Opted News

Opted News Opted News delivers accurate, unbiased, and timely reporting across politics, world events, business, tech, health, and more. For ads: [email protected]

Committed to truth and balanced perspectives.

23/06/2025

🔥 Iran Strikes US Base in Qatar | Explosions Rock Doha 🇮🇷🇺🇸🇶🇦

11/05/2025

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন

More details in the comment section
05/05/2025

More details in the comment section

বিস্তারিত জানতে কমেন্ট চেক করুন।
03/05/2025

বিস্তারিত জানতে কমেন্ট চেক করুন।

More details in Comment
03/05/2025

More details in Comment

রাইড শেয়ারিং চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ শ্রম সংস্কার কমিশনের
03/05/2025

রাইড শেয়ারিং চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ শ্রম সংস্কার কমিশনের

একদিন পিছিয়ে খালেদা জিয়ার দেশে ফেরা, ফিরছেন মঙ্গলবার
03/05/2025

একদিন পিছিয়ে খালেদা জিয়ার দেশে ফেরা, ফিরছেন মঙ্গলবার

30/04/2025

.

14/05/2024

গাজায় নিহত ৩৫ হাজার ছাড়াল News

11/05/2024

আমি চাই রিকশাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে: প্রধানমন্ত্রী

29/02/2024

মামা ল্যাং বাংলার আঁকাধরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

04/08/2023

‘ঘরে ঢুকলেই মায়ের জন্য বুক ফেটে যায়’

চট্টগ্রামের পটিয়া পৌরসভার পাইকপাড়া মহাজনবাড়ির ৭০ বছর বয়সী সন্ধ্যা দাশ মাঝেমধ্যেই বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা করতে যেতেন। কখনো কখনো চার থেকে পাঁচ দিন মন্দিরেই থেকে যেতেন। আবার চলে আসতেন বাড়িতে। গত ৩০ এপ্রিল পটিয়ার পাশের উপজেলা চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলা সুচিয়া লোকনাথ মন্দিরে গিয়েছিলেন সন্ধ্যা দাশ।

সেখানে দুই দিন থেকে গত ২ মে সকালে মন্দির থেকে বাড়ির উদ্দেশে রওনাও দিয়েছিলেন। তবে আর তিনি বাড়ি ফেরেননি।

তিন মাস ধরে মা সন্ধ্যা দাশকে খুঁজে বেড়াচ্ছেন অপু দাশ (৪০)। প্রথম আলোকে তিনি বলেন, ‘এমন কোনো জায়গা নেই, যেখানে যাইনি। যে যেখানে যেতে বলেছে, সেখানে গিয়েছি। খুঁজেছি, কিন্তু কোথাও মাকে পেলাম না। চেষ্টার কোনো কমতি রাখিনি। কবে যে মাকে পাব, তা-ও জানি না। ঘরে ঢুকলেই মায়ের জন্য বুক ফেটে যায়।’ অপু বলেন, অন্যান্য বার পূজা-অর্চনার জন্য চার থেকে পাঁচ দিন মন্দিরে থাকলেও এবার দুই দিন থেকেই ২ মে সকালে মন্দির থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁর মা।বের হওয়ার আগে মন্দিরের এক পূজারির ফোন থেকে ছেলের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, মা প্রতিবারই একা একা ফিরে আসেন, তাই মায়ের বাড়ি ফেরা নিয়ে কোনো দুশ্চিন্তা জাগেনি তাঁর মনে। প্রতিদিনের মতো কর্মস্থল থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন মা তখনো বাড়িতে পৌঁছাননি। অথচ মন্দির থেকে তাঁদের বাড়িতে আসতে লাগে ৪০ থেকে ৫০ মিনিট সময় লাগে।

সন্ধ্যার পর রাত নামে, কিন্তু মা আর ঘরে আসেন না। দুশ্চিন্তা ভর করে অপুর মনে। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেন, পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে খবর নেন। চারপাশ থেকে শুধু হতাশার খবর আসতে থাকে। কোথাও যাননি সন্ধ্যা দাশ। সারা রাত অস্থিরতার মধ্যে কাটানোর পর ভোরের আলো ফুটতেই অপু ছুটে যান মন্দিরটিতে। কিন্তু মা সেখানে নেই। পূজারিরা বলেন, আগের দিনই মন্দির থেকে তাঁর মা বাড়িতে চলে গেছেন।

গত শুক্রবার চট্টগ্রাম নগরের এক আত্মীয়ের বাসায় কথা হয় অপু দাশের সঙ্গে। তিনি বলেন, মা ধর্মকর্ম করতে ভালোবাসেন। বিভিন্ন মন্দিরে যেতেন। থাকতেন। তাঁর বিশ্বাস, মা হয়তো কোনো একটি মন্দিরে আছেন। তাই চট্টগ্রাম শহর ও উপজেলার বিভিন্ন মন্দির, নারায়ণগঞ্জের লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দিরে গিয়েছিলেন। কিন্তু কোথাও মা নেই।অপেক্ষায় আছেন, মাকে কবে ফিরে পাবেন উল্লেখ করে অপু বলেন, কোথাও মায়ের মতো কাউকে দেখা গেছে, এমন খবর পেলেই কারখানা থেকে বেরিয়ে পড়েন। কখনো একা, কখনো আত্মীয়দের নিয়ে দ্রুত ছুটে যান সেখানে। কিন্তু দিন শেষে হতাশা নিয়ে ফিরতে হয়।

তিনি বলেন, প্রথম ১৫ থেকে ২০ দিন কর্মস্থলেই যাননি। এখনো মাঝেমধ্যে টানা চার থেকে পাঁচ দিন অনুপস্থিত থাকেন। অফিসের লোকজন খুব সহযোগিতা করছেন।

তাঁর মা শারীরিকভাবে সুস্থ জানিয়ে অপু দাশ বলেন, তবে বয়সের কারণে স্মৃতিশক্তি কমে গেছে। কোনো কিছু সহজে মনে রাখতে পারেন না।

Address

Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Opted News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share