Football Flag

Football Flag Football Flag-এর অফিসিয়াল ফেসবুক পেইজ।

27/03/2025

আসসালামু আলাইকুম, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা..
- প্রথমত আমি হারাই নাই, বরাবরের মতো ইউটিউবেই আছি নিয়মিত, নানা কারণে এটাই আমার পছন্দের প্ল্যাটফর্ম। কিছু ব্যস্ততা না কমলে ফেসবুকেও সরব হওয়া আপাতত কঠিন।

- দ্বিতীয়ত, ভাই জীবনের কোনো কিছু নিয়েই আমি কোনো রেসে নাই। আমি নিজেকে সেরা মনে করি না, কে সেরা এসব আলাপে আগ্রহীও নই, কোন পুরষ্কার, বিশেষণ এসবের যোগ্য নই, আগ্রহ একেবারেই নাই। আমি খুবই সাধারণ একজন, যে তার মূল কাজের ফাঁকে ফুটবল নিয়ে কথা বলে। ফিফা র‍্যাংকিং-এ ১৭০-৮০ এর ঘরে এ থাকা দেশের সেরা বিশ্লেষক হয়েও কী এচিভ করা যায় সেটাও আমি বুঝি না..তবে ফুটবল নিয়ে যারা কাজ করেন, ইন জেনারেল তাদের প্রতি আমার আলাদা একটা রেসপেক্ট আছে, একজনকে ভালো বলতে গিয়ে আরেকজনকে অপমান আমার খুব খারাপ লাগে সেটা আমার প্রশংসা করে হলেও..

- হ্যাঁ আমি নির্দিষ্ট কিছু দল নিয়েই কথা বেশি বলি। কারণটা অনেক আগে থেকেই সেইম, যারা জানেন তারা জানেন। এই প্ল্যান খুব একটা চেঞ্জ হবে না সম্ভবত, তবে দেশের ফুটবল নিয়ে অনেক কথা বলার একটা নতুন ইচ্ছা এখন আছে..

- আমি এমনিতেই ফেসবুকে অনেক কম থাকি। আমার একটা প্রাইভেট, ডিসট্যান্ট লাইফ ভালো লাগে, এই ফ্যানবেজ বনাম সেই, কমেন্টে যুদ্ধ এগুলো আমি অনেকটাই এভয়েড করতে চাই, ফেবুতে কাজ না করার বড় এক কারণ এটা। পারফেক্ট নই, অসাধারণ নই, এতটা সিরিয়াসলি না নিয়ে সাধারণ ভাবে ব্যাপারগুলো দেখতে পারেন..

এখনও প্রায় দুই মাস মেসির খেলার বাইরে থাকবেন, মাঝের এ সময়সহ তিন মাস খেলার বাইরে। ব্যাপারটা অনেককেই এতটাই ভাবাচ্ছে যে মাঝে...
15/12/2024

এখনও প্রায় দুই মাস মেসির খেলার বাইরে থাকবেন, মাঝের এ সময়সহ তিন মাস খেলার বাইরে। ব্যাপারটা অনেককেই এতটাই ভাবাচ্ছে যে মাঝে লোন ডিলে খ্যাপ খেলার মতো করেও অনেকেই ভাবছেন...

যে বিষয়টা অনেকেই মিস করছেন, মেসির জন্য প্রিসিজনটা কতটা গুরুত্বপূর্ণ। এমনিতেই ইউরোপে খেললেও দেড় থেকে দুই মাসের ব্রেক স্বাভাবিক, আরও এক মাস বেশি পেলে প্রিসিজনের প্রস্তুতি আরও লম্বা হবে। প্রতিটা সিজনে একটা ছুটির পরে প্রিসিজনের ট্রেনিং-এ মেদ ঝড়িয়ে ফুরফুরে মেসি এমন একটা সেলফি দেন, এটা দিলেই বুঝবেন মেসির প্রস্তুতি সেরা হয়েছে...

মনে রাখবেন মেসি সবচেয়ে মেধাবীর পাশাপাশি সবচেয়ে পরিশ্রমী ফুটবলারদের একজন... এত বড় বড় সাফল্যের পেছনে প্রি-সিজন, ট্রেনিং, জিম সবকিছু, হ্যাঁ সবকিছু জড়িত...

Messi wins the MLS MVP award 👑And yes, sky is the limit for this Genius..that's the place everyone looking at ✅
06/12/2024

Messi wins the MLS MVP award 👑
And yes, sky is the limit for this Genius..that's the place everyone looking at ✅

30/11/2024
🧐 প্লেয়ার ইনসাইটসঃ রুবেন অ্যামিরোমের সিস্টেমে উইংগার বিশেষ করে লেফট উইংগারদের কিছু না কিছু ইনসাইড মুভমেন্ট করতে হয়, কিছু...
29/11/2024

🧐 প্লেয়ার ইনসাইটসঃ রুবেন অ্যামিরোমের সিস্টেমে উইংগার বিশেষ করে লেফট উইংগারদের কিছু না কিছু ইনসাইড মুভমেন্ট করতে হয়, কিছুটা হলেও নাম্বার টেন প্রোফাইল লাগে। এ সিজনে বেশ ভালো করা স্পোর্টিং-এর পর্তুগিজ প্লেয়ার পেদ্রো গনচালভেসের হিটম্যাপ দেখলেই যেটা বুঝবেন।

মানে দাঁড়ালো গারনাচোর খেলাতে উইং-এ ওয়াইড স্পেস ব্যবহার করার পাশাপাশি একটু ভেতরে ঢোকা, কাটব্যাক আরও বেশি দেখা যাবে, ডিফেন্সিভ ডিউটি বাড়বে। ট্যাকটিকাল টার্মসে ইনভার্টেড উইংগার হিসেবে যেটাকে ক্লাসিফাই করা যায়।

আশার কথা গারনাচো যদি ভালো করতে পারেন তাহলে স্কালোনি এমন প্রোফাইল তার সিস্টেমে আরও ভালো কাজে লাগাতে পারেন, কারণ মানুন আর না মানুন এটাই সত্য প্রথাগত ওয়াইড উইংগারদের যুগ শেষ হতে হলেছে, বরং ওয়াইড এরিয়া থেকে শুরু করে ইনসাইড মুভ ও ডায়াগোনাল রান মেক করা ইনভার্টেড উইংগারদেরই এখনকার কোচেরা বেশি প্রেফার করেন...

29/11/2024

🚨 Tune in to a Barca blast with Football Flag and Talking Tiki-Taka on Nov 30th from 6:30 PM! 🔵🔴
🧐 Let's break down the game together! 🤜🤛

29/11/2024

মেসির টপ এলেভেনে আসার ব্যাপারটা অবাক করার কিছু না, টপ ফাইভ বা থ্রি হলে বিত*র্ক উসকে দেয়া যেত। বাট ফিফার ক্রাইটেরিয়াটা আসলে কী? এরা এত কনফ্লিক্টিং আইডিয়া নিয়ে কেন আসছে?

এখানে জাতীয় দলের পারফরম্যান্সই যদি সর্বোচ্চ প্রাধান্য পায় তাহলে এ বেলাতেও ভিনি না, রদ্রিই জিতবেন। কিন্তু জাতীয় দলই যদি বেশি প্রাধান্য পায় তবে লাওতারো কোথায়? আবার যদি জাতীয় দলই প্রাধান্য পায় তাহলে অ্যাওয়ার্ডের টাইমিংটা ক্লাব সিজনের আশেপাশে কেন রাখা হচ্ছে?

এটা হয় ভিনি নাহলে রদ্রি, সিম্পল এই সমীকরণকে এত জটিল করার মানে নাই... ভোটিং প্রসেসটা অস্বচ্ছ বলার সুযোগ নাই, বাট ব্যালন হোক বা বেস্ট, সিলেকশন ক্রাইটেরিয়া স্পষ্ট না। আমাদের সমস্যা আমরা আমাদের দেশের মতো ভোট নিয়ে প্রশ্ন তুলি, প্রশ্নটা এর আগে মনোনয়ন নিয়ে তোলা উচিত...

ফিফা বেস্ট ২০২৪ শর্টলিস্ট[ভিডিও কমেন্ট-এ...]
29/11/2024

ফিফা বেস্ট ২০২৪ শর্টলিস্ট
[ভিডিও কমেন্ট-এ...]

🗣 "যে যা ইচ্ছা বলতে পারে আমাদের সম্পর্কে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রিয়াল এবারও চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল খেলবে।"-...
29/11/2024

🗣 "যে যা ইচ্ছা বলতে পারে আমাদের সম্পর্কে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রিয়াল এবারও চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল খেলবে।"
- কার্লো আনচেলত্তি

মাই টেক অন দিজঃ একজন কোচের ফ্রেম অফ মাইন্ড এটাই থাকা উচিত, বাদ পড়ার আগ পর্যন্ত হার মানে না দেখেই এটা এই টুর্নামেন্টের সফলতম ক্লাব...

🧐 প্লেয়ার ইনসাইটসঃ  এ মুহূর্তে টপ লেভেলে সবচেয়ে ইমপ্রেসিভ পারফর্ম করা আর্জেন্টাইন ইয়াং স্টারদের একজন জুলিয়ানো সিমিওনে। ত...
28/11/2024

🧐 প্লেয়ার ইনসাইটসঃ
এ মুহূর্তে টপ লেভেলে সবচেয়ে ইমপ্রেসিভ পারফর্ম করা আর্জেন্টাইন ইয়াং স্টারদের একজন জুলিয়ানো সিমিওনে। তাকে ঘিরে আলোচনা আরও বাড়বে কারণ স্কালোনি-সিস্টেম তার মতো প্লেয়ারকে আলাদা ভ্যালু দেয়।

✅ বল পায়ে বা পজেশন রেখে পিচকে স্ট্রেচ করতে সিমিওনের পজিশনাল সেন্স (এক্ষেত্রে রেড মার্কে) স্পিড, ওয়ার্ক রেট সবকিছুই কাজে লাগবে। স্কালোনির সিস্টেমে 'দ্বিতীয় নিকো' প্রোফাইল হবেন, নিকোর চেয়ে বেটার করবেন আশা করি...

⚽️ মায়ামির সাথে চুক্তি ২০২৫ ডিসেম্বর থেকে ২৬ পর্যন্ত বাড়াতে পারেন মেসি। অন্য কোথাও যাওয়া দূরে থাক, এখানে থাকার সম্ভাবনা ...
28/11/2024

⚽️ মায়ামির সাথে চুক্তি ২০২৫ ডিসেম্বর থেকে ২৬ পর্যন্ত বাড়াতে পারেন মেসি। অন্য কোথাও যাওয়া দূরে থাক, এখানে থাকার সম্ভাবনা বেশি। সবচেয়ে বড় এক কারণ হতে পারে- বিশ্বকাপে ফোকাস করা।।

সুয়ারেজ চুক্তি বাড়িয়েছেন, মাসচেরানো এলেন, মেসি মায়ামিতে আগের চেয়ে বেশি করে আছেন এখন..

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Football Flag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Football Flag:

Share