15/10/2025
⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা ⚠️
আমি আজিজুল হক তালুকদার — আমার ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ফেসবুক পেইজ খুলে মানুষের সাথে প্রতারণা করছে।
এই প্রতারক চক্র বিভিন্ন হুজুর/টুপি ওয়ালাদের ছবি ও ভিডিও ব্যবহার করে “লোড/এমবি বিজনেস” বা অন্যান্য অফারের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
মানুষ হুজুরদের প্রতি আস্থা রাখে — এই সুযোগটিই তারা কাজে লাগাচ্ছে
।
👉 নিম্নে এমন কিছু ভুয়া পেইজের লিংক দেয়া হলো:
🔗 https://www.facebook.com/share/1CLxitBR9a/
🔗 https://www.facebook.com/share/16mgxw4ui6/
🔗 https://www.facebook.com/share/1CK2s2QFuy/
🔗 https://www.facebook.com/share/1B3Shg8QVd/
🔗 https://www.facebook.com/share/1BuHUGLNGY/
🔗 https://www.facebook.com/share/1GHd71ivWm/
🔗 https://www.facebook.com/profile.php?id=100090934994085
📸 আমার ছবি কেন তারা ব্যবহার করছে?
১️. র্যান্ডমভাবে হুজুরদের ছবির মধ্যে আমার ছবিও ব্যবহার করছে।
২️. আমার ছবি গুগলে SEO করা আছে — নিচের কি-ওয়ার্ডগুলো সার্চ দিলে আমার ছবিই উপরে আসে👇
“Most cute hujur in Bangladesh”, “Most handsome hujur in Bangladesh”,
“Most smart hujur in Bangladesh”, “hujur in Bangladesh”, “Popular hujur in Bangladesh”
👉 এই বিষয়ে আমি ২০২৩ সালেও একটি সতর্কতামূলক পোস্ট করেছিলাম:
🔗 https://www.facebook.com/share/p/15J5Fv6cWUt/
📋 আমি কী পদক্ষেপ নিয়েছি:
আমি এই প্রতারক চক্রের বিরুদ্ধে ঢাকা কদমতলী থানায় জিডি করেছি।
যাদের সাথে যোগাযোগ করতে পেরেছি, তাদেরকে জিডি কপি দেয়ার পর অনেকে আমার ছবি ব্যবহার বন্ধ করেছে।
তবে যারা (সম্ভবত) বিদেশে বসে এসব প্রতারণা চালাচ্ছে, তারা এখনো রিমুভ করেনি।
📎 (জিডি কপি সংযুক্ত)
⚠️ সমাধান কী?
এগুলোর স্থায়ী সমাধান সাধারণ মানুষ একা করতে পারবে না।
রিপোর্ট করলেই সব একাউন্ট বন্ধ হয় না।
সরকারি পর্যায়ে ব্যবস্থা না নিলে প্রতারণা বন্ধ করা কঠিন।
✅ তাই একমাত্র উপায় — সতর্ক থাকা।
অনলাইনে লেনদেনের আগে অবশ্যই রিটেইলারকে ভিডিও কলে ভেরিফাই করুন।
অচেনা পেইজ বা ইনবক্সে কেউ টাকা চাইলেই সন্দেহ করুন।
আমার একমাত্র পার্সোনাল প্রোফাইল- Azizul Haque Talukder
আমার একমাত্র পেইজ- Azizul Haque Talukder
টেক/আইটি/গ্যজেট/মার্কেটিং সংক্রান্ত আমার ব্যবসা প্রতিষ্ঠানের একমাত্র পেইজ- Digital Service
🙏 দয়া করে এই পোস্টটি শেয়ার করুন, যাতে অন্য কেউ এই প্রতারণার শিকার না হয়।
প্রতারক চক্রকে না বলুন, সচেতন থাকুন।