অসহায় আমরা

অসহায় আমরা Make a community to establish non government teachers right. I am a non government MPO teacher, Deprived of fair rights.
(11)

We want nationalization to achieve our rights. The key to winning any struggle is a united effort



11/09/2025

গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের পে কমিশনের কাছেও শিক্ষকরা অবহেলিত। অধিকার ছিনিয়ে আনার জন্য যৌক্তিক প্ল্যাটফর্ম দরকার। আমাদের হাতকে শক্তিশালী করেন আমরা আমাদের পেশাগত অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।

10/09/2025

% আকারে মাদ্রাসা কারিগরির বাড়ি ভাড়ার হিসাব প্রস্তুত। আমরা সফল হবোই। সফল আমাদেরকে হতেই হবে। এ সফলতার পর যেতে হবে আরো বহুদূর।

10/09/2025

শুধু ইনকিলাবকে ব্যবহার করে থেমে থাকে নাই। এই রিপোর্ট সচিবালয় পর্যন্ত গড়িয়েছে। এগুলো করে কি শিক্ষকদের চাওয়া ব্যাহত করা যাবে?

10/09/2025

ইনিয়ে বিনিয়ে কেউ যদি ২০% বাড়ি ভাড়া আদায়ের বিরোধিতা করে। আপনি বুঝে নেবেন। তিনি সারা বাংলাদেশের শিক্ষকদের শত্রু।

09/09/2025

২০% বাড়ি ভাড়া প্রাপ্তির ক্ষেত্রে কোন ছাড় নয়।

জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে মাননীয় শিক্ষা উপদেষ্টা দুইটা কারণে ধন্যবাদ দিয়েছেন। এক নাম্বার ...
09/09/2025

জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে মাননীয় শিক্ষা উপদেষ্টা দুইটা কারণে ধন্যবাদ দিয়েছেন। এক নাম্বার হল একদিনের কর্মসূচি সুশৃংখল ভাবে সম্পন্ন করার জন্য। দ্বিতীয় নাম্বার হল বাড়ি ভাড়া ২০% চাওয়ার জন্য। মাননীয় শিক্ষা উপদেষ্টা বললেন আপনারা আহামরি কিছু চান নাই। আমাদের আয়ত্তের মধ্যেই আছে। ইতিমধ্যে আমি আপনাদের এই বাড়ি ভাড়া বিষয়টা নিয়ে মাননীয় অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি। দেখি আমি আপনাদের দাবি পূরণে কি করতে পারি। এর দ্বারা পরোক্ষভাবে চপেটাঘাত খেলো যারা আমাদের আন্দোলনের এবং ২০% বাড়ি ভাড়ার বিরোধিতা করেছে।

09/09/2025

ইতিমধ্যে আমরা আপনাদের জন্য কাজ শুরু করে দিয়েছি করছি।যদি আন্দোলন চালিয়ে যান তাহলে আমরা নিরুৎসাহিত হব কিনা?সচিব রেহেনা পারভীন।

জোটের সভায় সিদ্ধান্ত ১৪, ১৫, ১৬  সেপ্টেম্বর  কর্মবিরতি স্থগিত।  তবে ১০ অক্টোবরের মধ্যে ২০ % বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি কর...
08/09/2025

জোটের সভায় সিদ্ধান্ত ১৪, ১৫, ১৬ সেপ্টেম্বর কর্মবিরতি স্থগিত। তবে ১০ অক্টোবরের মধ্যে ২০ % বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করা না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে।

জোটের সভায় সিদ্ধান্ত ১৪, ১৫, ১৬  সেপ্টেম্বর  কর্মবিরতি স্থগিত।  তবে ১০ অক্টোবরের মধ্যে ২০ % বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি কর...
08/09/2025

জোটের সভায় সিদ্ধান্ত ১৪, ১৫, ১৬ সেপ্টেম্বর কর্মবিরতি স্থগিত। তবে ১০ অক্টোবরের মধ্যে ২০ % বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করা না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাঈন উদ্দিন স্যার। যিনি জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্ম...
08/09/2025

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাঈন উদ্দিন স্যার। যিনি জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত আহবায়ক। নিরহংকার, নির্লোভ, প্রচার বিমুখ একনিষ্ঠ একজন মিষ্টভাষী, সদালাপী মানুষ। উনার কাছ থেকে আচরণে জোটের কোন কর্মী আহত হয়েছে এমনটা হয় নাই । ঢাকা মহিলা ডিগ্রী কলেজ ধানমন্ডির সম্মানিত অধ্যক্ষ। ওনার নেতৃত্বে ফোরাম এবং জাতীয়করণ প্রত্যাশী জোট পরিচালিত হচ্ছে। উদ্দেশ্য যেহেতু সৎ ইনশাআল্লাহ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এবার কাঙ্খিত ২০% বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতার বিজয় ছিনিয়ে আনবেই ইনশাআল্লাহ।

08/09/2025

আপাতত ২০% বাড়ি ভাড়া ১৫০০ টাকা চিকিৎসা ভাতার মিশন কমপ্লিট করি। সকলের সহযোগিতা পেলে সামনে আরো অনেক বৈষম্য দূরীকরণ করা যাবে।

সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩০/১১/২০২৫ তারিখের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। সকল এডহক কমিটি আগামী ১ ডিসেম...
08/09/2025

সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩০/১১/২০২৫ তারিখের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। সকল এডহক কমিটি আগামী ১ ডিসেম্বর থেকে অটো বিলুপ্ত হয়ে যাবে।

Address

Mugdapara First Lane
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when অসহায় আমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অসহায় আমরা:

Share

Category