06/08/2025
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা আমাকে ইউটিউবে না পেয়ে ফেসবুকে বা মেসেঞ্জারে খুঁজছেন এটা, তাদের জন্য..
অনেক দিন ধরে একটা পরিবর্তনের কথা বলছিলাম। মূল ব্যাপারটা হচ্ছে পিএইচডি করতে আমেরিকায় এসেছি ৪-৫ দিন আগে। মানিয়ে ও গুছিয়ে নিতে কিছুদিন সময় লাগছে। এটা আমার পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে বিশাল একটা সিদ্ধান্ত ছিল, বেশ কঠিন বলা চলে।
বাস্তবতা হচ্ছে স্কলারশীপে থাকা অবস্থায় স্টুডেন্টদের কিছু বিধিনিষেধ থাকে, তার সাথে পড়াশোনা ও টিচিং অ্যাসিস্টেন্ট জবের ব্যস্ততা থাকবে, চাইলেও অনেক কাজ করা সম্ভব নয়। তবে তার মানে বিদায় ব্যাপারটা এমন নয়! সময়-সুযোগ বুঝে, নিয়মের মধ্যে থেকে যতটা সম্ভব, ফুটবল নিয়ে আলোচনা হবে। বড় এই পরিবর্তনে আপনাদের সহযোগিতা চাচ্ছি।