Smriti's Makeover

Smriti's Makeover Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Smriti's Makeover, Dhaka.

10/10/2025

অমূল্য রিজিক

09/10/2025

ওয়াটার সারভিং এবং কায়াকিং।

সন্তানের জীবন ঝুঁকিতে ফেলবেন না। একটা টাইফয়েডের টিকা কিনে দিতে বেশি টাকার প্রয়োজন হয় না। একটা কথা মনে রাখবেন যখন কেউ ...
09/10/2025

সন্তানের জীবন ঝুঁকিতে ফেলবেন না। একটা টাইফয়েডের টিকা কিনে দিতে বেশি টাকার প্রয়োজন হয় না। একটা কথা মনে রাখবেন যখন কেউ আপনাকে ফ্রিতে কোন কিছু দিবে তখন সেখানে আপনি পণ্য

বর্তমানে আমাদের দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সকল ছেলে-মেয়েদেরকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে।
যে/যারা বিনামূল্যে একটা চালের দানাও দেয় না, সে/তারা নাকী বিনামূল্যে এতো বিশাল জনসংখ্যাকে টিকা দিবে। কই ছিল এই টাইফয়েড? কেনই বা টাইফয়েডের নামে এখন টিকা দেওয়া লাগবে? ডেঙ্গু, করোনা ত নাই বললেই চলে, তারপর কোথায় থেকে এতো মহামারি আকার ধারণ করল যে এতো ছোট ছোট বাচ্চাদের টাইফয়েডের নামে টিকা দেওয়া লাগছে?!

আমি সকল মা-বোনদের এবং বাবা-ভাইদের অনুরোধ করব তারা যেন একটু চিন্তা-ভাবনা করে তাদের সন্তানদের এসব টাইফয়েডের নামে ফালতু টিকা দেওয়াই। কেননা আমরা সবাই জানে এই করোনা'র টিকা দিয়ে আমাদের কতো ধরনের সমস্যা হচ্ছে। এলার্জি, অস্বাভাবিক কত রোগ দেখা দিচ্ছে। একটা [কথা মনে রাখবেন, যেখানে আপনাকে ফ্রি বা বিনামূল্যে কিছু দিবে সেখানে আপনি পণ্য। যেমন: এমবি ছাড়া ফেইসবুক চালানো, চিপসের সাথে খেলনা, কাপড় ধোয়ার পাউডারের সাথে বালতি, নুডলস এর সাথে কত কী ফ্রি; এই সব জায়গায় আপনি তাদের পণ্য।]

শুধু এইটুকুই বলব, পৃথিবীর কেউই আপনার ভালো চায় না, বিশেষ করে মুনাফিক, মুশরিক এবং কাফেররা। আর দুনিয়াটা চালাচ্ছেই তারা। যদি কোনো বিশ্বাসী বান্দা দেশ ও পৃথিবী চালাত তাহলে আমি কখনোই আপনাদের নিষেধ করতাম না। কারণ আল্লাহ তায়ালা বলেন, অর্থ: আপনি অবশ্যই ঈমানদারদের জন্য মানুষের মধ্যে সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবেন ইহুদী ও মুশরিকদেরকে।

08/10/2025

কিছু মানুষকে আগাছার মত উপড়ে ফেলে দিতে হবে।

08/10/2025

নাটাই কিন্তুু আমাদের হাতে কি বলো আপুরা 🫣

07/10/2025

সন্তানই জীবনের সেরা প্রাপ্তি ❤️❤️

07/10/2025

সুখে থাকতে বেশি কিছু লাগে না 🤔😃

06/10/2025

মনের মধ্যে শান্তি দেয়।

06/10/2025

কোন কোয়ালিটির গরীব 🙄🙄

06/10/2025

দোয়া ভাগ্য পরিবর্তন করতে পারে

ছবিটিতে যে দুজনকে দেখতে পাচ্ছেন তাদের একজন বাংলাদেশি ফটো সাংবাদিক শহীদুল আলম ও অপরজন কট্টরপন্থী ইহুদি নেতা অ্যালেক্স সরো...
05/10/2025

ছবিটিতে যে দুজনকে দেখতে পাচ্ছেন তাদের একজন বাংলাদেশি ফটো সাংবাদিক শহীদুল আলম ও অপরজন কট্টরপন্থী ইহুদি নেতা অ্যালেক্স সরোস।

শহীদুল আলমকে ইতোমধ্যে আপনারা সকলেই চিনেছেন, গাজা অভিমুখে পরিচালিত হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি।

এবার অ্যালেক্স সরোসের পরিচয়টা দিই। অ্যালেক্স সরোস জর্জ সরোসের পুত্র। ইসরায়েলের আজকের আধিপত্য যাদের কারণে তৈরি হয়েছে জর্জ সরোস তাদের একজন। গাজায় গণহত্যা চালানোর পরও আমেরিকা যাদের কারণে ইসরায়েলকে নীরব সমর্থন দিয়ে যাচ্ছে তাদের একজন জর্জ সরোস। বিশ্বব্যাপী ইহুদিবাদ প্রতিষ্ঠায় জর্জ সরোস ও তার পরিবার বিলিয়ন-বিলিয়ন ডলার ব্যয় করেছে। এমনকি গাজায় গণহত্যা চালাতেও সরোস পরিবারের অর্থায়ন কম নয়।

দেশে-দেশে সমকামীতা ছড়িয়ে দিতেও জর্জ সরোস ব্যয় করেছে বিলিয়ন ডলার। তিউনিসিয়া-মিশর-লিবিয়া-ইরাক-আফগানিস্তান-সিরিয়াসহ বহু দেশে সরকার পতন ও পরবর্তীতে গৃহযুদ্ধ বাঁধানোর মাস্টারমাইন্ড ছিলো জর্জ সরোস। এসব কাজে অর্থায়ন করেছে তার নিজস্ব এনজিও Open Society Foundation এর মাধ্যমে। শহীদুল আলমের সাথে যাকে দেখছেন, অ্যালেক্স সরোস, তিনি এই Open Society Foundation এর প্রধান। একইসাথে Bend the Arc Jewish Action নামে একটি ইহুদিবাদী আন্দোলনের প্রবক্তা৷

বাংলাদেশের সাথে ইহুদিদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশিরা ইহুদিদের দেশে যায় যায় না, ইহুদিরাও বাংলাদেশে আসে না বললেই চলে। সেখানে অ্যালেক্স সরোস এই বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসে এবং শহীদুল আলমের এনজিও Drik Gallery পরিদর্শনে যায়। শুধু তাই নয়, সরোসের Open Society Foundation শহীদুল আলমের Drik Gallery তে ফান্ডিংও করেছে।

বাংলাদেশে ড. মুহম্মদ ইউনুসের পরে আমেরিকা, সমকামিতা ও ইহুদিবাদের দ্বিতীয় কোনো পরীক্ষিত বন্ধু থাকলে সেটা শহীদুল আলম। একেবারে সরোসের টাকা খাওয়া বন্ধু। গুগলে সার্চ করলেই জানতে পারবেন। বাংলাদেশে এতো লোক থাকতে সরোসের টাকা খাওয়া শহীদুল আলমকেই কেনো পশ্চিমারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় সাথে নিলো, যেখানে ফিলিস্তিনের সবচেয়ে বড় শত্রুদের একজন জর্জ সরোস? ইসরায়েলের বিরুদ্ধে ফেসবুকে একটা পোস্ট করলেও যেখানে আইডির রিচ ডাউন হয়ে যায় সেখানে Open Society Foundation এখন পর্যন্ত শহীদুল হকের Drik Gallery তে ফান্ডিং বন্ধ করে দেয় নি।

কি ভাবছেন, ব্যাপারটা কাকতালীয়? পশ্চিমারা কাকতালীয়ভাবে কিছু করে না। তারা প্রথমে তাদের বিশ্বস্ত কাউকে হিরো বানায়, তারপর তাকে সামনে রেখে উদ্দেশ্য সাধন করে নেয়। আর আমরা সেই জাতি, যারা ফিলিস্তিনে গণহত্যায় অর্থায়নের অভিযোগে কোকাকোলা বর্জন করি, অথচ গণহত্যায় প্রকাশ্যে অর্থায়ন করা সরোসের বন্ধু শহীদুল আলমকে ফিলিস্তিনের ত্রাণকর্তা মনে করি!

05/10/2025

মহা সড়কের প্রাইভেট কার আটকিয়ে ডাকাতি

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Smriti's Makeover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smriti's Makeover:

Share