Daktikit

Daktikit শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগ?

বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, সংগীত গবেষক মুস্তাফা জামান আব্বাসী আজ সকাল ৯ টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ...
10/05/2025

বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, সংগীত গবেষক মুস্তাফা জামান আব্বাসী আজ সকাল ৯ টায় ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করে দিন, তার কবর শান্তিময় করুন। আমিন।

23/04/2025

বাংলা কবিতার শক্তিমান কবি মুকুল চৌধুরীর ইন্তেকালে ডাকটিকিট পরিবার শোকাহত। আল্লাহ মরহুমকে মাগফিরাত দান করুন ও কবরকে শান্তিময় করুন। আমিন।

জাতীয় প্রেসক্লাবের সামনে ইসরায়েলী আগ্রাসন বিরোধী কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজনকে স্বাগত জানায় শিল্পসাহিত্যের কাগজ মাসিক ডাক...
17/04/2025

জাতীয় প্রেসক্লাবের সামনে ইসরায়েলী আগ্রাসন বিরোধী কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজনকে স্বাগত জানায় শিল্পসাহিত্যের কাগজ মাসিক ডাকটিকিট।

ডাকটিকিট আছে সাথে।
17/04/2025

ডাকটিকিট আছে সাথে।

পয়লা বৈশাখে ডাকটিকিট এর উদ্যোগে শাহবাগে কবিতাপাঠ।
15/04/2025

পয়লা বৈশাখে ডাকটিকিট এর উদ্যোগে শাহবাগে কবিতাপাঠ।

জাতীয় কবি কাজী নজরুল ইন্সটিটিউট-এর নির্বাহী পরিচালক Latiful Islam Shibli এর সাথে ডাকটিকিট টিমের সাক্ষাৎ।
10/04/2025

জাতীয় কবি কাজী নজরুল ইন্সটিটিউট-এর নির্বাহী পরিচালক Latiful Islam Shibli এর সাথে ডাকটিকিট টিমের সাক্ষাৎ।

গত ২১/৩/২৫ তারিখ মিরপুর ডিওএইচএস ডাকটিকিট কার্যালয়ে ডাকটিকিট এর সাহিত্য আড্ডা ও ইফতার পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজকের...
04/04/2025

গত ২১/৩/২৫ তারিখ মিরপুর ডিওএইচএস ডাকটিকিট কার্যালয়ে ডাকটিকিট এর সাহিত্য আড্ডা ও ইফতার পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজকের দৈনিক সংগ্রাম সাহিত্য।

পথে পথে আজ হাঁকিব—বন্ধু, ঈদ মোবারক!  আসসালাম! ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনী ফুল-কালাম! [কাজী নজরুল ইসলাম]ঈদ মোবারক।
29/03/2025

পথে পথে আজ হাঁকিব—বন্ধু, ঈদ মোবারক! আসসালাম!
ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনী ফুল-কালাম!
[কাজী নজরুল ইসলাম]

ঈদ মোবারক।

গতকাল ২১/০৩/২০২৫ তারিখ জুম্মাবার বিকাল চারটায় মিরপুর ডিওএইচএস শিল্প সাহিত্যের কাগজ ডাকটিকিট কার্যালয়ে অনুষ্ঠিত হয় ডাকটিক...
22/03/2025

গতকাল ২১/০৩/২০২৫ তারিখ জুম্মাবার বিকাল চারটায় মিরপুর ডিওএইচএস শিল্প সাহিত্যের কাগজ ডাকটিকিট কার্যালয়ে অনুষ্ঠিত হয় ডাকটিকিট সাহত্য আড্ডা ও ইফতার অনুষ্ঠান। আড্ডায় কবিতা গল্প অনুবাদ সাহিত্য পাঠের পাশাপাশি পঠিত লেখার উপর আলোচনা হয়। আড্ডায় উপস্থিত ছিলেন আশির দশকের অন্যতম কবি ও গবেষক হাসান আলীম, কবি তাজ ইসলাম, ডাকটিকিট এর সম্পাদক কবি বোরহান মাহমুদ, কবি ও সাংবাদিক আবিদ আজম,কবি গোলাম কুদ্দুস চঞ্চল, কবি হাসনাইন ইকবাল, কবি সাইফ মাহদি, কবি ও গল্পকার তাহসান কবির, কবি ও সাংবাদিক রফিক লিটন, কবি সাদি মিনহাজ, গল্পকার লুতফুল আহসান, শিশু সাহিত্যিক মুহিব্বুল্লাহ কাফি, কবি নান্নু মিয়া,কবি শাহাবুদ্দিন শিহাব, কবি নোমান সাদিক। আড্ডায় সভাপতিত্ব করেন কবি ও গবেষক হাসান আলীম। পঠিত লেখার উপর আলোচনা রাখেন কবি তাজ ইসলাম।

22/03/2025

সাহিত্য পত্রিকা ডাকটিকিট এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান সম্পাদক, মাস্তুল গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এবং ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মাহমুদ—এর পিতা জনাব মাওলানা মোহাম্মদ সালেছ ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার, মিরপুরে আইসিইউতে ভর্তি আছেন।
সকলের কাছে দোয়া প্রার্থী।

আগামী ২১ মার্চ, ২০২৫। শুক্রবার ডাকটিকিট এর সাহিত্য আড্ডা ও ইফতার-এর আয়োজন করা হয়েছে। লেখিয়ে বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি। ...
18/03/2025

আগামী ২১ মার্চ, ২০২৫। শুক্রবার ডাকটিকিট এর সাহিত্য আড্ডা ও ইফতার-এর আয়োজন করা হয়েছে।
লেখিয়ে বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি।

স্থান:
ডাকটিকিট কার্যালয়
বাড়ি নং ১৪৪, রোড ১
মিরপুর ডিওএইচএস
মিরপুর, ঢাকা ১২১৬

Address

House No: 144, Road No: 1, Mirpur DOHS, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Daktikit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daktikit:

Share

Category