19/10/2025
Islami Bank Foundation এ ভাইভার অভিজ্ঞতা -
পরীক্ষক :৪ জন।
সময়: প্রায় ২০-২৫ মিনিটের কাছাকাছি।
Date: 24 May 2025
📌 আমি: আসসালামু আলাইকুম স্যার। আসতে পারি?
➡️ পরীক্ষক ২: জ্বি আসুন, বসুন।
📌আমি: ধন্যবাদ স্যার।
➡️পরীক্ষক ৩ : আপনার নাম কি? কোন প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন?
📌 আমি: আশিকুর রহমান অনিক, মিটফোর্ড নার্সিং কলেজ থেকে ২০২৩ সালে পাশ করেছি, লাইসেন্স :২০২৪।
➡️ পরীক্ষক ১: আগে কোথাও জব করেছেন?
📌আমি: (উত্তর দিলাম).
➡️ পরীক্ষক ১: ধরেন আপনাকে একজন পেসেন্টকে ক্যানুলা করতে বলা হলো। আপনি করতে পারবেন?
📌আমি: অবশ্যই স্যার।
➡️পরীক্ষক ১ : কি কি প্রসিডিউর মেনটেইন করবেন ক্যানুলা করার ক্ষেত্রে?
📌আমি: উত্তর দিলাম।
➡️ পরীক্ষক ১: স্যালাইনের Types সম্পর্কে জানেন?
📌 আমি: জ্বি স্যার। 3 types. 1. isotonic, 2.Hypotonic, 3. Hypertonic. তারপর কোন স্যালাইন কোন টাইপের, কিভাবে টাইপ আলাদা করতে হয়, কোন স্যালাইনের কি কি উপাদান সবকিছু এক নাগারে বলা শুরু করলাম।
➡️পরীক্ষক ১:[(একটু নড়েচড়ে বসলেন) বুঝলাম আমার বিস্তারিত আলোচনা মূলক উত্তরে উনি যথেষ্ট সন্তুষ্ট হলেন।]
তারপর জিজ্ঞেস করলেন,
স্যালাইন আর ব্লাডের ড্রপ মেইনটেইন করতে পারি কি না।
📌আমি : জ্বি স্যার। (4HD= TV) এই সূত্রের সাহায্যে খুব সহজেই বের করা যায়। আমি কি ড্রপ মেইনটেইন করার একটি অঙ্ক কষে দেখাব স্যার?
➡️ পরীক্ষক ১: নাহ প্রয়োজন নেই। আপনি পারবেন।😊 (একটু মুচকি হাসি)
তারপর, আচ্ছা ব্লাড আর স্যালাইন দুটোই তো ভেইনে দেওয়া হয়।তাহলে আমরা তো স্যালাইন দেওয়ার সেট দিয়েই ব্লাড দিতে পারবো তাই না?
📌 আমি: স্যার যদি কেউ চেষ্টা করে তাহলে হয়তো দিতে পারবে।কিন্তু বাস্তবে আমরা কখনোই ইনফিউশান সেট দিয়ে ট্রান্সফিউশান করি না।
➡️ পরীক্ষক ২: ইনফিউশান আর ট্রান্সফিউশান কি?
📌আমি: উত্তর দিলাম।
➡️পরীক্ষক ২: দুইটা সেটের মধ্যে বেসিক পার্থক্য কি?
📌 আমি: স্যার ট্রান্সফিউশান সেটে পিউরিফায়ার ছাঁকনি থাকে, যা ইনফিউশান সেটে থাকে না।
➡️ পরীক্ষক ১: ব্লাড দিতে গিয়ে যদি দেখেন কোন সমস্যা দেখা দিয়েছে তাহলে কিভাবে পেসেন্টকে ডিল করবেন?
আমি: প্রথমেই ব্লাড দেওয়া অফ করে দিব। তারপর বাকি সব বিস্তারিত বললাম।
➡️ পরীক্ষক ১: ইনপুট আউটপুট চার্ট মেনটেইন করতে পারবেন?
📌আমি :পারবো। তারপর কিভাবে মেনটেইন করে সবকিছু বললাম।
➡️ পরীক্ষক ১: একজন রোগীকে ধরেন ১ ব্যাগ ব্লাড দিলেন। এটা তো ইনপুট আউটপুট চার্টে যুক্ত হবে না তাই না?
📌আমি : প্রশ্ন শুনে হকচকিয়ে গেলাম।তারপর বললাম স্যার সম্ভবত চার্টে উঠাতে হবে ইনপুটের ক্ষেত্রে। কিন্তু এটা যদি একটু শিউর করে দিতেন তাহলে সাথে সাথে শেখা হয়ে যেত স্যার।😌
➡️পরীক্ষক ১: একটু মুচকি হাসি দিয়ে বললেন হ্যা এটা ইনপুটে তুলতে হবে। তারপর প্রশ্ন করলেন, NG ফিডিং করাতে পারেন কি? কিভাবে করে?
📌আমি: উত্তর দিলাম।
➡️পরীক্ষক ২: ক্যাথেটার করাতে পারেন? কি কি প্রসিডিউর ফলো করতে হবে?
📌 আমি: উত্তর দিলাম।
➡️ পরীক্ষক ৩: IPC সম্পর্কে জিজ্ঞেস করলেন, কোন বিনে কোন ধরনের ওয়েস্ট যাবে জিজ্ঞেস করলেন।
📌আমি : উত্তর দিলাম।
➡️ পরীক্ষক ৩: ট্রায়াজ কি? কিভাবে মেনটেইন করবেন?
📌আমি: উত্তর দিলাম।
➡️পরীক্ষক ২ : CPR কি? কিভাবে দিবেন?
📌আমি: বিস্তারিত বললাম।
➡️ পরীক্ষক ৪: নামাজ পড়েন? কুরআন শরীফ পড়তে পারেন?
📌আমি: উত্তর দিলাম।
➡️ পরীক্ষক ৪ : সানা'টা বলেন তো?
📌আমি: উত্তর দিলাম।
➡️পরীক্ষক ৪ : আচ্ছা বর্তমানে এক ধরনের আন্দোলন হচ্ছে নারী পুরুষের সম অধিকার বিষয়ক।এ বিষয়ে আপনার মন্তব্য কি?
📌 আমি : মোটামুটি ৫ মিনিটের মতো পক্ষে বিপক্ষে বিভিন্ন যুক্তি-তর্ক-বিতর্ক করলাম।
➡️পরীক্ষক ৪ : বাকি বোর্ড মেম্বারদের জিজ্ঞেস করলেন আরো কেউ কোন প্রশ্ন করবেন কি না? বাকি পরীক্ষকরা উত্তর দিলো নাহ আর প্রয়োজন নেই। ছেলেটা মারাত্মক টেলেন্টেড😌, ওকে বিদায় দেন ও পারবে।😌
📌 আমি: নিজের প্রশংসা শুনে বুকটা টানটান করে বসলাম😌
➡️পরীক্ষক ৪ : আপনাকে যদি সিলেক্টেড করি আপনি কি আমাদের হাসপাতালে জয়েন করবেন?
📌আমি: জ্বি ইনশাআল্লাহ স্যার।
➡️ পরীক্ষক ৪: কেন আমাদের হাসপাতালে আসবেন? যেখানে আছেন সেখানে তো ভালোই বেতন, বোনাস, সুযোগ সুবিধা পাচ্ছেন।
📌আমি: নিজের মতো কিছু উত্তর দিলাম।
(তারপর বললো ঠিক আছে আমরা ভেবে দেখবো, তারপর আপনাকে জানাবো। কথাটা এমনভাবে বললেন মনে হলো উনারা আমাকে পছন্দই করেন নি।)
➡️পরীক্ষক ৩ : ঠিক আছে আসুন তাহলে।
📌আমি: ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। তারপর ভাইভা বোর্ড থেকে বের হলাম।
[আরো অনেক কিছুই জিজ্ঞেস করেছিলেন, যেগুলো বর্তমানে মনে নেই। অনেক প্রশ্নের উত্তর দিতে কনফিউশানে ছিলাম এবং সেগুলো হাসিমুখে উনাদের কাছ থেকেই শিখে নিয়েছিলাম। কিছু না পারলে হাসিমুখে বলেছিলাম স্যার হয়তো উত্তরটা এমন হবে কিন্তু আমি কনফিউশানে আছি যদি উত্তরটা বলে দিতেন তাহলে সাথে সাথে শেখা হয়ে যেত। 😌 এভাবে সাথে সাথে উত্তর জেনে নিচ্ছিলাম। এতে উনারাও যথেষ্ট খুশি হচ্ছিল এবং বলতেছিল ছেলেটার যথেষ্ট আগ্রহ আছে😌। ]
বি.দ্র: আমি মূলত ফ্লোর & ওটি তে আবেদন করেছিলাম। কিন্তু প্রশ্নের উত্তর বিস্তারিত দিতে গিয়ে উনারা আমাকে সিসিইউ এর জন্য সিলেক্ট করেছিলেন এবং পরবর্তীতে Islami Bank Hospital & Cardiac Centre Mirpur 11 এর জন্য সিলেক্ট করেছিলেন।
লেখক: আশিকুর রহমান অনিক
সাবেক, সিনিয়র স্টাফ নার্স,
ইসলামি ব্যাংক হাসপাতাল & কার্ডিয়াক সেন্টার,
মিরপুর ১১.