Ashikur Rahman Anik - আশিকুর রহমান অনিক

Ashikur Rahman Anik - আশিকুর রহমান অনিক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ashikur Rahman Anik - আশিকুর রহমান অনিক, Digital creator, Dhaka.

Official Page of -
Ashikur Rahman Anik - আশিকুর রহমান অনিক
মহাসচিব,
Bangladesh Diploma Intern Nurses Association
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।


📌Facebook ID : Ashikur Rahman Anik
📌Facebook ID : আশিকুর রহমান অনিক

⭐⭐⭐⭐⭐

ইনশাল্লাহ খুব শীঘ্রই বড়সড় নিয়োগ আসবে বলে ধারণা করা যাচ্ছে।
22/10/2025

ইনশাল্লাহ খুব শীঘ্রই বড়সড় নিয়োগ আসবে বলে ধারণা করা যাচ্ছে।

22/10/2025

এই দেশে পাওয়ারফুল চাচা-মামা-খালু-দুলাভাই আর রেফারেন্স না থাকলে চাকরি তো দূরে থাক, কারোর জন্মগ্রহণ করাই উচিত না।

Islami Bank Foundation এ ভাইভার অভিজ্ঞতা -পরীক্ষক :৪ জন।সময়: প্রায় ২০-২৫ মিনিটের কাছাকাছি। Date: 24 May 2025📌 আমি: আসসাল...
19/10/2025

Islami Bank Foundation এ ভাইভার অভিজ্ঞতা -
পরীক্ষক :৪ জন।
সময়: প্রায় ২০-২৫ মিনিটের কাছাকাছি।
Date: 24 May 2025

📌 আমি: আসসালামু আলাইকুম স্যার। আসতে পারি?
➡️ পরীক্ষক ২: জ্বি আসুন, বসুন।
📌আমি: ধন্যবাদ স্যার।
➡️পরীক্ষক ৩ : আপনার নাম কি? কোন প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন?
📌 আমি: আশিকুর রহমান অনিক, মিটফোর্ড নার্সিং কলেজ থেকে ২০২৩ সালে পাশ করেছি, লাইসেন্স :২০২৪।
➡️ পরীক্ষক ১: আগে কোথাও জব করেছেন?
📌আমি: (উত্তর দিলাম).
➡️ পরীক্ষক ১: ধরেন আপনাকে একজন পেসেন্টকে ক্যানুলা করতে বলা হলো। আপনি করতে পারবেন?
📌আমি: অবশ্যই স্যার।
➡️পরীক্ষক ১ : কি কি প্রসিডিউর মেনটেইন করবেন ক্যানুলা করার ক্ষেত্রে?
📌আমি: উত্তর দিলাম।
➡️ পরীক্ষক ১: স্যালাইনের Types সম্পর্কে জানেন?
📌 আমি: জ্বি স্যার। 3 types. 1. isotonic, 2.Hypotonic, 3. Hypertonic. তারপর কোন স্যালাইন কোন টাইপের, কিভাবে টাইপ আলাদা করতে হয়, কোন স্যালাইনের কি কি উপাদান সবকিছু এক নাগারে বলা শুরু করলাম।
➡️পরীক্ষক ১:[(একটু নড়েচড়ে বসলেন) বুঝলাম আমার বিস্তারিত আলোচনা মূলক উত্তরে উনি যথেষ্ট সন্তুষ্ট হলেন।]
তারপর জিজ্ঞেস করলেন,
স্যালাইন আর ব্লাডের ড্রপ মেইনটেইন করতে পারি কি না।
📌আমি : জ্বি স্যার। (4HD= TV) এই সূত্রের সাহায্যে খুব সহজেই বের করা যায়। আমি কি ড্রপ মেইনটেইন করার একটি অঙ্ক কষে দেখাব স্যার?
➡️ পরীক্ষক ১: নাহ প্রয়োজন নেই। আপনি পারবেন।😊 (একটু মুচকি হাসি)
তারপর, আচ্ছা ব্লাড আর স্যালাইন দুটোই তো ভেইনে দেওয়া হয়।তাহলে আমরা তো স্যালাইন দেওয়ার সেট দিয়েই ব্লাড দিতে পারবো তাই না?
📌 আমি: স্যার যদি কেউ চেষ্টা করে তাহলে হয়তো দিতে পারবে।কিন্তু বাস্তবে আমরা কখনোই ইনফিউশান সেট দিয়ে ট্রান্সফিউশান করি না।
➡️ পরীক্ষক ২: ইনফিউশান আর ট্রান্সফিউশান কি?
📌আমি: উত্তর দিলাম।
➡️পরীক্ষক ২: দুইটা সেটের মধ্যে বেসিক পার্থক্য কি?
📌 আমি: স্যার ট্রান্সফিউশান সেটে পিউরিফায়ার ছাঁকনি থাকে, যা ইনফিউশান সেটে থাকে না।
➡️ পরীক্ষক ১: ব্লাড দিতে গিয়ে যদি দেখেন কোন সমস্যা দেখা দিয়েছে তাহলে কিভাবে পেসেন্টকে ডিল করবেন?
আমি: প্রথমেই ব্লাড দেওয়া অফ করে দিব। তারপর বাকি সব বিস্তারিত বললাম।
➡️ পরীক্ষক ১: ইনপুট আউটপুট চার্ট মেনটেইন করতে পারবেন?
📌আমি :পারবো। তারপর কিভাবে মেনটেইন করে সবকিছু বললাম।
➡️ পরীক্ষক ১: একজন রোগীকে ধরেন ১ ব্যাগ ব্লাড দিলেন। এটা তো ইনপুট আউটপুট চার্টে যুক্ত হবে না তাই না?
📌আমি : প্রশ্ন শুনে হকচকিয়ে গেলাম।তারপর বললাম স্যার সম্ভবত চার্টে উঠাতে হবে ইনপুটের ক্ষেত্রে। কিন্তু এটা যদি একটু শিউর করে দিতেন তাহলে সাথে সাথে শেখা হয়ে যেত স্যার।😌
➡️পরীক্ষক ১: একটু মুচকি হাসি দিয়ে বললেন হ্যা এটা ইনপুটে তুলতে হবে। তারপর প্রশ্ন করলেন, NG ফিডিং করাতে পারেন কি? কিভাবে করে?
📌আমি: উত্তর দিলাম।
➡️পরীক্ষক ২: ক্যাথেটার করাতে পারেন? কি কি প্রসিডিউর ফলো করতে হবে?
📌 আমি: উত্তর দিলাম।
➡️ পরীক্ষক ৩: IPC সম্পর্কে জিজ্ঞেস করলেন, কোন বিনে কোন ধরনের ওয়েস্ট যাবে জিজ্ঞেস করলেন।
📌আমি : উত্তর দিলাম।
➡️ পরীক্ষক ৩: ট্রায়াজ কি? কিভাবে মেনটেইন করবেন?
📌আমি: উত্তর দিলাম।
➡️পরীক্ষক ২ : CPR কি? কিভাবে দিবেন?
📌আমি: বিস্তারিত বললাম।
➡️ পরীক্ষক ৪: নামাজ পড়েন? কুরআন শরীফ পড়তে পারেন?
📌আমি: উত্তর দিলাম।
➡️ পরীক্ষক ৪ : সানা'টা বলেন তো?
📌আমি: উত্তর দিলাম।
➡️পরীক্ষক ৪ : আচ্ছা বর্তমানে এক ধরনের আন্দোলন হচ্ছে নারী পুরুষের সম অধিকার বিষয়ক।এ বিষয়ে আপনার মন্তব্য কি?
📌 আমি : মোটামুটি ৫ মিনিটের মতো পক্ষে বিপক্ষে বিভিন্ন যুক্তি-তর্ক-বিতর্ক করলাম।
➡️পরীক্ষক ৪ : বাকি বোর্ড মেম্বারদের জিজ্ঞেস করলেন আরো কেউ কোন প্রশ্ন করবেন কি না? বাকি পরীক্ষকরা উত্তর দিলো নাহ আর প্রয়োজন নেই। ছেলেটা মারাত্মক টেলেন্টেড😌, ওকে বিদায় দেন ও পারবে।😌
📌 আমি: নিজের প্রশংসা শুনে বুকটা টানটান করে বসলাম😌
➡️পরীক্ষক ৪ : আপনাকে যদি সিলেক্টেড করি আপনি কি আমাদের হাসপাতালে জয়েন করবেন?
📌আমি: জ্বি ইনশাআল্লাহ স্যার।
➡️ পরীক্ষক ৪: কেন আমাদের হাসপাতালে আসবেন? যেখানে আছেন সেখানে তো ভালোই বেতন, বোনাস, সুযোগ সুবিধা পাচ্ছেন।
📌আমি: নিজের মতো কিছু উত্তর দিলাম।
(তারপর বললো ঠিক আছে আমরা ভেবে দেখবো, তারপর আপনাকে জানাবো। কথাটা এমনভাবে বললেন মনে হলো উনারা আমাকে পছন্দই করেন নি।)
➡️পরীক্ষক ৩ : ঠিক আছে আসুন তাহলে।
📌আমি: ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। তারপর ভাইভা বোর্ড থেকে বের হলাম।

[আরো অনেক কিছুই জিজ্ঞেস করেছিলেন, যেগুলো বর্তমানে মনে নেই। অনেক প্রশ্নের উত্তর দিতে কনফিউশানে ছিলাম এবং সেগুলো হাসিমুখে উনাদের কাছ থেকেই শিখে নিয়েছিলাম। কিছু না পারলে হাসিমুখে বলেছিলাম স্যার হয়তো উত্তরটা এমন হবে কিন্তু আমি কনফিউশানে আছি যদি উত্তরটা বলে দিতেন তাহলে সাথে সাথে শেখা হয়ে যেত। 😌 এভাবে সাথে সাথে উত্তর জেনে নিচ্ছিলাম। এতে উনারাও যথেষ্ট খুশি হচ্ছিল এবং বলতেছিল ছেলেটার যথেষ্ট আগ্রহ আছে😌। ]

বি.দ্র: আমি মূলত ফ্লোর & ওটি তে আবেদন করেছিলাম। কিন্তু প্রশ্নের উত্তর বিস্তারিত দিতে গিয়ে উনারা আমাকে সিসিইউ এর জন্য সিলেক্ট করেছিলেন এবং পরবর্তীতে Islami Bank Hospital & Cardiac Centre Mirpur 11 এর জন্য সিলেক্ট করেছিলেন।

লেখক: আশিকুর রহমান অনিক
সাবেক, সিনিয়র স্টাফ নার্স,
ইসলামি ব্যাংক হাসপাতাল & কার্ডিয়াক সেন্টার,
মিরপুর ১১.

17/10/2025

সপ্তাহে ১ টা শুক্রবার দিয়ে পুষায় না।কোনভাবে কি সপ্তাহে ২ টা শুক্রবারের ব্যবস্থা করা যায় না? দেখেন আপনারা যা ভালো মনে করেন আরকি! 😌

15/10/2025

সদ্য RN পাশকৃতরা BPSC তে তারিখ বর্ধিত করার জন্য আবেদন করায় যাদের গায়ে আগুন লেগেছে তাদের বলবো জুনিয়রদের হিংসা নয়,সাপোর্ট করুন।

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) ভাইভার অভিজ্ঞতা :বোর্ড নম্বর :০১পরীক্ষক :৬ জনতারিখ : ১২ অক্টোবর ২০২৫ 📌 আমি: আসসাল...
12/10/2025

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) ভাইভার অভিজ্ঞতা :
বোর্ড নম্বর :০১
পরীক্ষক :৬ জন
তারিখ : ১২ অক্টোবর ২০২৫

📌 আমি: আসসালামু আলাইকুম স্যার।
➡️পরীক্ষক ০১: ওয়া আলাইকুমুস সালাম।আসুন।
📌 আমি: স্যার বসতে পারি?
➡️ পরীক্ষক ০১ : জ্বি। বসুন।
📌 আমি: ধন্যবাদ স্যার।
➡️ পরীক্ষক ০২: আপনার নাম কি? কোন কলেজ থেকে কতসালে কোন কোর্স করেছেন?
📌 আমি: ম্যাম আমি আশিকুর রহমান অনিক, মিটফোর্ড নার্সিং কলেজ থেকে ২০২৩ সালে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স করেছি।
➡️ পরীক্ষক ০১: কোথাও জব করেন?
আমি: জ্বি স্যার। তারপর জব কোথায় করি এবং কোথায় কোথায় করলাম সব বললাম।
➡️পরীক্ষক ০৩: কি কি কাজ করতে হয় আপনার প্রতিষ্ঠানে?
📌 আমি: উত্তর দিলাম।
(উনারা রোল, কলেজ, কোর্স, পাসিং ইয়ার নোট করলেন)
➡️ পরীক্ষক ০১: ঠিক আছে আসুন।
📌 আমি : আমার কোন ডকুমেন্টস দিব কি স্যার? কোন ডকুমেন্টস চেক করবেন?
➡️ পরীক্ষক ০১ ও ০২ : না প্রয়োজন নেই। আপনি আসতে পারেন।
📌 আমি: ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।

অতপর প্রস্থান করলাম।আর কিছুই জানতে চাইলো না।
ভেবেছিলাম নার্সিং রিলেটেড কিছু প্রশ্ন করবে, কিছু পারি বা না পারি অন্তত অভিজ্ঞতা হবে। কিন্তু কিছুই জিজ্ঞেস করে নি।
মন্তব্য : আমার কাছে মনে হলো পরীক্ষকবৃন্দ শুধু কনফিডেন্স লেভেল চেক করেছে এবং বসার ধরণ, কথা বলার ধরণ, বাচনভঙ্গি ইত্যাদি ফোকাস করেছে।বোর্ডের বাকি সদস্যরা কোন কিছুই জিজ্ঞেস করে নি,জানতেও চায় নি।
এই ছিল আমার অভিজ্ঞতা।

রিটেন নিজের মেধায় পাশ করলাম। ভাইভা ভাগ্য, রিজিক ও দোয়ার ফসল। তাই আমার জন্য সবাই দোয়া করবেন।

ধন্যবাদান্তে:
:- আশিকুর রহমান অনিক,
রেজিস্ট্রার্ড নার্স,
বিএনএমসি।
BMU Roll: 38374

10/10/2025

১০ হাজার মিডওয়াইফারি নার্স নিয়োগ দেবে সরকার ।
তথ্যসূত্র: বার্তা ২৪

রিমা আক্তার (Rima Akter)  ঢাকা নার্সিং কলেজের সাবেক শিক্ষার্থী। ২০২৩ সালে যখন ইন্টার্ন স্যালারির জন্য আমরা আন্দোলন করি ত...
02/10/2025

রিমা আক্তার (Rima Akter) ঢাকা নার্সিং কলেজের সাবেক শিক্ষার্থী। ২০২৩ সালে যখন ইন্টার্ন স্যালারির জন্য আমরা আন্দোলন করি তখন এই মেয়েটি প্রচুর পরিমাণে হেল্প করেছে। আন্দোলনে অংশ নেয়া, প্রতিদিন আপডেট নেয়া, মিডওয়াইফদের সংগঠিত করা এবং আন্দোলনে সম্পৃক্ত করা সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যার ফলাফল বর্তমানে আমাদের জুনিয়র ভাইবোনেরা তাদের ন্যায্য অধিকার ইন্টার্ন স্যালারি পাচ্ছে। পেশার জন্য ডেডিকেটেড এই মেয়েটি আগামী ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রি অনুষ্ঠিতব্য, Bangladesh Midwifery Society - BMS নির্বাচনে পদপ্রার্থী হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন।
আমার জানা মতে রিমা মেয়েটি অনেক ভালো, নম্র-ভদ্র-বিণয়ী এবং পেশার জন্য ডেডিকেটেড একজন মেয়ে। আমার পরিচিত যারা মিডওয়াইফ আছেন যদি আপনাদের কাছে মনে হয় মেয়েটি যোগ্য তাহলে তাকে অবশ্যই ভোট দিবেন এবং মানসিকভাবে সাপোর্ট দিবেন।

রিমার জন্য অনেক অনেক দোয়া, শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️


30/09/2025

" খুব শীঘ্রই আরো ১৪০০+ নার্স 🧑‍⚕️🧑‍⚖️
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। "
তথ্যসূত্র:মো: আনোয়ার হোছাইন আকন্দ
মহাপরিচালক (DGNM)

Address

Dhaka
1100

Website

https://www.facebook.com/RN.A.R.Anik

Alerts

Be the first to know and let us send you an email when Ashikur Rahman Anik - আশিকুর রহমান অনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share