27/03/2025
আসসালামু আলাইকুম, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা..
- প্রথমত আমি হারাই নাই, বরাবরের মতো ইউটিউবেই আছি নিয়মিত, নানা কারণে এটাই আমার পছন্দের প্ল্যাটফর্ম। কিছু ব্যস্ততা না কমলে ফেসবুকেও সরব হওয়া আপাতত কঠিন।
- দ্বিতীয়ত, ভাই জীবনের কোনো কিছু নিয়েই আমি কোনো রেসে নাই। আমি নিজেকে সেরা মনে করি না, কে সেরা এসব আলাপে আগ্রহীও নই, কোন পুরষ্কার, বিশেষণ এসবের যোগ্য নই, আগ্রহ একেবারেই নাই। আমি খুবই সাধারণ একজন, যে তার মূল কাজের ফাঁকে ফুটবল নিয়ে কথা বলে। ফিফা র্যাংকিং-এ ১৭০-৮০ এর ঘরে এ থাকা দেশের সেরা বিশ্লেষক হয়েও কী এচিভ করা যায় সেটাও আমি বুঝি না..তবে ফুটবল নিয়ে যারা কাজ করেন, ইন জেনারেল তাদের প্রতি আমার আলাদা একটা রেসপেক্ট আছে, একজনকে ভালো বলতে গিয়ে আরেকজনকে অপমান আমার খুব খারাপ লাগে সেটা আমার প্রশংসা করে হলেও..
- হ্যাঁ আমি নির্দিষ্ট কিছু দল নিয়েই কথা বেশি বলি। কারণটা অনেক আগে থেকেই সেইম, যারা জানেন তারা জানেন। এই প্ল্যান খুব একটা চেঞ্জ হবে না সম্ভবত, তবে দেশের ফুটবল নিয়ে অনেক কথা বলার একটা নতুন ইচ্ছা এখন আছে..
- আমি এমনিতেই ফেসবুকে অনেক কম থাকি। আমার একটা প্রাইভেট, ডিসট্যান্ট লাইফ ভালো লাগে, এই ফ্যানবেজ বনাম সেই, কমেন্টে যুদ্ধ এগুলো আমি অনেকটাই এভয়েড করতে চাই, ফেবুতে কাজ না করার বড় এক কারণ এটা। পারফেক্ট নই, অসাধারণ নই, এতটা সিরিয়াসলি না নিয়ে সাধারণ ভাবে ব্যাপারগুলো দেখতে পারেন..