21/07/2025
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত।
🤲 মহান আল্লাহ তাআলা নিহতদের পরিবারকে এই কঠিন সময় সহ্য করার শক্তি দান করুন এবং আহতদের দ্রুত পূর্ণ আরোগ্য দান করুন। আমিন।
এই ঘটনায় শিক্ষার্থী বা স্বজনদের বিষয়ে যেকোনো জরুরি তথ্য জানাতে বা জানতে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন:
📞 জরুরি যোগাযোগ নম্বরসমূহ:
🔹 মিলিটারি রেস্কিউ ব্রিগেড: 01769024202
🔹 CMH বার্ন ইউনিট: 01769016019
🔹 CMH ইমার্জেন্সি: 01769013311
🔹 মাইলস্টোন স্কুল অ্যাডমিন অফিসার: 01814774132
🔹 Vice Principal: 01771111766
🔹 ন্যাশনাল ইমার্জেন্সি নম্বর: ☎️ ৯৯৯
📌 ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
দয়া করে গুজবে কান না দিয়ে নিশ্চিত সূত্রের তথ্য অনুসরণ করুন এবং সচেতন থাকুন।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
#999