টিভির দিকে।ঘরের ভেতরে এতটাই ধুলো—প্রমাণ করে দেয়, কেউ সেই ঘরে দশক ধরে পা রাখেনি।তবে ঘরের সবকিছু সাজানো-গোছানো, ঠিক যেন কেউ কালকেই ব্যবহার করে গেছে!তদন্তে জানা গেল—এই কঙ্কাল ছিল সেই হারিয়ে যাওয়া নারী, Hedviga Golik-এর!প্রায় অর্ধ শতাব্দী আগে, সে ঘরে বসেই নিঃশব্দে মৃত্যু হয়েছিল তাঁর… আর কেউ বুঝতেই পারেনি!কিন্তু প্রশ্ন হলো— কীভাবে একটা মানুষের মৃত্যু এভাবে অদৃশ্য হয়ে যেতে পারে?৪২ বছর ধরে কেউ টেরই পেল না?এই শহরের হাজার মানুষের মাঝে কীভাবে হারিয়ে গেল এক নারীর অস্তিত্ব?এই গল্প শুধু এক নারীর নিঃসঙ্গ মৃত্যুর নয়, এটি সমাজের নিস্তরঙ্গ অন্ধকারেরও প্রতিচ্ছবি।আমরা কি সত্যিই জানি, পাশের ফ্ল্যাটে কে বেঁচে আছে… আর কে নেই?

#সংগৃহীত

ইনি অ্যানার্কা, একজন কৃ/ষ্ণাঙ্গ দা/সী কি/শোরী, যাকে আধুনিক স্ত্রীরোগবিদ্যার অন্যতম জননী বলা হয়।উনিশ শতকের আমেরিকায় অ্যা...
05/08/2025

ইনি অ্যানার্কা, একজন কৃ/ষ্ণাঙ্গ দা/সী কি/শোরী, যাকে আধুনিক স্ত্রীরোগবিদ্যার অন্যতম জননী বলা হয়।

উনিশ শতকের আমেরিকায় অ্যানার্কা নামের এই কিশোরীটি এক ভয়াবহ প্র/সবযন্ত্র/ণার শিকার হন। এর ফলে তার যো/নি এবং মলদ্বারের মধ্যে একটি অস্বাভাবিক পথ (ভ্যা/জাইনাল ফিস্টুলা) তৈরি হয়, যা তাকে অবর্ণনীয় কষ্ট এবং লজ্জার মধ্যে ফেলে দেয়।

সেই সময়ে ডা. জে. মেরিয়ন সিমস, যিনি পরবর্তীতে “আধুনিক গাইনোকোলজির জনক” হিসেবে পরিচিতি পান, এই ফিস্টুলা অপারেশনের পদ্ধতি আবিষ্কারের জন্য গবেষণা করছিলেন। তার গবেষণার বিষয়বস্তু ছিলেন অ্যানার্কা এবং লুসি ও বেটসির মতো আরও অনেক দা/সী নারী।

কল্পনা করুন, অ্যানার্কার শরীর অ্যানাস্থেসিয়া ছাড়াই ৩০ বারেরও বেশি কাটা/ছেঁড়া করা হয়েছিল। তার তীব্র আর্তনাদ ও যন্ত্রণা ছিল সিমসের গবেষণার অংশ। এই অমানবিক পরীক্ষার মাধ্যমে সিমস এমন একটি সার্জিক্যাল কৌশল তৈরি করেন যা পরবর্তীতে শ্বেতা/ঙ্গ নারীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হতে শুরু করে—তবে তাদের জন্য ছিল অ্যানাস্থেসিয়া, সম্মান এবং সম্মতি।

অ্যানার্কা, লুসি বা বেটসি কেউই এই পরীক্ষার জন্য সম্মতি দেননি। তারা রোগী ছিলেন না; ছিলেন চিকিৎসা বিজ্ঞানের নামে চালানো সহিংসতার শিকার। তাদের অবর্ণনীয় কষ্ট আর ত্যাগের ওপর ভিত্তি করেই গাইনোকোলজির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়।

আজ ইতিহাস তাদের শুধু ভুক্তভোগী হিসেবে স্মরণ করে না, বরং অ্যানার্কা, লুসি এবং বেটসিকে “আধুনিক স্ত্রীরোগবিদ্যার সত্যিকারের জননী” বা “Mothers of Modern Gynecology” হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

বিজ্ঞানের অনেক সাফল্যের পেছনে লুকিয়ে আছে এমন কিছু মানুষের আত্মত্যাগ, যাদের কথা প্রায়ই চাপা পড়ে যায়।

অনুবাদ: AH Abubakkar Siddique 🔔🔔

এক ফোঁটা উটের চোখের জল ২৬ প্রজাতির সাপের বিষকে নিস্ক্রিয় করতে পারে, বলছে একটি গবেষণাদুবাইয়ের বিজ্ঞানীরা এক যুগান্তকারী...
04/08/2025

এক ফোঁটা উটের চোখের জল ২৬ প্রজাতির সাপের বিষকে নিস্ক্রিয় করতে পারে, বলছে একটি গবেষণা
দুবাইয়ের বিজ্ঞানীরা এক যুগান্তকারী আবিষ্কারে জানিয়েছেন, উটের চোখের জল ২৬ ধরনের সাপের বিষকে নিস্ক্রিয় করতে সক্ষম — যা সাপের কামড়ের চিকিৎসায় বিপ্লব আনতে পারে!

Collected

দারুচিনি দ্বীপ সিনেমায় শুভ্রের বাবা যখন শুভ্রকে লিডারশিপ শেখাচ্ছিল- তখন খুব মূল্যবান একটা ইনসাইট দেয়।শুভ্ররা ঘুরতে যাবে।...
01/08/2025

দারুচিনি দ্বীপ সিনেমায় শুভ্রের বাবা যখন শুভ্রকে লিডারশিপ শেখাচ্ছিল- তখন খুব মূল্যবান একটা ইনসাইট দেয়।

শুভ্ররা ঘুরতে যাবে। শুভ্রের বাপ বুদ্ধি দেয়- 'যখন সবাই স্টেশনে টিকেট কাটতে যাবে, টিকেটের বাজেট নিয়ে আলোচনা হবে, তখন তুমি ওদেরকে একটা ফার্স্ট ক্লাস বগি অফার করবে। সবাই তোমার উপর খুশি হয়ে যাবে। একই সাথে দলের উপর তোমার সূক্ষ্ম কর্তৃত্ব প্রকাশ পাবে।

কিন্তু ট্রেনে খাবার দাবারের জন্য তুমি একটা পয়সাও খরচ করবে না। সামান্য চাও যদি খেতে হয়, চেষ্টা করবে অন্য কেউ যেন বিল দিয়ে দেয়। শুভ্র প্রশ্ন করে- 'আমি প্রথম শ্রেণীর ফুল বগি বুক করতে পারি কিন্তু সামান্য চায়ের বিল দিতে পারি না?'

শুভ্রের বাপ বলে- 'না তুমি পার না। কারণ যে মুহূর্তে তুমি সব টাকা দেয়া শুরু করবে তখন থেকে তোমাকে সকলে মনে করবে একটা দুগ্ধবতী গাভী। যাকে যখন ইচ্ছে দোয়ানো যায়।
তোমাকে বন্ধুদের বোঝাতে হবে যে তুমি চাইলেই টাকা খরচ করতে পারো, কিন্তু কখন খরচটা করবে ব্যাপারটা তোমার মুডের উপর নির্ভর করে।'

আমার মনে হয়- এই ইনসাইট শুধু টাকার ক্ষেত্রে না, আরও অনেক ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে যেসব মানুষগুলো একটু সহানুভূতিশীল হয়ে কাজ কর্ম করার চেষ্টা করে।
দেখা যায়- যে মানুষ কনসিডার করছে সে সারাজীবন ধরেই কনসিডার করছে। যে মানুষ কোনো একটা সিচুয়েশনে কম্প্রোমাইজ করছে তার উপর গোটা সারাউন্ডিং এর আশা থাকে যে সে তাবত সিচুয়েশনে কম্প্রোমাইজ করে যাবে। মেনে নিবে। পরিস্থিতি সামলাবে। স্যাক্রিফাইস করবে।

বিকজ হি অর শি ইজ দ্য কনসিডারেট ওয়ান। দুগ্ধবতী গাভীর মতো। কনসিডারেট হওয়ার মূল সমস্যা হল মানুষ বুঝে যায় যে লোকটা কনসিডারেট। দুগ্ধবতী গাভী হতে না চাইলে এটা কখনও মানুষরে বুঝতে দেয়া যাবে না।

(Collected)

কখনো গোপনে যদিঘরে ঢুকে ব্যাঙ,চট করে ছালা দিয়েজড়াবে দু" ঠ্যাং।ঝামেলা এড়াতে মিঞাডাকবে তখন,থাকো ধরে ফাঁপরে নাপড়ে যতক্ষণ...
01/08/2025

কখনো গোপনে যদি

ঘরে ঢুকে ব্যাঙ,

চট করে ছালা দিয়ে

জড়াবে দু" ঠ্যাং।

ঝামেলা এড়াতে মিঞা

ডাকবে তখন,

থাকো ধরে ফাঁপরে না

পড়ে যতক্ষণ।

ভয় শেষ হলে গেয়ো

আষাঢ়ের গান,

অতঃপর কাৎ হয়ে

বসে খেয়ো পান।

লেখক: Anwar Hossain Jeebon

গাজ্জা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে এই হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে—বিশ্বের সবধরনের খাবার-দাবারের জিনিস নিয়ে। কিন্ত...
31/07/2025

গাজ্জা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে এই হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে—বিশ্বের সবধরনের খাবার-দাবারের জিনিস নিয়ে। কিন্তু এইসব খাবারের মাঝেও "সময়ের ফেরাউন ও নমরুদদের" বানানো কয়েক ফুটের একটি দেয়াল বাধা হয়ে দাঁড়িয়ে আছে।

আমার ভাইয়েরা! তাকদিরে বিশ্বাস রাখো, কারণ না দেওয়ার লোকেরও অভাব নেই, আর না নেওয়ার লোকেরও। কিন্তু লাওহে মাহফুজে যা লিখে দেওয়া হয়েছে, সেটাই চিরন্তন।
আসহাবে কাহফ ৩০০ বছর না খেয়ে না পান করে বেঁচে ছিল, কারণ তাদের যতটুকু জীবন লেখা ছিল, ঠিক ততটুকুই তারা পেয়েছে।


#ফিলিস্তিন_হবে_মুক্ত

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Anan Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anan Fashion:

Share