
08/08/2025
খারাপ সময় কেটে যাবে, নিশ্চয়ই সত্যের জয় সুনিশ্চিত..!
শুনে রাখো এদেশের কিছু স্বার্থপর মানুষ, সময়ের চাকা থেমে থাকে না। অন্যায়, অপমান, অবিচার সবকিছুরই অবসান আছে। সত্য কখনো মুছে যায় না, সে শুধু অপেক্ষা করে বিজয়ের মুহূর্তের জন্য। আজ যে চোখে ধুলো দেওয়া হচ্ছে, কাল সেখানেই জেগে উঠবে সত্যের তীব্র আলো। আর সেই সত্যের নাম সাকিব আল হাসান। যিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গর্ব, যিনি নিজের নামের পাশে গেঁথেছেন হাজারো গৌরবের পালক। তাকে নিয়ে যতই প্রশ্ন উঠুক, বিতর্ক হোক, একথা ভেবে রেখো সাকিব আল হাসানের ফেরার সময় যত দীর্ঘ হবে, তার জন্য অপেক্ষার জনতার স্রোত তত দীর্ঘ হবে।
তিনি মাঠে ফেরার দিন, দেশের প্রতিটি মাঠ, প্রতিটি গ্যালারি, প্রতিটি হৃদয় শুধু একটি নামেই মুখরিত হবে আমাদের কিংবদন্তি ফিরেছে, ঘরের ছেলে ঘরে ফিরেছে। এই ধ্বনি হবে আবেগের, ভালোবাসার এবং বিশ্বাসের। তাকে যারা ভুলে যেতে চেয়েছে, ইতিহাস একদিন তাদেরই ভুলে যাবে। কারণ নক্ষত্রকে ছায়া দিয়ে ঢেকে রাখা যায় না। সূর্যকে অস্বীকার করলে আলো থেমে থাকে না।
তাই বিশ্বাস রাখো, খারাপ সময়টা একদিন কেটে যাবে। আর সেই দিন, সত্যের পক্ষে দাঁড়ানো এই দেশের মানুষ এক কণ্ঠে বলবে ফিরে এসো সাকিব আল হাসান, বাংলাদেশ তোমার অপেক্ষায়..! 🖤