11/07/2025
পটুয়াখালীর বাউফল উপজেলার ৫নং সূর্যমনি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রকুলে মরহুম সেকান্দার আলী হাওলাদারের বাড়ির সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ ব্রীজ বছরের পর বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন এই ব্রিজ দিয়ে ইন্দ্রকুল বাজার, বটতলা বাজার, চৌরাস্তা বাজারসহ ইন্দ্রকুল, রাজাপুর ও কনকদিয়া তিন গ্রামের শত শত মানুষ যাতায়াত করে থাকেন।
বিশেষ করে পশ্চিম ইন্দ্রকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়, ইন্দ্রকুল বালিকা দাখিল মাদ্রাসা ও রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত চলাচলের একমাত্র ভরসা এই ব্রিজ। কিন্তু প্রতিবছর বর্ষার মৌসুমে ব্রীজটি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যে, শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
গত এক দশকেরও বেশি সময় ধরে ব্রীজটি ভেঙে পড়া বা মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। সামগ্রিক দিক বিবেচনায় ব্রীজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, অজ্ঞাত কারণে গুরুত্বপূর্ণ এই ব্রিজটির পুনঃনির্মাণ নিয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। যেন এটি দেখার কেউ নেই!
এ প্রসঙ্গে সাধারণ জনগণের পক্ষ থেকে স্থানীয় ইঞ্জিনিয়ার জনি হাওলাদার বলেন, "এই ব্রীজটি দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও জনগণ চলাচল করে। বৃষ্টির সময় এই ব্রীজে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে প্রতিনিয়ত। আমরা বারবার বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের জোর দাবি, অতিদ্রুত এই ব্রিজটি পুনঃনির্মাণ করা হোক।"
এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে করে শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি কমে আসে।