Amar Bangla

Amar Bangla This page is a legal requirement for Bangladesh Based Videos

কার কার পছন্দের বেলপুরি?😋
02/09/2025

কার কার পছন্দের বেলপুরি?😋

30/08/2025

ফিফা রাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান ৪৪তম আর ভারতের ৮৭তম

25/08/2025

তো আফ্রিদিকে গ্রে-ফতার করার ফলে কি কি ইস্যু ধামাচাপা পড়লো?

কলা পাতায় তালের  পিঠাকোন জেলায় কি নামে পরিচিত এটা?আমাদের কুমিল্লা চৌদ্দগ্রামে খন্তা পিঠা নামে পরিচিত
25/08/2025

কলা পাতায় তালের পিঠা
কোন জেলায় কি নামে পরিচিত এটা?

আমাদের কুমিল্লা চৌদ্দগ্রামে খন্তা পিঠা নামে পরিচিত

এই ছবির ইনকাম সব দিয়ে দিবো যদি বলতে পারেন জায়গা টি কোথায়❤️কমেন্ট করে জানিয়ে দিনসঠিক উত্তরদাতাদের মধ্যে একজনকে লটারির মধ্...
22/08/2025

এই ছবির ইনকাম সব দিয়ে দিবো যদি বলতে পারেন জায়গা টি কোথায়❤️
কমেন্ট করে জানিয়ে দিন
সঠিক উত্তরদাতাদের মধ্যে একজনকে লটারির মধ্যে বিজয়ী করা হবে

22/08/2025

জুম্মা মুবারক❤️

বিনম্র শ্রদ্ধা- ১৯৭১ সালের ২০ আগস্ট শ/-হীদ হন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
20/08/2025

বিনম্র শ্রদ্ধা-

১৯৭১ সালের ২০ আগস্ট শ/-হীদ হন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।

বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন—“আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমিই শেষ।আমি ...
16/08/2025

বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন—
“আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমিই শেষ।

আমি আজ বেরিয়ে যাচ্ছি। আমার মতো আর কোনো ছাত্র এই বুয়েটে ভর্তি হতে পারবে না। আজ আমি গর্বিত যে এত শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম।”

কথা বলতে বলতে তার চোখ থেকে অবিরাম জল পড়ছিল। তখন একজন প্রফেসর তাকে জিজ্ঞেস করলেন—
“তোমার গর্বিত হওয়ার কারণ কী?”

জবাবে ছেলেটি বলল—
“কমলাপুর রেলস্টেশনের পাশে একচালা এক বস্তির ঘরে আমার জন্ম। হ্যাঁ, আমি বস্তিরই ছেলে। বাবা যখন মারা যান, আমি তখন খুব ছোট। আমাকে বড় করে মানুষ করার জন্য আমার মা দিনের বেলায় ভিক্ষা করতেন আর রাতে এক বাসায় ঝির কাজ করতেন। আমি ওই বস্তিরই স্কুলে পড়তাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম।

মায়ের একার রোজগারে সংসার চলত না, তাই আমি কমলাপুর স্টেশনে বাদাম বিক্রি করতাম। স্টেশনে বাদাম নিয়ে ঘুরে বেড়ানোর সময় কোথাও কোনো পড়ে থাকা ইংরেজি পত্রিকা কাগজ কুড়িয়ে এনে পড়ার চেষ্টা করতাম। আমি যখন তৃতীয় শ্রেণিতে ভর্তি হই, বস্তির স্কুলে সর্বোচ্চ নম্বর পাই।

আমার পড়াশোনার আগ্রহ দেখে একজন ভদ্রলোক সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজ সেই ভদ্রলোকের জন্যই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই।

আজ আর আমার মা বেঁচে নেই। বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতাম—‘মা, তোমার বাদাম বিক্রি করা ছেলে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়েছে।’ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—তিনি তো আর নেই।

তবুও আমার একটাই পরিচয়—আমি বস্তির ছেলে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না।”

কথা শেষ করে আবারও চোখ মুছলেন ছেলেটি।

ধন্যবাদ প্রশাসনকে।  প্রশাসন চাইলে সবকিছুই সম্ভব! ❤️তবে এই সেবাটা যদি সব সাধারন মানুষরাও ইন্সটান্ট পাইতো তাইলে দেশটাই বদল...
14/08/2025

ধন্যবাদ প্রশাসনকে। প্রশাসন চাইলে সবকিছুই সম্ভব! ❤️
তবে এই সেবাটা যদি সব সাধারন মানুষরাও ইন্সটান্ট পাইতো তাইলে দেশটাই বদলায় যাইতো😴🤩

ঘটনা ১ -বিগত ১০ মাস ধরে সিলেটের সাদা পাথর লু*টকারীদের ধরার সুযোগ পায়নি পুলিশ!ঘটনা ২ - রাজধানীর ফুটপাতে একজন সৎ ভাত বিক্র...
13/08/2025

ঘটনা ১ -বিগত ১০ মাস ধরে সিলেটের সাদা পাথর লু*টকারীদের ধরার সুযোগ পায়নি পুলিশ!

ঘটনা ২ - রাজধানীর ফুটপাতে একজন সৎ ভাত বিক্রেতার দোকার উ'ৎখাত করলো পুলিশ!

জি হ্যা! এটাই আমাদের সো'নার বাংলাদেশ 🇧🇩
©

12/08/2025

ভাবতেছি কক্সবাজার সমুদ্র সৈকতে "বালি" থাকতে থাকতে একবার ঘুরে আসবো কিনা! 😂
কোনদিন আবার শুনি বালিও লুট হয়ে গেছে,🥲

12/08/2025

শ্রীলংকায় বিপ্লবের পর দুর্নীতি গায়েব
আমাদের বিপ্লবের পর বিপ্লব-ই গায়েব।

Address

Shewrapara,Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Bangla:

Share

আমার বাংলা

সর্বদা সত্যের পথে...