11/06/2025
রাত কাটে নিঃশব্দে, ঘুম আসে না চোখে,
স্বপ্নগুলো মরেছে, কফিনে বেঁধে।
বন্ধুরা সবাই ব্যস্ত, আমি একা পাথর,
জীবনটা যেন একটা ভাঙা ক্যানভাস, কালো রং আঁকা পট।
হতাশা গিলে খায়, প্রতিদিন এক চামচ,
আত্মা বোঝে না যুক্তি, শুধু চলে আবেগের ডানায়।
মনে হয় শেষটা কাছেই, দরজার ওপারে দাঁড়ায়,
তবু কলম থামায় না, ছিঁড়ে ফেলে নিঃসঙ্গতা যন্ত্রণায়।