Abdullah Al Mamun

Abdullah Al Mamun কেন আমরাই সেরা !
বই: Digital Marketing by Mamun
কোর্স: Digital Business strategy

কোর্স ও বই সংগ্রহ করতে:
01773494335, 01568570631

সকল সমস্যার মুখোমুখি হয়েও এগিয়ে যাওয়ার প্রত্যয়
16/07/2025

সকল সমস্যার মুখোমুখি হয়েও এগিয়ে যাওয়ার প্রত্যয়

08/07/2025

"হেরার আলো" ২৭দিনে কোরআন শিক্ষার যুগান্তকারী সংকলন।
আমার নিশ: ব‌ই
আমার পেশন: লিখতে, শিখতে ও শিখাতে।
আমি অলরেডি কোরআন শিক্ষা নিয়ে ব‌ই সংকলন করেছি।
ইতোমধ্যেই ৮০০ অধিক মানুষের কাছে ব‌ইটি পৌঁছিয়েছে।

সবাই বইটি নিয়ে কমেন্ট সেকশনে রিভিউ দেনবিস্তারিত জানতে:👇https://www.heraralo.com/eng_pdfbook/📌বইটিকে যেভাবে সাজানো হয়েছে ...
28/06/2025

সবাই বইটি নিয়ে কমেন্ট সেকশনে রিভিউ দেন
বিস্তারিত জানতে:👇
https://www.heraralo.com/eng_pdfbook/
📌বইটিকে যেভাবে সাজানো হয়েছে 👇
📕Pronunciation :উচ্চারণগত সমস্যা ও সমাধান।
📕Presentation with Topic দ্বারা ভূল বলে বলে কথা বলার অভ্যাস করা।
📕Conversation :ছবি দ্বারা কথপোকথন চর্চা।
📕Sentence making with Formula দ্বারা গ্রুপ ডিসকাশন করা।
📕Vocabulary মনে রাখার সাইন্টিপিক মেথড হচ্ছে বাক্য তৈরী করে কথা বলা

🏫Our Office:
Language Club International
🌐Moksudfur, Dohar, Dhaka-1333
☎️Contact No: 01773494335(WhatsApp),01568570631

#১মাসে_ইংরেজীতে_কথা_বলার_চ্যালেঞ্জ
#সহজে_ইংরেজীতে_কথা_বলার_সূত্র

সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। অন্যান্য সম্পদ যেমন—টাকা-পয়সা, সোনা-রূপ...
13/06/2025

সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। অন্যান্য সম্পদ যেমন—টাকা-পয়সা, সোনা-রূপা, বাড়ি-গাড়ি—হারালেও পুনরায় অর্জন করা সম্ভব, কিন্তু সময় চিরতরে চলে গেলে তা আর ফেরত আনা যায় না। তাই সময়ের সঠিক ব্যবহারই পারে একজন মানুষকে সফলতার শিখরে পৌঁছে দিতে।

সময়ই জীবন:
জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য। সময়ের সদ্ব্যবহার করলে মানুষ যেমন জ্ঞান অর্জন, কর্মসাফল্য ও আত্মোন্নয়ন করতে পারে, তেমনি সময় নষ্ট করলে জীবনে ব্যর্থতা ও অনুতাপ আসে। বিখ্যাত ব্যক্তিরা তাদের সাফল্যের রহস্য হিসেবে সময়ের সঠিক ব্যবহারকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। যেমন, আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, টমাস এডিসন—এরা সকলেই সময়কে কাজে লাগিয়ে বিশ্বকে নতুন দিশা দিয়েছেন।

সময়ানুবর্তিতা ও সফলতা:
যে ব্যক্তি সময়ের মূল্য বুঝে এবং সময়মতো কাজ করে, সে জীবনে সফল হয়। ছাত্রজীবনে পড়ালেখায় সময় দেওয়া, কর্মক্ষেত্রে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা, এমনকি ব্যক্তিগত সম্পর্ক রক্ষায়ও সময় দেওয়া গুরুত্বপূর্ণ। সময়ানুবর্তিতা একজন মানুষকে সুশৃঙ্খল, আত্মবিশ্বাসী ও নির্ভরযোগ্য করে তোলে।

সময় ন*ষ্টের পরিণতি:
যারা সময়ের মূল্য না বুঝে অলসতা, গাফিলতি বা অযথা সময় নষ্ট করে, তাদের জীবনে দুঃখ ও ব্যর্থতা এসে জড়ো হয়। অনেক প্রতিভাবান মানুষ শুধু সময়ের অপচয় করার কারণে জীবনে কাঙ্ক্ষিত সাফল্য পায় না। পরীক্ষার আগের রাতে না পড়ে সারারাত জেগে পড়া, কাজ জমিয়ে রাখা এবং পরিকল্পনাহীন জীবনযাপন—এগুলো সময় নষ্টেরই উদাহরণ।

সময় ব্যবস্থাপনার কৌশল:
সময়ের সদ্ব্যবহার করতে হলে কিছু কৌশল অনুসরণ করা প্রয়োজন:
1. লক্ষ্য নির্ধারণ – স্পষ্ট লক্ষ্য থাকলে সময় সঠিকভাবে ব্যবহার করা যায়।
2. প্রতিদিনের পরিকল্পনা – দিনের শুরুতে কাজের তালিকা তৈরি করে নিলে সময় নষ্ট হয় না।
3. অগ্রাধিকার নির্ধারণ – গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করতে হবে।
4. অলসতা ত্যাগ – কাজ ফেলে রাখার অভ্যাস ত্যাগ করে আজকের কাজ আজই শেষ করা উচিত।
5. বিনোদন ও বিশ্রামের সমন্বয় – শুধু কাজই নয়, পর্যাপ্ত বিশ্রামও নেওয়া দরকার।

সময় হলো অদৃশ্য স্রোত, যা নিরন্তর প্রবাহিত হচ্ছে। এর সঠিক ব্যবহারই পারে একজন মানুষকে মহান করে তুলতে। তাই আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে অর্থপূর্ণ জীবন গড়ে তোলা। যেমন বলেছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন—

"Time is money."
(সময়ই অর্থ।)

আসুন, আমরা সময়ের মূল্য বুঝে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার পথে এগিয়ে যাই।
#জীবন_চক্র

31/05/2025

゚viralシ #হাল_ছাড়ো_না #নিজেকে_ভালোবাসো #সফলতা

🌟 সফলতার পথে ব্যর্থতা একটা ধাপ মাত্র 🌟অনেকে ভাবেন ব্যর্থতা মানেই শেষ! কিন্তু আসলে ব্যর্থতা মানে আপনি সঠিক পথে এগোচ্ছেন।য...
22/05/2025

🌟 সফলতার পথে ব্যর্থতা একটা ধাপ মাত্র 🌟

অনেকে ভাবেন ব্যর্থতা মানেই শেষ! কিন্তু আসলে ব্যর্থতা মানে আপনি সঠিক পথে এগোচ্ছেন।
যারা চেষ্টা করে না, তারা কখনো ব্যর্থও হয় না—কারণ তারা শুরুই করেনি।

🔻 আপনি যদি এখন ব্যর্থতার মাঝে থাকেন:
✅ তাহলে আপনি ইতিমধ্যে কঠোর পরিশ্রম, অঙ্গীকার আর আগ্রহের ধাপ পেরিয়ে এসেছেন।
✅ এখন শুধু লক্ষ্য নির্ধারণ করে আবার উঠে দাঁড়ানোই পরবর্তী ধাপ।

🧠 মনে রাখুন —
ব্যর্থতা শেষ নয়, এটা শিখে সামনে যাওয়ার সেরা সুযোগ।
আর যারা থেমে যায় না, তারাই একদিন ঘড়ির কাঁটার মত সঠিক সময়ে পৌঁছে যায় ‘সাফল্য’র শিখরে। ⏰

👉 আজ ব্যর্থতা, কাল তোমার গল্পের নায়ক তুমি নিজেই!

#সফলতা #ব্যর্থতা #প্রেরণা #নিজেকে_ভালোবাসো #হাল_ছাড়ো_না

05/05/2025
ইনানী বিচ, কক্সবাজার  ゚viralシ
03/05/2025

ইনানী বিচ, কক্সবাজার

゚viralシ

কক্সবাজার রেলস্টেশন
03/05/2025

কক্সবাজার রেলস্টেশন

ঢাকা টু কক্সবাজার ফি আমানিল্লাহ
03/05/2025

ঢাকা টু কক্সবাজার

ফি আমানিল্লাহ

07/04/2025

মানুষ স্বপ্ন দেখে, বিশ্বাস করে, সাহস করে, চাপ নেয়, পড়ে যায়, উঠে আবার ছুটে। আকাশ ছুঁতে হলে লাগে আগুনে পুড়ে যাওয়ার সাহস।

আকাশ কখনো বাধা দেয় না, বাধাটা আসে আমাদের ভয় থেকে। ভয় কাটালেই—স্বপ্নময় আকাশ নিজের হয়ে যায়।

Address

Moksudpur, (fultola Bazar) Near By Padma Gov't College, Dohar
Dhaka
1333

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Al Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullah Al Mamun:

Share