Friend's Musical Group & Event Management

Friend's Musical Group & Event Management Friend's Musical Group...
""" Learn Today Lead Tomorrow"""

ঠকলেও ঠকিও না! অন্যকে ঠকিয়ে তুমি জিতে যাবে? সেটা হয় নাকি? কাউকে ঠকালে তোমাকেও যে ঠকতে হবে বাছা। যে ঠকায় সে ও ঠকে। তুমি এ...
10/09/2024

ঠকলেও ঠকিও না!

অন্যকে ঠকিয়ে তুমি জিতে যাবে? সেটা হয় নাকি? কাউকে ঠকালে তোমাকেও যে ঠকতে হবে বাছা।
যে ঠকায় সে ও ঠকে।
তুমি এক মানুষ ঠকাও, তোমাকে বাকি সবে ঠকায়! তুমি যাদের কাঁদাও আবার তারা যাদের কাঁদায় এভাবে ফিরতে ফিরতে কান্না তোমার দিকেও ফিরবে।
ঠকিয়ে কেউ না ঠকে পারে না।
মানুষ ক্ষমা করতে পারে কিন্তু রীতি-প্রকৃতি(রূপক অর্থে ব্যবহৃত হচ্ছে) ক্ষমা করে না।
তার নিজস্ব নীতি আছে। যেটুকু ভেজাবে ততটুকু ভিজবে।
কারো সুখ-শান্তি কেড়ে নিয়ে,
স্বপ্ন ভেঙে দিয়ে কেউ আত্মিক প্রশান্তি নিশ্চিত করতে পারেনি।

তুমি আজ ঠকালে, তুমি কাল ঠকবে।
পাপের একভাগ পৃথিবীতেই ভোগ করে যেতে হবে। কাউকে ঠকিয়ে কেউ মাফ পায় না; পায়নি।
দীর্ঘশ্বাসের গভীরতর ক্ষমতা।
অভিশাপ বিনিময়বিহীন যায় না।
কারো চোঁখের জলে যদি তোমার নাম লেখা থাকে, কারো বুঁক ভাঙায় যদি তোমার দায় থাকে তবে তোমাকেও কাঁদতে হবে।
বুঁকের মাঝে লাগবে ব্যথা আরও অধিক।
সাময়িকের জন্য বিজয় মিছিল করতে পারো কিন্তু ধ্বংস ফেরাতে পারবে না।
কারো যেটুকু ক্ষতি করেছো তার অধিক ক্ষত সারাজীবন বয়ে বেড়াতে হবে।
প্রকৃতি (নিয়তি)প্রতিশোধ নিতে জানে।
তাকে অনুরোধ জানাতে হয় না।

মানুষকে ঠকিও না।
কারো বিশ্বাস ভঙ্গের কারন হইয়ো না।
মানুষের অভিশাপের চেয়ে, মানুষের চোঁখের পানি থেকে ক্ষতির বড় কোন অস্ত্র নাই।
কারো স্বপ্ন ভেঙ্গে দিয়ে তোমার কোন ক্ষতি চোঁখে পড়লো না অথচ তুমি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালে না- এই তো প্রতিশোধ।
যে সকল ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে জীবন ক্ষয়ে যায়,তার অন্যতম অন্যকে ঠকানো।
মানুষকে জিতিয়ে দাও।
নিজে কম নাও। তবুও ধ্বংসের ফাঁদে পা দিও না। কারো ক্ষতি করে মেরুদন্ড তুলে দাঁড়াতে পারবে না।
হিসেব মেটাতেই হবে।

কারো দুর্বলতা জেনে সুযোগ নিও না।
সেটুকুই প্রতিশ্রুতি দাও যেটুকু রাখতে পারবে।
মাঝপথে ছেড়ে গেলে তুমি হয়তো গন্তব্যে পৌঁছাতে পারবে কিন্তু যে পথহারা হলো সে তোমার গন্তব্যের যাত্রা কঠিন করে তুলবে।
যে অধিকার হারা হয় কিংবা প্রাপ্য থেকে বঞ্চিত হয় সে যখন দীর্ঘশ্বাস ছাড়ে তখন তা মিস টার্গেট হয় না। মানুষের হক ঠকালে রবও তার দায় তুলে দিবেন না। মানুষের আস্থা-বিশ্বাস ভঙ্গ করার মত বড় পাপ আর নাই।
স্বপ্ন-সাধ ধ্বংস করার মত বড় অন্যায় নাই।
ক্ষমতা পেয়ে, সুযোগে গুঁজে যদি কাউকে ঠকাও তবে প্রকৃতি (নিয়তি)তার প্রতিশোধ অচিরেই অবশ্যই নিবে। জীবনে কোন না কোন ঘাটে তুমি ঠকবে। ঠকতেই হবে।

অতীতের অন্যায়ের জন্য অনুশোচনা করো।
যে ভুল পাছে ফেলে এসেছো তা সুযোগ থাকলে শুধরে নাও।
প্রয়োজনে গচ্ছা দাও তাও আলোর মুখোমুখি দাঁড়াও। কেউ কারো জন্য অপরিহার্য নয়,
তবে কারো অপূর্ণতায় কেউ যদি শূন্যতা অনুভব করে তবে তাতে ক্ষতের খতিয়ান দীর্ঘ করবে।
একটা মাত্র জীবন।
এখানে সুখী হতে না পারলে কিংবা নিজেকে না জানলে সমগ্র আয়োজন বিফল বুঝে নিও।
কাজেই নিজে ঠকে হলেও অন্যকে জিতিয়ে দাও। পরিনামে ফল-ফুল পাবে সবটাই পাবে।
কাউকে ঠকালে তিনি ধাক্কা সামলে উঠবেন কিন্তু এর প্রতিশোধে তোমাকে যে খেসারত দিতে হবে তা বোধহয় সামলাতে পারবে না।

কারো দীর্ঘশ্বাসে, কারো অনুযোগের তীরের ফলকে থেকো না।
যেটুকু পারো দাও কিন্তু অন্যায়ভাবে কারো থেকে নিও না।
মন ভেঙ্গো না। মিথ্যা আশ্বাসে কিংবা প্রলোভনে তুমি সরিষাতুল্য কেড়ে নিলে তোমার থেকে পাহাড়সম দখল হয়ে যাবে।
জীবন সুন্দর যদি সুন্দরের রশ্মি রেখে আসো।
তুমি সেই আলোতেই আলোকিত হবে,
যে আলোকের পদাঙ্ক অনুসরণ করেছো।
কাউকে এক চিমটি ব্যথা দিলে তোমাকেও একফালি দুঃখ সামলানোর জন্য প্রস্তুত হতে হবে।
দুঃখ তখন উঁচু ঢেউ হয়ে জীবনের তীরে তীব্র হয়ে উপচে পরবে।
হারও তবে হারিও না।
জীবনের সর্বত্র জিততে হয় না!!!

Friend's Musical Group & Event Management

- 🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅

আমি অনুভব করি শূ'ন্যতা,অ'ভি'মান কখনও পুষে রাখি না!ভাঙা মন,ছুটছি একা,পু'ড়ছে হৃদয়,এতেও অ'ভি'যোগ নেই।তোমার অনিয়মের শহরে,...
26/07/2024

আমি অনুভব করি শূ'ন্যতা,
অ'ভি'মান কখনও পুষে রাখি না!
ভাঙা মন,ছুটছি একা,পু'ড়ছে হৃদয়,
এতেও অ'ভি'যোগ নেই।

তোমার অনিয়মের শহরে,ঝুলে থাকুক অব্যক্ত হৃদয়ের অপ্রকাশিত কথা!

Friend's Musical Group & Event Management এর নতুন সদস্য আজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে।

- 🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅

পবিত্র ঈদুল আযহা প্রত্যেকটা মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ এবং শান্তি। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। """ঈদ মোবা...
16/06/2024

পবিত্র ঈদুল আযহা প্রত্যেকটা মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ এবং শান্তি। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। """ঈদ মোবারক"""

Friend's Musical Group & Event Management

- 🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅

 #ইফতার পার্টি-২০২৪ #স্থানঃ- পিয়ার আলী কলেজ প্রাঙ্গণ, মাওনা। #তারিখঃ- ৩০-০৩-২০২৪ ইং #সার্বিক আয়োজন এবং তত্ত্বাবধানেঃ- পথ...
30/03/2024

#ইফতার পার্টি-২০২৪
#স্থানঃ- পিয়ার আলী কলেজ প্রাঙ্গণ, মাওনা।
#তারিখঃ- ৩০-০৩-২০২৪ ইং

#সার্বিক আয়োজন এবং তত্ত্বাবধানেঃ- পথিক ব্যান্ড & Rahat Rabbani

thanks to my dear younger brother Prince Jøy... 💘💝💞❤️‍🩹💘

- 🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅

তুমি দেইখা নিও, মিলাইয়া নিও,একদিন আমারে তোমার খুব কইরা মনে পড়বো। মন পুড়বো মনে পইড়া। তুমি চইলা যাওনের পর আমারে যেমন কইরা ...
17/03/2024

তুমি দেইখা নিও, মিলাইয়া নিও,একদিন আমারে তোমার খুব কইরা মনে পড়বো। মন পুড়বো মনে পইড়া। তুমি চইলা যাওনের পর আমারে যেমন কইরা কামড়ে ধরে স্মৃতির পোকায়, তেমন কইরা স্মৃতি পোকায় তোমারেও কামড়ে মাইরবো, কামড়ে ধইরবো আত্মার অলিগলি, মেঠোপথ।

তুমি দেইখা নিও,মিলাইয়া নিও– একদিন আমারে তোমার খুব কইরা দেখবার মন চাইবো! হেইদিন তামাম দুইন্না খুঁইজাও আমারে পাইবা না,দেখবার পারবা না।যেমন কইরা তোমারে না দেইখবার না পাইয়া অসুখে ছটফট করছি,পানির মাছ ডাঙা পাওনের মতন। তেমন কইরা ছটফট করবা! যেমন কইরা পরাণ পাখি উড়ুউড়ু কইরা উড়াইয়া নিছে আমারে,তোমারেও উড়াইয়া নিবো আমারে না দেখবার অসুখ।

তুমি দেইখা নিও, একদিন আমার লাইগা তোমার বুঁকখানি তোমার লাইগাই অভিযোগ আইবো। ক্যান ছ্যাইড়া গ্যালা?ক্যান ধইরা রাখবার পথ গুছাইয়া নষ্ট করলা নিজের জমিন।

তোমার চাইরটা পাশ সুখে গুমগুম কইরবো, তবুও তুমি সুখে নাই! এইডা শুধু তুমিই টের পাইবা! কান্না আইবো কানবার পারবা না জবাবদিহিতায়।

তোমার নাই হইয়া যাওন যেমন কইরা আমার যুদ্ধের ময়দানে গুলিবিদ্ধ বুঁক! একদিন আমার নাই হওন, তোমারও হইবো এমন একটা অসুখ...!!!

- 🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅

   #বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪  #স্থানঃ- জয়দেবপুর, গাজীপুর।  #তারিখঃ- ১০-০৩-২...
10/03/2024



#বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪
#স্থানঃ- জয়দেবপুর, গাজীপুর।

#তারিখঃ- ১০-০৩-২০২৪ খ্রিঃ

#ব্যান্ডঃ- Friend's Musical Group & Event Management

#সাউন্ডঃ- Boway Digital Sound

#সার্বিক আয়োজন এবং তত্ত্বাবধানেঃ- Prince Jøy

- 🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅

   #বারেন্ডা মডেল একাডেমি ও বারেন্ডা নিজাম উদ্দিন কলেজের  #শিক্ষা সফর-২০২৪ #বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪  #...
10/03/2024


#বারেন্ডা মডেল একাডেমি ও বারেন্ডা নিজাম উদ্দিন কলেজের
#শিক্ষা সফর-২০২৪
#বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪
#স্থানঃ- শাহীনবাগ রিসোর্ট, জামালপুর চৌরাস্তা, কালিয়াকৈর।

#তারিখঃ- ০৯-০৩-২০২৪ খ্রিঃ

#ব্যান্ডঃ- Friend's Musical Group & Event Management

#সাউন্ডঃ- Boway Digital Sound

#সার্বিক আয়োজন এবং তত্ত্বাবধানেঃ- Prince Jøy

- 🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅

   #বারেন্ডা মডেল একাডেমি ও বারেন্ডা নিজাম উদ্দিন কলেজের  #শিক্ষা সফর-২০২৪ #বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪  #...
10/03/2024


#বারেন্ডা মডেল একাডেমি ও বারেন্ডা নিজাম উদ্দিন কলেজের
#শিক্ষা সফর-২০২৪
#বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪
#স্থানঃ- শাহীনবাগ রিসোর্ট, জামালপুর চৌরাস্তা, কালিয়াকৈর।

#তারিখঃ- ০৯-০৩-২০২৪ খ্রিঃ

#ব্যান্ডঃ- Friend's Musical Group & Event Management

#সাউন্ডঃ- Boway Digital Sound

#সার্বিক আয়োজন এবং তত্ত্বাবধানেঃ- Prince Jøy

- 🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅

   #পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান  #স্থানঃ- সোহাগ পল্লী রিসোর্ট #তারিখঃ- ১০-০৩-২০২৪ খ্রিঃ #ব্যান্ডঃ- পথিক ব্যান্ড...
10/03/2024


#পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

#স্থানঃ- সোহাগ পল্লী রিসোর্ট

#তারিখঃ- ১০-০৩-২০২৪ খ্রিঃ

#ব্যান্ডঃ- পথিক ব্যান্ড

#সাউন্ডঃ- Boway Digital Sound

#সার্বিক আয়োজন এবং তত্ত্বাবধানেঃ- Prince Jøy

- 🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅

   #পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান  #স্থানঃ- মাওনা, শ্রীপুর। #তারিখঃ- ০৭-০৩-২০২৪ খ্রিঃ #ব্যান্ডঃ- পথিক ব্যান্ড  #স...
10/03/2024


#পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

#স্থানঃ- মাওনা, শ্রীপুর।

#তারিখঃ- ০৭-০৩-২০২৪ খ্রিঃ

#ব্যান্ডঃ- পথিক ব্যান্ড

#সাউন্ডঃ- Boway Digital Sound

#সার্বিক আয়োজন এবং তত্ত্বাবধানেঃ- Prince Jøy

- 🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅

Address

Dhaka, Bangladesh. .
Dhaka
1230

Telephone

+8801742090920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friend's Musical Group & Event Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Friend's Musical Group & Event Management:

Share