Safaeit Tosher Vlog

Safaeit Tosher Vlog সবাই আমার নতুন পেইজটি লাইক দিয়ে পাশে থাকুন��

ভালো সময় একদিন আমারও হবে।  এই চিন্তা নিয়েই প্রতিটি দিন পার করছি😥
20/08/2025

ভালো সময় একদিন আমারও হবে। এই চিন্তা নিয়েই প্রতিটি দিন পার করছি😥

19/08/2025

ইসলাম হিন্দুধর্মের থেকেও পুরোনো ধর্ম – একটি বিশ্লেষণ

মানবসভ্যতার ইতিহাস যতই পুরোনো হোক না কেন, মানুষের আদি প্রশ্ন সবসময় একই থেকেছে—আমি কোথা থেকে এসেছি, কার ইবাদত করব, আমার জীবনের উদ্দেশ্য কী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পৃথিবীতে নানা ধর্মের আবির্ভাব ঘটেছে। ইতিহাসবিদরা সাধারণত হিন্দুধর্মকে বিশ্বের সবচেয়ে পুরোনো জীবিত ধর্ম বলে থাকেন। তবে ইসলামি দৃষ্টিকোণ থেকে দেখা যায়, ইসলামই আসলে মানবজাতির প্রথম ধর্ম, যা আদম (আ.)-এর মাধ্যমে শুরু হয়েছিল।

---

১. হিন্দুধর্মের বয়স ও ইতিহাস

হিন্দুধর্ম বা সনাতন ধর্মকে সাধারণত প্রায় ৪,০০০–৫,০০০ বছর পুরোনো ধরা হয়। বৈদিক যুগে (প্রায় খ্রিস্টপূর্ব ১৫০০ সাল) এই ধর্মের ভিত্তি গড়ে ওঠে। শুরুতে সেখানে মূর্তি পূজা ছিল না, বরং যজ্ঞ ও মন্ত্রপাঠের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করার প্রথা চালু ছিল। পরবর্তীতে প্রায় ২,০০০–২,৫০০ বছর আগে পুরাণিক যুগে এসে মূর্তি পূজা জনপ্রিয় হয়। আজ কোটি কোটি মানুষ হিন্দুধর্ম অনুসরণ করে যাচ্ছে, তাই এটি বিশ্বের প্রাচীনতম চলমান ধর্ম হিসেবে স্বীকৃত।

---

২. ইসলামের সূচনা কবে থেকে?

অনেকে মনে করেন ইসলাম শুরু হয়েছে মাত্র ১৪০০ বছর আগে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে। কিন্তু এটা শুধু ইসলামের চূড়ান্ত ও পূর্ণাঙ্গ রূপের সূচনা।

মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, ইসলাম মানে হলো আল্লাহর একত্ববাদে আত্মসমর্পণ।

এই শিক্ষা দিয়েছেন মানবজাতির প্রথম নবী আদম (আ.) থেকে শুরু করে নূহ (আ.), ইবরাহীম (আ.), মূসা (আ.), ঈসা (আ.)—সবাই।

তাই ইসলাম আসলে কোনো নতুন ধর্ম নয়, বরং আদিকাল থেকেই মানবজাতির প্রকৃত ধর্ম।

কুরআনে আল্লাহ বলেন:
“আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম তো ইসলামই।” (সূরা আলে ইমরান: ১৯)

---

৩. ইসলাম বনাম হিন্দুধর্ম – বয়সের তুলনা

ইতিহাসবিদদের দৃষ্টিতে: হিন্দুধর্ম প্রাচীনতম জীবিত ধর্ম (৪–৫ হাজার বছর আগে), আর ইসলাম নবী মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে ১৪০০ বছর আগে পূর্ণরূপে প্রতিষ্ঠিত।

ইসলামি দৃষ্টিতে: ইসলামই মানবজাতির আদি ধর্ম, যা আদম (আ.) থেকে শুরু হয়ে হাজার হাজার বছর ধরে নবীদের মাধ্যমে চলে এসেছে। সেই হিসেবে ইসলাম হিন্দুধর্মের থেকেও বহু পুরোনো।

---

হিন্দুধর্মকে ইতিহাসবিদরা পৃথিবীর সবচেয়ে পুরোনো বিদ্যমান ধর্ম হিসেবে চিহ্নিত করেছেন। তবে ইসলামি বিশ্বাস অনুযায়ী, আল্লাহর একত্ববাদে আত্মসমর্পণ—অর্থাৎ ইসলাম—মানবজাতির জন্মলগ্ন থেকেই বিদ্যমান। আদম (আ.)-এর মাধ্যমেই এর সূচনা, আর হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে এর পূর্ণতা।

👉 তাই বলা যায়—ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে হিন্দুধর্ম প্রাচীনতম, কিন্তু বাস্তবে ও ঈমানি দৃষ্টিকোণ থেকে ইসলামই হলো মানবজাতির সবচেয়ে পুরোনো এবং আদি ধর্ম।

17/08/2025

Don't grow up. It's a trap😭

17/08/2025

ঘটনাটা কোন যায়গার আমি জানি না তবে মানুষ এতো নিষ্ঠুর হয় কিভাবে। অনেক স্টেশনে দেখি ছোট ছোট বাচ্চারা চলতি ট্রেনে ছাদে উঠে। যেভাবেই হোক বাচ্চাটার যেই অবস্থা হয়েছে তাকে খুব তারাতারি কেউ হাসপাতালে নিয়ে গেলে কিন্তু কষ্টটা একটু কমে যায় কিন্তু মূর্খতার আরালে অমানুষগুলো না নিয়ে যে যার মতো ভিডিও করা শুরু করেছে। হাইরে মানুষ 😥😭

14/08/2025

এদেশে আপনি যাই করতে যান না কেন আপনাকে ভাইরাল হতে হবে। ভাইরাল হওয়া ছাড়া কোন উপায় নাই, এদেশে অসং্খ্য মানুষের মোবাইল ফোন চুরি হচ্ছে অহরহ, জিডিও হচ্ছে। কিন্তু কয়জন এর ফোন ফেরত পাচ্ছে। তবে সম্প্রতি ভাইরাল হওয়া এক বিদেশির ফোন ছিন্তাই হয় ট্রেইনের ছাদ থেকে। তার একটা কান্নার ভিডিও ভাইরাল হয় যেখানে সে ট্রেইনের ছাদে থাকা লোকেদের কাছে কাকুতি মিনতি করছে তার ফোনটি ফিরিয়ে দিতে। কিন্তু চোর কি আর দেওয়ার জন্য চুরি করে। অবশেষে দেখলাম র‍্যাব ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে। এটা খুবই প্রশংসনীয় কাজ আমি স্বীকার করছি কিন্তু এটা ভাইরাল হয়েছে বলে এটা উদ্ধার করবেন আর এদেশ থেকে এতো বছর ধরে এতো এতো ফোন চুরি ছিন্তাই হচ্ছে এগুলোও ফিরিয়ে আনুন

বিগত ১০ মাস ধরে সাদা পাথর চুরি হয়ে যাচ্ছে যেখানে সবার সামনেই অবাধে চলছে এই চুরি তারপরেও এই চুরির উৎপাত বন্ধ করতে পারেনি ...
12/08/2025

বিগত ১০ মাস ধরে সাদা পাথর চুরি হয়ে যাচ্ছে যেখানে সবার সামনেই অবাধে চলছে এই চুরি তারপরেও এই চুরির উৎপাত বন্ধ করতে পারেনি পুলিশ।
অপরদিকে ফুটপাত থেকে একজন সৎ লোকের ভাতের হোটেল উচ্ছেদ করতে সফল পুলিশ।
হ্যা, এটাই আপনার আমার সোনার বাংলাদেশ🥲

05/08/2025

শত বছরের পূরণ মন্দির আর সাথে পাহাড়ি টিলা

আমার এই ভিডিওটি দেখতে আমার ইউটিউব চ্যানেলে চলে আসুম🥰 SAFAEIT TOSHER VLOG
03/08/2025

আমার এই ভিডিওটি দেখতে আমার ইউটিউব চ্যানেলে চলে আসুম🥰
SAFAEIT TOSHER VLOG

Address

Bajitpur, Kishoreganj
Dhaka
2336

Alerts

Be the first to know and let us send you an email when Safaeit Tosher Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safaeit Tosher Vlog:

Share