HSC All Subject Hand Note & Suggestions

HSC All Subject Hand Note & Suggestions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HSC All Subject Hand Note & Suggestions, Social Media Agency, আশকোনা, Dhaka.
(5)

whats app group = https://chat.whatsapp.com/DNjEuBeNQAP4unbEcXkwHB
টেলিগ্রাম চ্যানেল = https://t.me/+u52L9u8rOPIwM2E1
ইউটিউব চ্যানেল =
https://www.youtube.com/ পেজের নীতিমালা:
*
(১) পেজে যেসকল নোটস + সাজেশন শেয়ার করা হয় তার একটা অংশ ইতিমধ্যেই অলাইনে দেয়া আছে সেখান থেকে করা হয়। কারো কোন সমস্যা থাকলে পেজে ম্যাসেজ করলে তা সরিয়ে নেয়া হবে।
*
(২) পেজের দায়িত্বপ্রাপ্ত কেউ কোন গাইড বই বা বইয়ের সত

্ত্বাধীকার যুক্ত কোন কিছু স্ক্যান করে না। অনলাইন থেকে প্রাপ্ত জিনিসগুলোই পেজে আপলোড করা হয়। কারো আপত্তি থাকলে জানালে তা সরিয়ে নেয়া হবে দ্রুতই।
*
(৩) কোন ফাইল সম্পর্কে ফাইলটির লেখক/সত্ত্বাধিকারীর কোন আপত্তি থাকলে অনুগ্রহ করে ফাইলটির নামসহ আমাদের পেইজে ইনবক্স করুন। ইনশাআল্লাহ ফাইলটি মুছে ফেলা হবে।

HSC পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র সকল সূত্র
01/10/2025

HSC পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র সকল সূত্র

🔥৪৯তম বিসিএস এ বসার আগে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর সম্পর্কে ভালোভাবে জেনে যান!!!নোট: শাহিন স্যার       ゚viralシ
01/10/2025

🔥৪৯তম বিসিএস এ বসার আগে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর সম্পর্কে ভালোভাবে জেনে যান!!!
নোট: শাহিন স্যার
゚viralシ

এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্...
01/10/2025

এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে হবে। শুধু তা-ই না, সরকারি টাকায় রিং দেওয়া হচ্ছে।

প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের (Acute STEMI) ১২ ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ব্লক হয়ে যাওয়া রক্তনালীর ব্লক খুলে দেওয়ার চিকিৎসা। সাধারণত রিং স্থাপনের মাধ্যমে এটি করা হয়।

শুধু হৃদরোগ চিকিৎসায় নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে এটি একটি চোখে পড়ার মতো পরিবর্তন।

অন্য সুপার স্পেশালিটির ব্যাপারে বলতে পারব না, তবে কার্ডিওলজির কথা বলতে পারব। হার্টের প্রায় সকল চিকিৎসা বাংলাদেশে হয়। বেশ মানসম্পন্নই হয়। অন্তত ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই তুলনীয়।

আমার অনুরোধ থাকবে, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের এই চমৎকার যুগোপযোগী কাজটি আপনারা সবাই প্রচার করবেন। অনেক মানুষজন শুধু না জানার কারণে এই আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে। এবং কেউ কেউ মারা যাবে। যারা অসম্পূর্ণ চিকিৎসা পাবে তারা আজীবন ধুঁকবে নানা জটিলতায়। সবাই যেন জানে তাদের জন্য একটি ভরসার জায়গা রয়েছে। হার্ট অ্যাটাকের ১২ ঘন্টার মধ্যে যেন তারা আসতে পারে। ক্ষেত্রবিশেষে প্রাইমারি পিসিআই ২৪ ঘন্টার মধ্যে করা যায়।

সবচেয়ে বড়ো রিলিফ, টাকা পয়সার কোনো চিন্তা করতে হচ্ছে না। সবকিছুই বিনামূল্যে। প্রাইভেটে এই সার্ভিস নিতে ২-৪ লাখ টাকা খুব হরহামেশাই লাগে।

ডা. মারুফ রায়হান খান
৩৯ তম বিসিএস,
হৃদরোগ বিশেষজ্ঞ।

HSC ৩য় অধ্যায় ২য় অংশ ( ডিজিটাল ডিভাইস)
01/10/2025

HSC ৩য় অধ্যায় ২য় অংশ ( ডিজিটাল ডিভাইস)

অপরিচিতা গদ্যের হ্যান্ডনোট
30/09/2025

অপরিচিতা গদ্যের হ্যান্ডনোট

এইচএসসি ২০২৭লালসালু উপন্যাসের গোছানো নোট
30/09/2025

এইচএসসি ২০২৭
লালসালু উপন্যাসের গোছানো নোট

অধ্যায়ঃ ০৩ আইসিটি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস_
30/09/2025

অধ্যায়ঃ ০৩ আইসিটি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস_

নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের একজন প্রিয় বোনের  বদলে যাওয়া জীবন।তিনি ছিলেন একদম সাধারণ গৃহিণী। স্বামী অফিস থেকে দেরি করে ...
30/09/2025

নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের একজন প্রিয় বোনের বদলে যাওয়া জীবন।

তিনি ছিলেন একদম সাধারণ গৃহিণী। স্বামী অফিস থেকে দেরি করে ফিরতেন, সংসারে প্রায়ই খরচের টান পড়ত, আর সন্তানরা পড়াশোনায় মনোযোগ দিত না। তার মন সবসময় ভারী হয়ে থাকত—কখনো রিজিকের চিন্তা, কখনো পরিবারের শান্তি না থাকার কষ্ট।

একদিন তিনি আমাকে কল দিয়ে নিজের সমস্যার কথা বললেন— আমি তাকে নিয়মিত কিছু আমল করতে বললাম, এবং আমাদের এতিমখানা ছাত্রদের নিয়ে দোয়া করব তাও বললাম।

১/ রিজিক সংকট দূর করার আমল
দোয়া:
اللَّهُمَّ بَارِكْ لِي فِي رِزْقِي
উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি।
অর্থ: হে আল্লাহ! আমার রিজিকে বরকত দিন।
আমল:
ফজরের নামাজের পর ৭ বার পড়া
রান্না শুরু করার আগে ৩ বার পড়া
রেফারেন্স:
রিজিকের জন্য বরকত চাওয়ার দোয়া সহীহ হাদীসে এসেছে (সুনান ইবনে মাজাহ: ৯২৫, সুনান আত-তিরমিযি: ৩৪০৮)
সূরা ওয়াকিয়া পড়ার ফজিলত:
(ইবনে সুনান: ২৮৯, বাইহাকি)

২/ ঘরে শান্তি আনার আমল
দোয়া:
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ
উচ্চারণ: রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিইয়্যাতিনা কুররাতা আয়ুন।
অর্থ: হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদের দ্বারা আমাদের চোখ শীতল করুন।
আমল:
প্রতিদিন পরিবারের জন্য দোয়ার সময় ৩ বার পড়া
সকালে ঘরের চারদিকে ফুঁ দিয়ে পড়া
রেফারেন্স:
সূরা আল-ফুরকান, আয়াত ৭৪

৩/ সন্তানের নেক হওয়া ও হেফাজতের আমল
দোয়া:
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস সালিহীন।
অর্থ: হে আমার রব! আমাকে সৎ সন্তান দান করুন।
আমল:
ফজরের পর ও রাতে ঘুমানোর আগে সন্তানের মাথায় হাত রেখে ৩ বার পড়া
রেফারেন্স:
সূরা আস-সাফফাত, আয়াত ১০০ — হজরত ইবরাহিম (আ.)-এর দোয়া

৪/ মানসিক চাপ দূর করার আমল
দোয়া:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিইকা মিনাল হাম্মি ওয়াল হাজান।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুঃখ ও দুশ্চিন্তা থেকে।
আমল:
সকাল ও সন্ধ্যায় ৩ বার পড়া
দুশ্চিন্তা বাড়লে যেকোনো সময় পড়া
রেফারেন্স:
সহীহ বুখারি: ৬৩৬৯, সহীহ মুসলিম: ২৭০৬

তিনি নিয়মিত এই আমল গুলো করেছেন।
ফলাফল
মাত্র ২১ দিনের মধ্যে তিনি টের পেলেন—
টাকা ফুরিয়ে যাচ্ছে না
ঘরে ঝগড়া কমেছে
সন্তানরা পড়াশোনায় মনোযোগী হয়েছে
নিজের মনও হালকা হয়ে গেছে

শেষ কথা
দুনিয়ার সমস্যাগুলো কখনো পুরোপুরি শেষ হবে না, কিন্তু আল্লাহর কালামের সাথে সংযুক্ত হলে, সহীহ দোয়া ও আমল জীবনে আনলে সমস্যার মাঝেও বরকত আর শান্তি এসে যায়। আল্লাহ তাআলা যেমন বলেছেন—

যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।” — (সূরা আত-তালাক: ২-৩)

আজ থেকে আপনারা ও নিয়মিত এই আমল গুলো শুরু করুন। আমাদের প্রিয় বোনের মত আপনার জীবনে ও সংসারে শান্তি চলে আসবে ইনশা আল্লাহ।

সংগৃহীত

30/09/2025

শিক্ষাপ্রতিষ্ঠানে আয়া-নাইটগার্ডও নি য়ো গ দেবে ডিসি, নিয়ন্ত্রণ হারাচ্ছে ম্যানেজিং কমিটি-

সূত্র- ডেইলি ক্যাম্পাস।

Address

আশকোনা
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when HSC All Subject Hand Note & Suggestions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HSC All Subject Hand Note & Suggestions:

Share