Ashraful Islam

Ashraful Islam Personal blog.

09/07/2025
12/04/2025

শান্তি বর্ষিত হোক আল কুদসের গর্বিত মানুষদের উপর
শান্তি বর্ষিত হোক গাযার অদম্য অতিমানবদের উপর,
যাঁরা ভূমিকম্পের মতো শত্রুর ভিত কাঁপিয়ে দিয়েছেন।
শান্তি বর্ষিত হোক তাঁদের উপর,
যাঁরা ট্রিগারে হাত রেখে দৃঢ় অবস্থান নিয়েছেন।
যাঁরা বুলেটের সামনে বুক পেতেছেন,
যুদ্ধবিমানকে তাচ্ছিল্য করেছেন,
পাথর নিয়ে ট্যাংকের মোকাবেলা করেছেন।
তাঁরা প্রমাণ করেছেন, ঈমান থাকলে প্রতিরোধ গড়ে ওঠে।
শান্তি বর্ষিত হোক তাদের উপর, যাঁরা নাম রেখে গেছেন ইজ্জতের খতিয়ানে—
শান্তি বর্ষিত হোক সিনওয়ার, রানতিসি, আযযাম, ইয়াসিন এবং কাসসামের ওপর—তাঁদের নাম এখন কেবল গাযার নয়, পুরো ইতিহাস এবং মুসলিম উম্মাহর রূহের অংশ।

মুসলিমবঙ্গ থেকে ফালাস্তিনের সম্মানিত অধিবাসীদের সালাম

শাহ জালাল ও শরীয়াতুল্লাহর যমীন থেকে গ|য|র সম্মানিত অধিবাসীদের সালাম।
© Asif Adnan

25/03/2025

এই জনপদের ওলামায়ে কেরাম দীর্ঘদিন ধরে ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে মানুষকে এ ব্যাপারে তালিম দিয়ে আসছেন। এর ফলে তারা নানা নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন। তবে সময়ের পরিক্রমায় জাতি দেখেছে যে, ভাস্কর্য সম্মানের প্রতীক নয়; বরং দুনিয়াতেই তা অপদস্ত হওয়ার কারণ হতে পারে।

কিন্তু এত বড় চরম শিক্ষা স্বচক্ষে দেখার পরেও জাতি আবারও কেন ভাস্কর্যের দিকে ঝুঁকছে, তা সত্যিই বোধগম্য নয়। যাঁর সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য নির্মাণের কথা বলা হচ্ছে, তিনি নিজেই ভাস্কর্যের বিপক্ষে ছিলেন এবং মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করেছেন। এত কিছু জানার পরেও ঘুরেফিরে কেন বারবার ভাস্কর্যের প্রসঙ্গ আসে?

ভাই, আপনি যদি নিজেকে প্রগতিশীল মনে করেন এবং কোরআন-হাদিসের প্রতি বিশ্বাস না রাখেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু ইতিহাস সাক্ষী যে, ভাস্কর্যের কারণে কীভাবে একজন বিখ্যাত ব্যক্তিকে অপদস্ত করা হয়েছে। এটা পুরো জাতির সামনে দিবালোকের মতো স্পষ্ট। এরপরও যদি বিবেক জাগ্রত না হয়, তাহলে আপনাকে বিবেকহীন মানুষ ছাড়া আর কিছুই বলা সম্ভব নয়।

— একটি চিন্তার খোরাক!

— ‘কীভাবে সবর করব?’—‘ঠিক যেভাবে আপনি সিয়াম রাখেন, সেভাবে। দিনটা যতো দীর্ঘই হোক, আপনি নিশ্চিতভাবেই জানেন যে, মাগরিবের আযা...
23/03/2025

— ‘কীভাবে সবর করব?’

—‘ঠিক যেভাবে আপনি সিয়াম রাখেন, সেভাবে। দিনটা যতো দীর্ঘই হোক, আপনি নিশ্চিতভাবেই জানেন যে, মাগরিবের আযান শোনা যাবেই’।
© আরিফ আজাদ
#আরবি_থেকে_অনুবাদ

সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না। – কনরাড হিলটন
22/03/2025

সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না।
– কনরাড হিলটন

ঈদআরিফ আজাদ জামার রঙ আর ডিজাইন নিয়েআমাদের সন্তানেরা যখন ব্যস্ত, তখন ঠিক একই বয়সের এক কিশোর                   অথবা, ধুলোধ...
19/03/2025

ঈদ
আরিফ আজাদ

জামার রঙ আর ডিজাইন নিয়ে
আমাদের সন্তানেরা যখন ব্যস্ত,
তখন ঠিক একই বয়সের এক কিশোর
অথবা, ধুলোধূসরিত চেহারার
এক ফি লি স্তি নি কিশোরী
আকাশের দিকে অপলক তাকিয়ে ভাবছে
আজ কি পাওয়া যাবে একটুকরো রুটি?

জামা, জুতো, সেমাই আর
বাজারের তালিকা করতে করতে
আমরা যখন ভীষণ হাঁপিয়ে উঠছি
ঠিক তখন
আমাদের মতোই এক মধ্যবয়স্ক লোক
খচখচ করে লিখে চলেছেন একটি
ছেঁড়া কাগজের টুকরোয়-
কততম আত্মীয়টা তার শ হি দ হলো আজ।

ট্রেন অথবা গাড়ির হর্ন শুনে
যখন চমকে উঠছে আমাদের কোলের শিশু
ঠিক একই সময়ে ফি লি স্তি নের একটা বাচ্চা
বা রু দের শব্দ শুনেও নির্বিকার হয়ে আছে।

পৃথিবীর সব জায়গায় ঈদের চাঁদ দেখা যাবে।
শুধু ফি লি স্তি নের আকাশে দেখা যাবে
শত শত বো মা রু বিমান।

25/01/2025

ভিত্তিহীন কাহিনী।
পানির উপর নামাজ
শূন্যের উপর নামাজ।

হাসান বসরীর পানির উপর জায়নামায বিছিয়ে নামায পড়া এবং রাবেয়া বসরীর শূন্যের উপর জায়নামায বিছিয়ে নামায পড়া।

রাবেয়া বসরী (হবে রাবেয়া বসরিয়্যাহ্) দ্বিতীয় হিজরী শতকের একজন প্রসিদ্ধ আবেদা নারী ছিলেন। ইমাম যাহাবী রাহ.-এর সিয়ারু আ‘লামিন নুবালা, ইবনে খাল্লিকান রাহ.-এর অফাইয়াতুল আ‘ইয়ান, শা‘রানী রাহ.-এর আততাবাকাতুল কুবরাসহ আরো বিভিন্ন জীবনীগ্রন্থে তাঁর জীবনী সন্নিবেশিত হয়েছে। তাঁর বিষয়ে সমাজে বিভিন্ন বানোয়াট কিচ্ছা-কাহিনী প্রচলিত আছে।

তাঁর ও প্রসিদ্ধ তাবেয়ী হাসান বসরী রাহ.-এর বিষয়ে একটি কাহিনী অনেককে বলতে শোনা যায়-

একবার হাসান বসরী রাহ. পানির উপর জায়নামায বিছিয়ে নামায পড়লেন। রাবেয়া বসরিয়্যাহ্ একথা জানতে পারলেন এবং তিনি শূন্যের উপর জায়নামায বিছিয়ে নামায পড়লেন। হাসান বসরী রাহ. যখন একথা জানতে পারলেন তখন বললেন, রাবেয়ার মাকাম আমার অনেক উপরে।

এ কিচ্ছার কোনোই ভিত্তি নেই। এটি একেবারেই কল্পনাপ্রসূত একটি কাহিনী, বাস্তবতার সাথে এর কোনো সম্পর্ক নেই। নির্ভরযোগ্য কোনো ইতিহাসগ্রন্থ বা রাবেয়া বসরিয়্যাহ-এর উপর রচিত কোনো নির্ভরযোগ্য জীবনীগ্রন্থে এ ঘটনার উল্লেখ পাওয়া যায় না।

তাঁরা কত বড় বুযুর্গ ছিলেন একথা বুঝাতেই এজাতীয় কিচ্ছা-কাহিনীর অবতারণা করা হয়।

তাঁরা অনেক বড় মাপের বুযুর্গ ছিলেন, একথা স্বীকৃত। তাঁরা যুহ্দ ও তাকওয়ায়, দুনিয়াবিমুখতা ও খোদাভীতিতে অনেক অগ্রগামী ছিলেন। কিন্তু এধরনের কাহিনী দিয়ে তাদের বুযুর্গি প্রমাণ করার কী দরকার হয়ে পড়ল? আর এসবের সাথে বুযুর্গিরই বা কী সম্পর্ক?

আর আল্লাহর ওলীদের থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারামত প্রকাশিত হয় একথা স্বীকৃত। সাথে সাথে একথাও স্বীকৃত যে, কারামতের সাথে বুযুর্গির কোনো সম্পর্ক নেই। বুযুর্গি ও আল্লাহর প্রিয়পাত্র হওয়ার মাপকাঠি হল, তাকওয়া তথা আল্লাহর ভয় ও সুন্নত অনুযায়ী জীবন যাপন করা।

আর বানোয়াট এঘটনায় আরেকটি দিক দেখা যাচ্ছে। তা হল, একজন পানির উপর জায়নামায বিছিয়ে নামায পড়ছেন তা শুনে অপরজন শূন্যের উপর জায়নামায বিছিয়ে নামায পড়ছেন; যেন বুযুর্গির পাল্লা চলছে! আল্লাহওয়ালারা নিজেদেরকে আড়াল করতে চান। আর তাঁদের মত অনুসরণীয় বুযুর্গরা যেন নিজেদের বুযুর্গির প্রদর্শন করছেন। নাউযুবিল্লাহ। এটা তাদের ব্যাপারে মস্তবড় অপবাদও বটে!

আরেকটি বিষয় হল, হাসান বসরী রাহ. ইন্তেকাল করেছেন ১১০ হিজরীতে। আর রাবেয়া বসরীর জন্মই হয়েছে ৯৯ অথবা ১০০ হিজরীতে। অর্থাৎ হাসান বসরী রাহ.-এর ইন্তেকালের সময় রাবেয়া বসরিয়্যাহ রাহ.-এর বয়স ছিল সর্বোচ্চ ১১/১২ বছর। সিয়ারু আ‘লামিন নুবালায় (৮/২৪১) যাহাবী রাহ. বলেন, রাবেয়া বসরীয়্যাহ ১৮০ হিজরীতে ইন্তিকাল করেছেন। কথিত আছে, তিনি আশি বছর হায়াত পেয়েছেন। সুতরাং এ বিষয়টিও এঘটনার অসারতা প্রমাণ করে।

সূত্র
মারকাযুদ্ দাওয়া আল ইসলামিয়া।
©Arif Bin Habib

১৫ রমজান ২৬/০৩/২০২৪
25/03/2024

১৫ রমজান ২৬/০৩/২০২৪

আজ ২৩/০৩/২০২৪ শনিবার  ১২ রমজান
23/03/2024

আজ ২৩/০৩/২০২৪ শনিবার ১২ রমজান

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashraful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share