Premium Book Reader

Premium Book Reader Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Premium Book Reader, Book & Magazine Distributor, 36/Banglabazar, Dhaka.
(1)

আমি এডমিন বলছি। আমি ভয়ে আছি।🙂অলরেডি ফায়ারসার্ভিসে খবর দিয়ে রেখেছি।
27/10/2025

আমি এডমিন বলছি। আমি ভয়ে আছি।🙂

অলরেডি ফায়ারসার্ভিসে খবর দিয়ে রেখেছি।

এ শহর বইয়ের শহর 🫶
26/10/2025

এ শহর বইয়ের শহর 🫶

সীরাত ভাইয়ার ইনবক্স থেকে 🥰
26/10/2025

সীরাত ভাইয়ার ইনবক্স থেকে 🥰

অস্থির হয়ে বিছানায় পাশ ফিরতে গিয়ে চোখ খুলে যায় সিকান্দারের। পা থেকে মাথা পর্যন্ত ঘামে ভেজা। শরীর জুড়ে মৃদু কম্পন। একেএকে...
26/10/2025

অস্থির হয়ে বিছানায় পাশ ফিরতে গিয়ে চোখ খুলে যায় সিকান্দারের। পা থেকে মাথা পর্যন্ত ঘামে ভেজা। শরীর জুড়ে মৃদু কম্পন। একেএকে রুমের সব লাইট অন করে দেয় ও। ভয় কমলেও দমবন্ধ ভাব কাটেনি, সব জানালা খুলে দিয়ে বেলকনিতে এসে লম্বা শ্বাস নেয়। তখন মনে পড়ে ও কোনো অন্ধকার জায়গায় না বরং ইউরোপের সুন্দর একটি দেশ- ইতালিতে রয়েছে। রোম শহরে।


বই- জো বাচে হ্যায় সাঙ্গ সামেট লো
📷- Irin

বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর ৬টি গল্পগ্রন্থ 🔥১। তৃণাঙ্কুর       ২। বনে পাহাড়ে   ৩। উর্মিমুখর৪। মৌরিফুল    ৫। তালনবমী      ...
26/10/2025

বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর ৬টি গল্পগ্রন্থ 🔥

১। তৃণাঙ্কুর ২। বনে পাহাড়ে ৩। উর্মিমুখর
৪। মৌরিফুল ৫। তালনবমী ৬। মেঘমল্লার

✅ বইগুলো সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন।

আপনি কখনও জীবনানন্দ দাশকে পড়বেন না। যদি পড়েন, আপনার ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমি কোনোদিন কবিতা ভালোবাসিনি। আমার নিকট পৃথিবীর ...
25/10/2025

আপনি কখনও জীবনানন্দ দাশকে পড়বেন না। যদি পড়েন, আপনার ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমি কোনোদিন কবিতা ভালোবাসিনি। আমার নিকট পৃথিবীর গুটিকয়েক অপছন্দের জিনিসের মধ্যে একটি ছিল কবিতা। প্রচণ্ড হতাশা আর দুঃখ-কষ্টের দিনে প্রথম আমি জীবনানন্দকে পড়তে শুরু করি, কৌতূহলবশত।

তারপর? তারপর বড্ড ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল আমার।
আমি আর কোনোদিন কবিতাকে ঘৃণা করতে পারিনি।
কবিতা যে ব্যর্থ মানুষদের ভাষা, তা আমি জেনেছিলাম জীবনানন্দ দাশকে পড়ার পর।

জীবনানন্দকে পড়ার পর বহুবার আমার তাঁকে হত্যা করার ইচ্ছে হয়েছিল। কারণ, আমার শুধু মনে হয়েছিল জীবনানন্দ আমার জীবনের প্রতিটি অধ্যায় লিখে গিয়েছেন। লিখে গিয়েছেন আমার দুঃসময়, সুসময়, আমার শৈশব, আমার আনন্দ, আমার বেদনা। যা আমি কখনো মনে করতে চাইনি, শুধু ভুলে যেতে চেয়েছিলাম গোপনে।
আফসোস, মৃত মানুষদের দ্বিতীয়বার হত্যা করা যায় না।

পৃথিবী যে দুঃখের কাছে ঋণী, জীবনানন্দ তা তাঁর কবিতায় গুঁজে দিয়েছেন। আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, তোমার সমস্ত ব্যথা এক-একটা ফুল। যদিও তা যন্ত্রণার, তবু বাঁচার জন্য তা প্রয়োজন ছিল খুব।

জীবনানন্দ মনে করিয়ে দিয়েছেন মায়ের আঁচলের কথা, মমতার কথা, নক্ষত্রের রাতে বাবার আত্মহত্যাপ্রবণ হয়ে ওঠা জীবনের কথা। তিনি মনে করিয়ে দিয়েছেন আমার স্বাদের শৈশব, ধানসিঁড়ির মাঠ, প্রাণহীন নদী, পাহাড়, মেঘ, পাখি, ফুলের কথা।

জীবনানন্দ লিখেছেন জীবনে জড়িয়ে থাকা এক টুকরো সবুজ ঘাস থেকে নক্ষত্র, পতিতা থেকে দেবী, মসজিদ থেকে মন্দির। তিনি লিখেছেন আমার প্রেমিকার চুলের বেনী, বেনীতে ঝুলে থাকা জারুলফুল। লিখেছেন মনের সদরদুয়ার দিয়ে প্রেমিকার হেঁটে চলে যাওয়া নিষ্ঠুরতম দু’খানা পায়ের কথা। তিনি জানিয়েছেন, ভালোবেসে কতটুকু কাঙাল হওয়া যায়, ঈর্ষা করা যায়।

জীবনানন্দকে আমি যথেষ্ট ঘৃণা করি। অতটা লিখতে নেই জীবন, যতটা লিখলে নিজেকে গোপন করে রাখার মতো অবশিষ্ট আর কিছুই থাকে না।

আমি বলছি, আপনি জীবনানন্দকে পড়বেন না। যদি পড়েন, আপনার বড্ড ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আপনি কস্মিনকালেও ভুলতে পারবেন না জীবনের মোড়ে মোড়ে পাওয়া যাবতীয় দুঃখ। যদি একান্ত জেদের বসে ভুলে যাওয়ার চেষ্টাও করেন, তবে কোনো এক জোৎস্নামুখর রাতে জীবনানন্দ এসে আপনাকে মনে করিয়ে দেবে,

"পৃথিবীর পথে আমি কেটেছি আঁচড় ঢের, অশ্রু গেছি রেখে,
তবু ঐ মরালীরা, কাশ, ধান, রোদ, ঘাস এসে এসে মুছে দেয় সব।"

ফিসফিস করে নক্ষত্ররা বলে উঠবে,
"এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর।"

চিরায়ত প্রকাশনী থেকে আসতে যাচ্ছে কি কিউট দেখতে। 😘
25/10/2025

চিরায়ত প্রকাশনী থেকে আসতে যাচ্ছে কি কিউট দেখতে। 😘

কবি জীবনানন্দ দাশের প্রথম উপন্যাস 'মাল্যবান'। উপন্যাসটি কবির মৃত্যুর পর ১৯৭০ সালে গ্রন্থিত হয়। উপন্যাসটি মাল্যবান নামের...
25/10/2025

কবি জীবনানন্দ দাশের প্রথম উপন্যাস 'মাল্যবান'। উপন্যাসটি কবির মৃত্যুর পর ১৯৭০ সালে গ্রন্থিত হয়। উপন্যাসটি মাল্যবান নামের একজন ছাপোষা কেরানির সংসার জীবনকে উপজীব্য করে রচিত হয়েছে। দীর্ঘ পনের বছর চাকরি করলেও সংসারের খরচ যোগাতে মাল্যবান হিমশিম খায়। কোলকাতার কলেজ স্ট্রিটের দ্বিতল একটি বাড়িতে স্ত্রী উৎপলা ও মেয়ে মনুকে নিয়ে তার সংসার। সংসারের খরচ মেটাতে গাধার মত পরিশ্রম করে গেলেও আদতে মাল্যবান 'চিনির বলদ' ছাড়া কিছু না। উৎপলা সব সময় তাকে বিভিন্নভাবে হেনস্তা করে যেত। সে ও মনু থাকতো দোতলার আলো-বাতাসে ভরপুর বড় একটি ঘরে। আর মাল্যবান থাকতো নীচতলার ছোট্ট স্যাঁতসেঁতে একটি খুপরি ঘরে। অর্থাৎ উৎপলা জীবনের একটি বড় সময় জুড়ে মাল্যবানকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করে গেছে। ফলে যা হবার তাই হয়েছিল। মাল্যবান ও উৎপলার সংসার জীবন সুখের হয়নি।

দুইজন বিপরীত মেরুর মানুষ যখন সামাজিক বন্ধনের মাধ্যমে একসাথে চলতে শুরু করে, তখন কি ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতে পারে 'মাল্যবান' উপন্যাসটিতে তার প্রতিচ্ছবি দারুণভাবে ফুটে উঠেছে। উপন্যাসটি যেমন হঠাৎ করে শুরু হয়েছে, তেমনি হঠাৎ করেই যেন শেষ হয়ে গেছে। যখন জানতে পারলাম 'মাল্যবান' উপন্যাসের আড়ালে প্রিয় কবি জীবনানন্দ দাশ নিজের জীবনের গল্প বলে গেছেন, তখন যেন অবিশ্বাস্য লাগছিল। 'জীবনানন্দ' নামের মাঝে 'আনন্দ' থাকলেও বাস্তব জীবনে কবি কতটা কষ্টকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভাবলে নিজের অজান্তেই দু'ফোঁটা অশ্রুজল গাল বেঁয়ে আসে। অনেকে ধারণা করেন, জীবনানন্দ দাশ সংসার জীবনের এই গ্লানি সহ্য না করতে পেরে ট্রামের তলে পড়ে আত্মাহুতি দিয়েছেন। এই উপন্যাসটি পড়লে তার কারণ কিছুটা হলেও উপলব্ধি করা যায়। অতি সাম্প্রতিক সময়ে আরেক প্রিয় কথাসাহিত্যিক শাহাদুজ্জামান তাঁর "একজন কমলালেবু" বইয়ে ব্যক্তি জীবনানন্দের এ দুঃসহ জীবনের চিত্র অত্যন্ত সুন্দরভাবে এঁকেছেন।

'মাল্যবান' নিয়ে আরেকটু ঘাঁটাঘাঁটি করতে যেয়ে জানলাম, জীবনানন্দ দাশের মৃত্যুর পর এই উপন্যাসটির প্রকাশ ঠেকাতে তাঁর স্ত্রী লাবণ্য দাশ অনেক চেষ্টা করেছিলে, কিন্তু সফল হননি। পরবর্তীতে লাবণ্য দাশ নিজেও জীবনানন্দকে নিয়ে 'মানুষ জীবনানন্দ' নামের একটি বই লিখেছেন। খুব ইচ্ছে আছে বইটি পড়ার। কে জানে অনেক অনাকাঙ্ক্ষিত প্রশ্নের জবাব হয়তো তিনি এই বইয়ের মাধ্যমে দিতে চেয়েছেন!

সবশেষে বলা যায়, বেশিরভাগের পাঠকের মত আমার কাছে জীবনানন্দ দাশ কখনো 'রূপসী বাংলার কবি', কখনো 'ধুসর পাণ্ডুলিপির কবি', কখনো 'তিমির হননের কবি', আবার কখনোবা 'নির্জনতার কবি'৷ ঔপন্যাসিক জীবনানন্দের সাথে পরিচয় হল 'মাল্যবান'-এর মাধ্যমে। তাঁর অঘোষিত আত্মজৈবনিক উপন্যাস 'মাল্যবান'। কবির অসুখী দাম্পত্য জীবনের ছায়া পড়েছে এই উপন্যাসে। আসুন, ঔপন্যাসিক জীবনানন্দের সাথে পরিচিত হই 'মাল্যবান' উপন্যাসটি দিয়ে।

~ 150৳

নতুন প্রেমে পড়ার বই জানা আছে কারোর?🙂আমি আসলে পড়ি নাই কখনো, জানিনা।
25/10/2025

নতুন প্রেমে পড়ার বই জানা আছে কারোর?🙂
আমি আসলে পড়ি নাই কখনো, জানিনা।

কথার জাদুকর হুমায়ূন আহমেদের কিছু জনপ্রিয় বই❤️
24/10/2025

কথার জাদুকর হুমায়ূন আহমেদের কিছু জনপ্রিয় বই❤️

বইয়ের যানবাহন! 🌻
24/10/2025

বইয়ের যানবাহন! 🌻

৩৫০ টাকার কিছু জনপ্রিয় প্যাকেজ💗
23/10/2025

৩৫০ টাকার কিছু জনপ্রিয় প্যাকেজ💗

Address

36/Banglabazar
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Premium Book Reader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share